গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা।

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা, আজ আমি গ্রাম বাংলার ঐতিহ্য ফুটবল খেলা নিয়ে হাজির হলাম। ফুটবল খেলা আমাদের সবার কাছে অতি পরিচিত এবং জনপ্রিয় একটি খেলা। চলুন ফুটবল নিয়ে কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করা যাক।

IMG_20230621_085018.jpg

গ্রাম বাংলার ঐতিহ্য জনপ্রিয় খেলা ফুটবল আমাদের সবার প্রিয় একটি খেলা। কিন্তু গ্রাম বাংলার এই ঐতিহ্য খেলা গুলো সময়ের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে অনেক কিছুই।

আমি বেস কিছু দিন পর বিকেল বেলা সন্ধার আগ মূহুর্তে বের হলাম। বের হতেই দেখি বেস কিছু ছোট বড় সব বয়সী মানুষ ফুটবল খেলছে এবং কিছু মানুষ ফুটবল খেলা উপভোগ করছে।

ফুটবল খেলা দেখে আমি তাদের দিকে এগিয়ে গেলাম। বিশেষ করে ফুটবল খেলা আমার বেস ভালো লাগে। আর গ্রাম বাংলার ঐতিহ্য ফুটবল খেলা গুলো শুরু হয়ে থাকে ফসলের মাঠে।

IMG_20230621_085044.jpg

কৃষক যখন সোনালী ফসল কেঁটে বাড়িতে নিয়ে যায়। ঠিক তখনই গ্রাম বাংলার ঐতিহ্য খেলা ফুটবল এর আমেজ লাগে। এ সময়ে ফসলের মাঠ ফসলহীন হওয়ায় ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ে গ্রাম এর সকল বয়সী লোক।

ঠিক তেমনি আমাদের গ্রামের ছোট বড় সবাই ফুটবল খেলছে। আর এই ফুটবল খেলার মাঝে অনেক মজা ও হয়ে থাকে। ফুটবল খেলা কখনো নিজেদের মাঝেই দুটি দলে অন্ততভূক্ত করা হয়ে থাকে।

দলগুলো নাম ও দেওয়া হয় বেস চমৎকার। যদিও নিজেদের মাঝেই দুটি দল কেউ একদলের নাম দিয়ে থাকে আর্জেন্টিনা এবং অন্যদল ব্রাজিল। নামগুলো যাই হোক গ্রাম বাংলার ফুটবল খেলায় অনেক আনন্দ হয়ে থাকে ।

IMG_20230621_085229.jpg

গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য এর মাঝে চারদিকে শুধু সবুজ আর সবুজ। বিকেলে সূর্যাস্তের আগের দিকে ফুটবল খেলা সুরু হয়ে থাকে।

বিশেষ করে এই ফুটবল খেলাই সব বয়সী সব পেশার মানুষ কৃষক, তাতি, দিনমজুর, ছাত্র এক কথায় সবাই মিলে-মিশে ফুটবল খেলে থাকে।

গ্রামের মানুষ এই সময় তেমন একটা কাজ থাকে না বলেই চলে। কারণ এ সময় কৃষক তার ফসল ঘরে তোলে,, সেই সাথে ফসলী মাঠ ও ফাঁকা থাকে।

মাঠ ফাঁকা থাকায় শুরু হয় পাড়া, মহল্লায় এই ফুটবল খেলার আমেজ। কখনও নিজেদের মাঝে পাড়া-মহল্লায়, গ্রাম গ্রাম বা এক স্কুল অন্য স্কুল এর সাথে এই ফুটবল খেলা হয়ে থাকে। বেস আনন্দ উল্লাস হয়ে থাকে।

IMG_20230621_084957.jpg

কখনো কখনো বৃষ্টির মাঝে ফুটবল নিয়ে মাঠে নামা,,আবার কখনো কখনো বন্ধুদের নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে খেলতে যাওয়া। এক কথায় গ্রামীণ পরিবেশে ফুটবল খেলার আনন্দ উল্লাস অন্য খেলায় পাওয়া যাবে না।

বর্তমান সময়ে ছেলে-মেয়েরা খেলাধুলার তেমনি একটা মূল্যায়ন করে না বললেই চলে এখন সবাই স্মার্ট ডিভাইস নিয়েই ব্যস্ত।

অথচ আজ থেকে পাঁচ, ছয় বছর আগে ও ছিল প্রতিটি গ্রামের স্কুল মাঠে এবং ফসলের মাঠ ফাঁকা থাকলে ঐতিহ্যবাহী ফুটবল খেলা এবং জাতীয় খেলা হাডুডু চলতো তীব্র প্রতিযোগিতা।

এসমস্ত খেলায় স্বর্ণ-রৌপ্য দিয়ে বিজয়ীদের উপহার হিসেবে দেওয়া হতো। গ্রাম-গঞ্জের হাজার হাজার উৎসুক জনতা খেলা দেখে কতই না আনন্দ উল্লাস করত।

শুধু যে গ্রামগঞ্জের ছেলেরা অংশগ্রহণ করতে বিষয়টি এমন নয়। শহর-বন্দর থেকে আসতো অনেক পাকাপোক্ত খেলোয়াড় ঘন। স্থানীয় ভাষায় তাদেরকে হায়ার করে আনা হয়েছে বলেও অভিহিত করা হতো।

IMG_20230621_085157.jpg

বর্তমান সময়ে ছেলে-মেয়েদের হাডুডু, কাবাডি, গোল্লাছুট ও কানামাছি এ সমস্ত খেলাধুলা বর্তমান ছেলে মেয়েদের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে।

অথচ এই সমস্ত খেলাধুলা আজ থেকে পাঁচ সাত বছর আগে ও ছিলো,, এ সমস্ত খেলাধুলা বাড়ির উঠোনে ফসলের মাঠে বেস আনন্দ-উল্লাস নিয়ে শুরু করা হতো।

কালের বিবর্তনে প্রায় এ সমস্ত খেলাধুলা আজ হারানোর পথে। আমরা বেশ কিছুদিন আগেও এ সমস্ত খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। স্কুল থেকে এসে বাড়ির উঠোনে সবাই মিলে হাডুডু কানামাছি লুডু এ সমস্ত খেলাধুলা করতাম।

IMG_20230621_085132.jpg

আজ বেশ অতীতের কথা আপনাদের মাঝে বলে ফেললাম। তাও আবার গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে ফুটবল খেলা উপভোগ করতে এসে অনেক বিষয় মনে পড়ে গেল।

তাই ভাবলাম এ বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করা যাক। জানি অতীতের মতো সুন্দর মুহূর্ত আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। তবে আমরা চাইলে খেলাধুলাকে আবার জাগ্রত করে তুলতে পারি।

প্রিয় বন্ধুরা আমি আর লিখছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

DeviceName
AndroidOneplus
CameraOneplus
LocationBangladesh 🇧🇩
Short by@shahinalam12
Sort:  
Loading...
 last year 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল ৷ আর এই ফুটবল খেলা সবারই অনেক ভালো লাগে ৷ বর্তমানে সময়ে এই ফুটবল খেলা গ্রাম অঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে উঠে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif

 last year 

Thank you so much.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 68123.51
ETH 3488.60
USDT 1.00
SBD 2.72