Better Life With Steem | | The Diary Game | | 22 October, 2024

in Incredible India24 days ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। একটা দুর্ঘটনার জন্য আমার মনটা ভীষণ খারাপ সেটা হয়তো অনেকেই জেনেছেন। আজকে আপনাদের মাঝে গতদিনের কার্যক্রম শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :

1_20241023_222533_0000.png

Edit by canva

গতকালকের সকালবেলাটা একটু ভিন্ন রকম ছিল। আমি পোস্টের শুরুতেই বলেছি একটা দুর্ঘটনার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় রওনা হয়েছিলাম। সেদিন অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি ঢাকা থেকে আবারও ব্রাহ্মণবাড়িয়া আসতে পারিনি। তাই রাতে গাজীপুর কোনাবাড়ীতে আমার খালাতো ভাইয়ের বাসায় ছিলাম।

যাইহোক, আমাদের সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি সকালবেলায় ঢাকা থেকে আবারও ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হব। যদিও আমার আগে থেকে ট্রেনের কোন টিকিট কাটা ছিল না। তাই সর্বপ্রথম আমি গাজীপুর কোনাবাড়ি থেকে জয়দেবপুর স্টেশনে এসেছিলাম। কারণ আমাকে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে উঠতে হলে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যেতে হবে।

IMG_20241022_100541.jpg

গাজীপুর থেকে যদি বিমানবন্দর স্টেশনে বাসে করে যাই তাহলে অনেক সময় লাগতো। তাই চিন্তা করেছিলাম জয়দেবপুর স্টেশন থেকে আমি লোকাল ট্রেনে বিমানবন্দর স্টেশনে যাব। কিন্তু দুঃখের বিষয় জয়দেবপুর স্টেশনে গিয়ে শুনলাম কোন ট্রেন নেই।

IMG_20241022_100632.jpg

তাই আবারও বাধ্য হয়ে গাজীপুর চৌরাস্তা থেকে বাসে বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ সঠিক সময়ের মধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেন এসেছিল। সব থেকে বড় কথা হল, বাস জার্নির থেকে ট্রেন জার্নিটা অনেক মজার। আলহামদুলিল্লাহ ট্রেনে উঠে ব্রাহ্মণবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছি।

সত্যি কথা বলতে এভাবে বোনকে জীবন থেকে হারিয়ে ফেলবো কখনো ভাবি নি। কিন্তু সৃষ্টিকর্তা চাইলে আমাদের কোন কিছুই করার নেই। আলহামদুলিল্লাহ সঠিক সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছে গিয়েছি।

IMG_20241022_131335.jpg

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে আমি যেখানে থাকি সেখানে যেতে আরো এক ঘন্টা সময় লাগে। তাই স্টেশন থেকে বের হয়ে সোজা সিএনজিতে উঠে আমার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়েছি। আসলে আগের দিন রাত থেকে পরের দিনেও এভাবে জার্নি করার পর শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি দুপুর ২ টা নাগাদ আমি হসপিটালে পৌঁছে গিয়েছিলাম।

পরে হসপিটালে সবার সাথে কথা বলে আমি তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। একটানা জার্নি করার পর শরীরটা খুব খারাপ লেগেছিল। তাই দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করেছিলাম। পরে বিকালের দিকে ল্যাবে গিয়ে আবারো কাজ শুরু করেছি। মোটামুটি সন্ধ্যা ছয়'টা নাগাদ কাজ করেছিলাম।

IMG_20241022_201141.jpg

পরে আবারও সেই পরিচিত লঞ্চঘাটে গিয়ে ভাইদের সাথে আড্ডা দিয়েছি। সন্ধ্যা বেলায় এভাবে লঞ্চের উপর বসে আড্ডা দিতে বেশ ভালই লাগে। মনটা অনেক খারাপ ছিল। পরে হোটেলে গিয়ে নাস্তা খেয়ে আবারো হসপিটালে চলে এসেছি। রাতের বেলা ডিম খিচুড়ি খেতে আমার বেশ ভালই লাগে। তবে আমাদের উত্তরবঙ্গের মতো এদিকে খাবারের তেমন একটা স্বাদ পাই না।

সর্বশেষ আবারও সবাইকে বলি আমার বোনের জন্য সবাই দোয়া করবেন।

ধন্যবাদ

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
 20 days ago 

আপনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এজন্য সময় মতো স্টেশনে পোঁছে ছিলেন। সত্যি সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে আমাদের কিছু করার নেই। সে যেটা চাইবে সেটা হবে। আপনার বোনের কথা শুনে আপনাকে কি বলবো সেটা বুঝতে পারছি না কারন কিছু কিছু ঘটনা আমরা মেনে নিতে পারি না। ভালো থাকবেন, ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91178.33
ETH 3192.43
USDT 1.00
SBD 2.96