You are viewing a single comment's thread from:

RE: বর্তমান সময়ে কিছু অভ্যেস পরিবর্তন আবশ্যকীয়!(We are in great need of transforming certain habits.

in Incredible India2 months ago

দৈনন্দিন জীবনটা আমরা এমন ভাবেই পরিচালনা করে থাকি।
আসলে আমরা মানুষকে জ্ঞান দিতে গেলেও নিজেরা সেটা মানতে নারাজ।

মোবাইলে কথা বলা প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেলঃ-

ইনস্টিটিউট যাওয়ার সময়, একজন মুরুব্বি অটোর সামনে বসে সিগারেট টানছিল।
আমি বললাম, “আঙ্কেল বাতাসের বিপরীতে এবং গাড়ির সামনে বসে সিগারেট খাবেন না এতে পেছনে বসা যাত্রীদের কষ্ট হতে পারে”। তিনি সিগারেট ফেলে দিলেন, কিন্তু আমার দিকে একটু বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বললেন,“এখন তোমার বয়সী সকলেই সিগারেট খায়”।

তখন বুঝেছিলাম সমাজটা আসলে কিভাবে নষ্ট হচ্ছে।
ঠিক এমন বিষয়ে ফুটে উঠেছে আপনার লেখার মধ্যে। ট্রাফিক রুলস না মানা, মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় চলা, মোটরসাইকেলে তিনজন আরোহী চলাফেরা করা এই সবই বিপদ ডেকে নিয়ে আসতে পারে যেকোনো সময়।

ধন্যবাদ সুন্দর করে উপস্থাপন করার জন্য, এখান থেকে আমিও শিক্ষা নিলাম এবং ভবিষ্যতে এগুলো বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91295.19
ETH 3130.58
USDT 1.00
SBD 2.89