SEC17/W4|"Gift that can impress me."

in Incredible India2 months ago

Red Beige Modern Gift Instagram Post.jpg
Edited by Canva

প্রথমেই কমিউনিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সুন্দর একটি বিষয়কে নির্বাচন করার জন্য। উপহারের কথা শুনলেই মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। উপহার পেতে কম বেশী সবাই পছন্দ করে। আমিও তার বাইরে নই। কন্টেস্টের নিয়মানুসারে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলুন শুরু করা যাক।

1.jpeg

আমার বইয়ের কালেকশন

What is the preferred gift that can impress you? The reason behind your choice.

উপহার হিসেবে যে কোন কিছু পেতেই আমার ভালো লাগে। কারণ আমার বরাবরই মনে হয় উপহারের মূল্যটা নয় এর পেছনের ভালোবাসাটাই দেখা উচিত। তবুও যদি আলাদা করে বলতে হয়, আমি সবচেয়ে বেশী খুশি হই বই উপহার হিসেবে পেলে। আমার শখের মধ্যে অন্যতম একটি শখ হচ্ছে বই পড়া। বিশেষ করে সাইন্স ফিকশন বই। যখনই কেউ আমাকে নতুন বই উপহার দেয় আমি সবচেয়ে বেশি খুশি হই। আমার নিজের একটি ছোট বইয়ের কালেকশনও আছে। দেশী বিদেশী সবধরনের বই পড়তেই আমি ভালোবাসি। প্রিয় লেখকের নামের তালিকায় রয়েছে হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল।

উপহার হিসেবে আমার বইকেই সবচেয়ে বেশী পছন্দ কারণ আমি খুবই পাঠকমণা একজন মানুষ। এমনও অনেক সময় হয়েছে যে একটি গল্পের বই পড়তে বসেছি খাওয়ার সময় পেরিয়ে গেছে। সকাল গড়িয়ে বিকালের কাছাকাছি সময় হয়ে গেছে টেরই পাইনি। আমি আসলে কোন বই পড়লে তার কাহিনীতে ডুবে যাই।

pexels-pixabay-264787.jpg
Source

Do you believe the gift is a gesture that sometimes helps to enhance our relationships?

জ্বী অবশ্যই। কিছু বিশেষ সময়ে প্রিয়জনকে দেওয়া উপহার আপনার সম্পর্কের বন্ধনকে আরও গাঢ় করে তুলতে পারে। কোন বিশেষ অনুষ্ঠানে আপনার বাবা-মা, আত্মীয়- স্বজন কিংবা প্রিয় মানুষকে যদি আপনি সামান্য কিছুও উপহার হিসেবে দেন তাহলে তাদের মুখের হাসিতে আপনি যে আত্ম-তৃপ্তি খুঁজে পবেন তা অন্য কিছুতে পাবেন না। তবে অবশ্যেই এটি খেয়াল রাখতে হবে উপহার বিষয়টা যেন স্পেশালই হয়। এটি যদি চাহিদায় পরিণত হয় তাহলে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। সম্পর্কটা হতে হবে আত্মীক। আমার মনে হয়ে সকলেই উপহার পেতে পছন্দ করে। তাই যখন আপনি কাউকে উপহার দেন তখন সে আপনার উপর খুশি হয়ে যায়। আর মানুষ তাকেই উপহার দেয় যাকে সে গুরুত্বপূর্ণ মনে করে।

অর্থাৎ আমি এ বিষয়টার সাথে একমত যে, মাঝে মাঝে প্রিয়মানুষজনদের উপহার দিলে সম্পর্কের উন্নতি ঘটে।

2.jpeg

বন্ধুদের উপহার দেওয়া সাইন্সফিকশন বই

Have you ever received any gift that is still memorable to you; Share if you have any stories.

আমার বন্ধু-বান্ধবের সংখ্যা খুবই কম। হাতে গোনা কয়েকজন। স্কুল-কলেজে পড়ার সময়ও সহপাঠী ছিল অনেকজন কিন্তু কাছের বন্ধু বলতে সেই ছোট একটি সার্কেলই ছিল। কিন্তু যারা ছিল বা এখনও আছে তারা হচ্ছে বন্ধুর মতন বন্ধু। বিপদে-আপদে ডাকলেই যাদের সবার আগে পাওয়া যায়। বন্ধু নিয়ে এত কথা লেখার মানে হচ্ছে, আমি আমার জীবনের সব সারপ্রাইজ গিফ্টগুলোই পেয়েছি আমার কাছের বন্ধুদের কাছ থেকে।
জন্মদিনে সারপ্রাইজ গিফ্ট দেওয়াটা যেন একদম আমাদের বন্ধুত্বের কালচারে মিশে গিয়েছিল। গ্রুপের যারই জন্মদিন বাকী সবাই তাকে চমকে দেওয়ার জন্য একমাস আগে থেকেই প্লান করতাম। আমারও এরকম একটি জন্মদিনে সারপ্রাইজ গিফ্ট পেয়েছিলাম।

তখন স্কুলে পড়ি আমরা। হাত-খরচের জন্য বাসা থেকে ৫০-১০০ টাকা করে দেয় তাও সপ্তাহে ১ বার। সেসময় ব্লুটুথ ইয়ারফোন নতুন নতুন মার্কেটে এসেছে। দামও ছিল অনেক। আমার জিনিসটা অনেক পছন্দের ছিল। আমি প্রায়ই এই বিষয়টা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করতাম যে, ব্লুটুথ ইয়ারফোনগুলো কি স্টাইলিশ । আমার টাকা থাকলে কিনতাম। ভাব দেখায়ে চলতাম। তাদেরও অনেক জল্পনা-কল্পনা ছিল এটি ঘিরে।

খুবই অবাক করা বিষয় হলো, সে বছরই তারা সবাই মিলে টাকা জমিয়ে আমাকে ব্লুটুথ ইয়ারফোনটা গিফট করে। সেই সাথে তারা এটাও জানতো আমি একজন বই পোকা। তাই একটি সাইন্সফিকশন বইও উপহার হিসেবে পেয়েছিলাম সেদিন। আমার দুটি সবচেয়ে পছন্দের জিনিস পেয়ে আমার আনন্দে চোখে পানি চলে এসেছিল। সেইদিনটি আমার জন্য খুবই স্মরণীয় একটি দিন হয়ে থাকবে আজীবন।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী আমি আমার ৩ জন বন্ধুকে ম্যানশন করলাম @mrsokal @sabus @tanay123

Thank You

Sort:  
Loading...

@shariarprottoy
I really enjoyed reading your post and the kind of information you provided. You guys talked about gifts. Books are really a great gift because it is a great way to change our lives. Namely because of books many changes happen in our life if they are given as a gift they increase our happiness even more. I like many, I also have many books as gifts, including novels, story books, love stories, I am seeing a lot of such gifts. will keep.

The gifts given in the form of books are a valuable asset in our lives, leading us to memories that we never forget whenever we read those books. When we look at it, our old memories become fresh.🤗💕
@mona01

You really have wide range of gifts which I really love so much. Also it is good to discover that you are a lover of books. I am also a lover of books and I understand the power of books

 2 months ago 

আপনি সকল প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন। জীবনে চলার পথে অনেকের কাছ থেকেই অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সবকিছু আমাদের মনের মত হয়ে ওঠে না। তবে আপনার প্রিয় উপহার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 months ago 

ঠিকই বলেছেন। অনেক কিছুই মন মতন হয়ে উঠে না।আপনাকেও ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 55173.73
ETH 2879.85
USDT 1.00
SBD 2.30