আসলেই আমাদের জীবনে পরিবর্তনের একটি বড় ভূমিকা রয়েছে। যখন মানুষ তার প্রাপ্য মূল্য পায় না তখন তার উচিত নিজেকে পরিবর্তন করা। আপনার কথাটি খুবই যুক্তিযুক্ত যে, একজন ব্যক্তি কখনও পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে না। আগে দরকার নিজের পরিবর্তন। এভাবে এক এক করে সবাই পরিবর্তন হলেই আমাদের পৃথিবী পরিবর্তিত হবে। ভালো লাগলো আপনার সুন্দর পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
ধরুন আমরা সবাই মিলে একটা সমাজ পরিবর্তন করব। কিন্তু আমরা যদি নিজেদের মধ্যেই পরিবর্তন নিয়ে আসতে না পারি। তাহলে সমাজ কিভাবে পরিবর্তন করব। প্রথমত আমার নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। এরপরে চেষ্টা করতে হবে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে ওই পরিবর্তনটা নিয়ে আসার জন্য। তারপরেই কিন্তু আমরা সমাজ এবং দেশ পরিবর্তন করতে পারবো। আর যে জায়গায় আমাদের মূল্য নেই। সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসাটাই উত্তম। কারণ বার বার কারো কাছ থেকে অপমানিত হওয়ার চাইতে। একবারে কান্না করে সবকিছু ফেলে দেয়াটাই উত্তম।