"বিপিএল" 'রংপুর রাইডার্স' বনাম 'খুলনা টাইগার্সের' খেলার রিভিউ
আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে গতকালকের রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের বিপিএল খেলার রিভিউ শেয়ার করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক:
গতকালকে দুপুর ১ঃ৩০ মিনিটে রংপুর বনাম খুলনা টাইগার্সের বিপিএল খেলা ছিল। বিপিএলের দ্বিতীয় ইনিংসের খেলা ছিল। যে দল জিতবে সেই দল ফাইনালে খেলবে। আর আপনারা হয়তো জানেন, আমার নিজস্ব জেলার রংপুর। রংপুরের খেলা আমি দেখব না, এমনটা তো হতেই পারে না।
দুপুরবেলা খেলা ছিল বিধায় বাসার সব কাজ আগেই সেরে নিয়েছি। আবার বিকেল তিনটার সময় ডিউটিও ছিল। যাইহোক, অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে পোস্টটা লিখতে বসেছি। খেলা শুরু হওয়ার প্রথম কয়েক অভার আমি খেলা দেখতে পারিনি।
কারণ খেলা দেখার জন্যই আমি তাড়াতাড়ি অফিসে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় কি আর বলব, অফিসে গিয়ে মোবাইল চালু করে দেখি রংপুরের ১৯ রানে ৫টা উইকেট পড়ে গেছে। আমি তো খেলা দেখেই একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেছিলাম।
হঠাৎ করে রংপুর এই অবস্থা হবে একটুও ভাবি নি। গতকালকে রংপুরের পক্ষে খেলার জন্য বাইরে থেকে বেশ কয়েকটা খেলোয়াড় নিয়ে এসেছে। তারপরেও যদি এই অবস্থা হয় সেটা মেনে নেওয়ার মতো নয়। তারপরেও অনেকটা আশা নিয়ে খেলা দেখেছিলাম
কিন্তু দুঃখের বিষয় আবার ৩২ রানে আরো একটা উইকেট চলে যায়। মনটা একদম খারাপ হয়ে গেছিল রংপুরের খেলা দেখে। ১০ ওভার খেলে মাত্র ৩৬ রান, আবার সেই সাথে ৬টি উইকেট পড়ে গিয়েছে। রংপুর প্রথমের দিকে একটানা ৮টি ম্যাচ জয়লাভ করার পর কি যে হয়েছে। একের পর এক হেরেই যাচ্ছে।
যাইহোক, ৬টি উইকেট চলে যাওয়ার পরেও শেষ মুহূর্তে ক্যাপ্টেন নুরুল হাসান ছিল ও রাসেল ব্যাটিং এ ছিল। আশা করছিলাম অন্ততপক্ষে রাসেল কিছুটা হলেও রান করতে পারবে। কিন্তু আমার সেই আশা আর পূরণ হয়নি।
পরপর একটানা ৮টি উইকেট চলে যাওয়ার পর খেলার যা অবস্থা ছিল, আমি খেলা দেখাই বাদ দিয়েছিলাম। রংপুর হেরে যাক তাতে কোন আপত্তি নেই। কিন্তু এইভাবে যে হেরে যাবে এটা মেনে নিতে পারিনি। শুধু আমি নই, আমার মত রংপুরের সাপোর্টার কেউই মেনে নিতে পারেনি। শেষ মুহূর্তে আকিফ জাবেদ একজন বলার হয়েও কিছুটা রান করেছে। অবশেষে রংপুর খুলনা টাইগার্সকে মাত্র ৮৬ রান টার্গেট দিয়েছে।
খুলনা টাইগার্স ব্যাটিংয়ে নামার পরই একটি উইকেট চলে যায়। কিন্তু একটা উইকেট চলে গেলে আর কি হয়। এরপর নাঈম শেখ খেলার পুরোপুরি চিত্রই পাল্টে দিয়েছে। খুলনা টাইগার্স একের পর এক বাউন্ডারি নেয়া শুরু করেছিল।
ভাবছিলাম হয়তো পাওয়ার পেলেতে খেলা শেষ হয়ে যাবে। অবশেষ খুলনা টাইগার্স জয়লাভ করে। রংপুরের খেলা দেখে আগেই বুঝতে পারছিলাম রংপুর বিপিএল থেকে বিদায় নিবে। যাইহোক আমি একজন রংপুরে সাপোর্টার হয়েও খুলনা টাইগার্সের জন্য শুভকামনা জানাই।
খেলার বিস্তারিত রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ। রংপুর রাইডার্সের খেলা দেখে সত্যিই হতাশা হয়েছিল, কিন্তু আপনার লেখা থেকে স্পষ্ট যে আপনি একদম মন দিয়ে খেলা দেখছেন। খুলনা টাইগার্সের জয় প্রশংসনীয় ছিল, বিশেষ করে নাঈম শেখের দারুণ ব্যাটিং! আশা করি রংপুর পরবর্তী ম্যাচে আরও ভালো পারফর্ম করবে। আপনি একজন সাপোর্টার হিসেবে তাদের পাশে দাঁড়িয়ে ভালো লাগছে। শেয়ার করার জন্য আবারও ধন্যবাদ, শুভকামনা রইল।
বর্তমান সময়ে বিপিএল খেলা চলছে ক্রিকেট আসলে অনেক আগে থেকে পছন্দ করি তবে এখন আর খেলা দেখা হয়ে ওঠেনা এখন সময় কিছু ফেলাতে পারি না সবকিছু এলোমেলো হয়ে গেছে তারপরেও চেষ্টা করে সঠিকভাবে চলার রংপুর এবং খুলনার খেলা আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে রিভিউ করেছেন তবে আপনার কাছে অনেক বেশি খারাপ লেগেছে যখন রংপুর হেরে গিয়েছিল আসলে হারজিত খেলার মধ্যে আছে সবকিছু মিলিয়ে আমাদেরকে চলতে হবে অসংখ্য ধন্যবাদ চমৎকার খেলার ভিডিও আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।