Better Life With Steem | | The Diary Game | | 21 June, 2024

in Incredible India12 days ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

The Diary Game_ _ 13 May,2024_20240622_183500_0000.png

Edit by canva

আলহামদুলিল্লাহ প্রতিদিনের থেকে গতকালকে একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছি। গতকাল শুক্রবারের দিন ছিল। দীর্ঘদিন অপেক্ষা করার পর গতকালকে সকালবেলা সূর্যের দেখা পেয়েছি। পরে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম।

কিন্তু দুঃখের বিষয় হলো আমার ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আমাকে আবারো নিজ কর্মস্থলে ফিরে যেতে হবে। বাসায় এখনো খালাতো ভাই, আপু সবাই আছে। অনেকদিন ছুটি কাটানোর পর ডিউটিতে কেন জানি যেতে ইচ্ছে করছিল না। কিন্তু কি আর করার, দায়িত্বের কাছে আমি যে আটকে গেছি।

IMG_20240621_080800.jpg

পরে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়েছিলাম। এদিকে মা এবং আপু সকালের নাস্তা বানিয়েছিল। আপুর ও ছুটি শেষ, বিকেলবেলা চলে যাবে। তাই সকাল থেকেই নিজের জিনিসপত্র গোছানো শুরু করেছে।

আলহামদুলিল্লাহ সকালের নাস্তা খেয়ে ল্যাবে আসার উদ্দেশ্যে রওনা হয়েছি। দীর্ঘদিন ছুটি কাটানোর পর বাড়ির সবাইকে রেখে ডিউটিতে আসতে খারাপ লেগেছিল। আবার ভালো ও লেগেছিল। আলহামদুলিল্লাহ সুস্থ ভাবেই ল্যাবে পৌঁছে গিয়েছি। ল্যাবে প্রবেশ করে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে সেরেছি।

IMG_20240621_113722.jpg

অনেকদিন ছুটি কাটানোর পর ল্যাবের জিনিসপত্র সব অগোছালো ছিল। তাই সবকিছু আগে গুছিয়ে নিয়েছিলাম। অনেকদিন পর নিজ কর্মস্থলে এসে বেশ ভালই লেগেছিল। আপনারা হয়তো অনেক আগে থেকেই জানেন, শুক্রবারের দিন আমি সারাদিন ব্যস্ততার মাঝে পার করি।গতকালকেও তার ব্যতিক্রম হয়নি।

ডাক্তার আসার আগ মুহূর্তে কিছু রোগী ইনজেকশন দেওয়ার জন্য এসেছিল। পরে সবাইকে ইনজেকশন দিয়েছি। ডাক্তার মোটামুটি সকাল ১১ টার দিকে এসেছিল। ডাক্তার এসে রোগী দেখা শুরু করলে আমারও ল্যাবের কাজ শুরু হয়ে যায়।

IMG_20240621_132648.jpg

ল্যাবের কাজ শেষ করতে, কোন দিক দিয়ে জোহরের আযান দিয়েছে বুঝতেই পারিনি। পরে তাড়াতাড়ি ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম। যত ব্যস্তই থাকি না কেন, জুমার নামাজ কোনভাবেই বাদ দেয়া যাবে না। নামাজ আদায় করে, ল্যাবে এসে বাকি কাজগুলো সম্পন্ন করেছিলাম।

IMG_20240621_142419.jpg

গতকালকে দুপুর না হতেই কেন জানি প্রচন্ড ক্ষুধা লেগেছিল। ঈদের ছুটিতে বাসায় সব সময় ভালো মন্দ খাইতাম।কিন্তু হঠাৎ ডিউটিতে আসার পর অনেক বেশি ক্ষুধা লেগেছিল। ডাক্তার চলে যাওয়ার পর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েছি। খাওয়া শেষ করে প্রতিদিনের মতোই বিকেল পর্যন্ত শুয়ে রেস্ট করেছি।

বিকেলের দিকে ফার্মেসির ভাই বলল বাজারে গিয়ে ভাজাপোড়া খাবে। আমি ও না করলাম না। পরে ভাইয়ের সাথে বাজারে গিয়ে ভাজাপোড়া খেয়েছিলাম। গরম গরম ভাজাপোড়ার স্বাদ একদম অন্যরকম।

IMG_20240621_175453.jpg

যাইহোক, বিকেলের দিকে আবারো গাইনি ডাক্তার এসেছিলেন। অন্যান্য ডাক্তারের থেকে গাইনি ডাক্তারের রোগী অনেক বেশি হয়। মোটামুটি রাত ১১:০০টা পর্যন্ত ল্যাবে কাজ করেছিলাম।

আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো ভাবে দেওয়ার পর তাড়াতাড়ি ল্যাব বন্ধ করেছি। গতকালকে বাসায় যাওয়ার পথে দেখলাম অনেক সুন্দর চাঁদ উঠেছে। রাতের বেলা চাঁদের ছবি তুলতে আমার খুবই ভালো লাগে।

IMG_20240621_224108.jpg

আলহামদুলিল্লাহ সুস্থভাবেই বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মা রাতের খাবার খেতে দিয়েছিল। খাওয়া শেষ করে মোবাইলে কিছুক্ষণ নাটক দেখেছি। পরে মোটামুটি রাত হয়ে গেলে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম।

ধন্যবাদ

Sort:  


Congratulations 🥳


We support quality posts and good comments Published in any community and any tag.


Curated by : @malikusman1

 12 days ago 

@malikusman1 Thank you sir😊

 12 days ago 

আপনি সারাদিন কি কি করেছেন সে বিষয় নিয়ে আমাদের মাঝে আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন, এবং আপনার এই পোস্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো আপনি আমি অনেক সুন্দর করে আমাদের মাঝে পোস্টটি ও উপস্থাপনা করেছেন। এবং ভবিষ্যতে এমন সুন্দর পোস্ট আরো আপনার কাছ থেকে আমরা পেতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 11 days ago 

প্রথমে আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো কারণ আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে। হ্যাঁ ভাই! আমি সব সময় নিজের কার্যক্রম টুকু ভালোভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামীতেও এরকম সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Loading...
 11 days ago 

ছুটি নিয়ে দুঃখ করলে হবে না। ঈদও শেষ আর সেই সাথে ছুটিও তাই এখন আবার নিজ নিজ কর্মস্থলে যেতেই হবে। এটা ঠিক যে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যেতে সবারই একটু অলসতা লাগে। হ্যা, শুক্রবারে আপনার ল্যাবে কাজের অনেক চাপ থাকে সেটা জানি। বিকাল বেলায় বাজারে গিয়ে ভাজাপোড়া খেয়েছিলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 11 days ago 

যখন একটানা অনেক দিন ছুটি কাটানো হয় তখন আর নিজের কর্মস্থলে ফিরে যেতে ভালো লাগেনা। আবার একটা না ডিউটি করার পর হঠাৎ একদিন বাসায় বসে থাকলে কেমন যেন বিরক্ত করা লাগে। ঠিকই বলেছেন ঈদের যেহেতু ছুটি শেষ তাহলে তো কর্মস্থলে ফিরে যেতেই হবে। এখানে কিছুই করার নেই।
অন্যান্য দিনের থেকে শুক্রবার দিনে আমার ল্যাবে অনেক বেশি কাজ হয়।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 11 days ago 

ছুটি কাটানোর সময় আমাদের সকলে সেটা অনেক উপভোগ করি তবে ছুটি শেষে কাজে ফেরার সময় আসলে মনে হয় আর কয়েকদিন ছুটি থাকলে ভালো হতো। আবার অনেকের কাজ ছেড়ে বাড়িতে বসে থাকতে বিরক্তবোধ হয়। কর্মস্থলে প্রতিটা দিন এক রকম কাটে না, কোনো দিন কাজ কম থাকে আবার কোনো দিন হাতে কম কাজ থাকে। ভালো থাকবেন।

 11 days ago 

ঈদের ছুটি শেষ তাই আপনি আবারো আপনার কর্মস্থলে ফিরে গিয়েছেন। আসলে বাসায় থাকলে কিছুক্ষণ পরপর অনেক জিনিস খাওয়া হয়, কিন্তু কর্মস্থলে গেলে সে সময়টা পাওয়া যায় না। এবং সঠিক সময়ে খাওয়াও হয় না। যার কারণে আপনার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। একদমই ঠিক বলেছেন গরম গরম ভাজাপোড়া খাওয়ার মজাটাই অন্যরকম। যেটা আমি নিজেও খেয়ে থাকি। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 10 days ago 

আসলে ঈদের ছুটিতে যে কয়েকদিন বাসায় ছিলাম অনেক কিছু খাওয়া হতো। কিন্তু ডিউটিতে যাওয়ার পর থেকে আর সেসব খাওয়ার সুযোগ হয় না। কাজের চাপে সবকিছু ভুলে যাই।
একদম ঠিক বলেছেন, গরম গরম ভাজাপোড়া খাওয়ার সাত এক ধরনের অন্যরকম।
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 7 days ago 

কোথায় আছে না মানুষ অভ্যাসের দাস আর এই জন্যই কয়েকদিন কর্ম বন্ধ থাকায় এখন আর যেতে ইচ্ছে করছে না।। পরিবারের সকলের সাথে একত্রিত হয়ে অনেক আনন্দে দিন পার করেছেন।। এখন থেকে আবারো আপনার কর্মে যেতে হবে আর দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।। ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

 7 days ago 

আসলে মানুষ অভ্যাসের দাস। একই নিয়মে কোন কাজ করলে বা একই নিয়মে চললে সেটা যেন অভ্যাসে পরিণত হয়।
ঈদের ছুটিতে নিজের আপনজনদের সাথেও কাটানো মুহূর্তগুলো অনেক বেশি আনন্দ ছিল। পরিবারের সবাইকে রেখে আবারো কর্মস্থলে ফিরে যেতে অনেকটাই খারাপ লেগেছিল।
কিন্তু ওই যে একটা কথা আছে না। আমরা দায়িত্বের কাছে বন্দী। দায়িত্ব যখন নিয়েছি, তাহলে দায়িত্ব পালন করতে তো হবেই।

 6 days ago 

একদম ভাই আমরা যে কোন কাজে যুক্ত থাকলে একটা অভ্যাসে পরিণত হয়।। আর পরিবারের সাথে আনন্দ মুহূর্ত কাটানোর পর কর্মস্থলে যেতে একটু খারাপ লাগবে এটাই স্বাভাবিক ভাই।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57685.75
ETH 3161.06
USDT 1.00
SBD 2.27