দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হওয়ার কারন।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম বিষয়টি হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। চলুন বিষয়টি বিশ্লেষণ করা যাক।

fruit-932745_1280.jpg
Source
আমাদের দেশে সম্প্রতি একটি বিষয় চরমভাবে প্রভাবিত করেছে। আর সেই বিষয়টি হচ্ছে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি।

আমাদের দেশে তথা বাংলাদেশের সীমাহীন সব পণ্যের উর্ধ্বগতি অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে।

vegetable-market-337971_1280.jpg
Source
আমাদের সমাজে ফলে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। দিন দিন সব পণ্যের উর্ধ্বগতি যেন লাগামহীনভাবে বেড়ে চলছে। যে হারে সব পণ্যের উর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে রোজগারের পরিমাণ আগের মতোই রয়ে গিয়েছে। ফলে মানুষের জীবন যাপন অত্যান্ত কঠিন হয়ে গিয়েছে।

এর নৈপথ্যের কারণ অনুসন্ধান করলে জানতে পারবেন অস্বাভাবিক পণ্যের মূল্য বৃদ্ধির কারণ একাধিক। পণ্যের মূল্য বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে প্রথমে একপ্রকার মুনাফালোভী মজুদদাতারা।

অধিক পরিমাণে মুনাফা অর্জনের জন্য দ্রব্য পণ্য মজুদ করে দ্রব্য সংকট সৃষ্টি করে একদল মুনাফালোভী মানুষ। তারা সব সময় কিভাবে অধিক মুনাফা অর্জন করবে সেই চিন্তায় মগ্ন হয়ে থাকে।

দ্রব্যমূলের উর্ধ্বগতির দ্বিতীয় কারণ হচ্ছে সঠিক সময় সঠিক পণ্য বাজারজাত করতে না পারায়। এমন অনেক পণ্য আছে যেগুলো মৌসুমের পণ্য সংরক্ষণ করে অন্য মৌসুমে বাজারজাত করে থাকে।

market-3860952_1280.jpg
Source
এর কারনে আমাদের বাজারে চাহিদার তুলনায়, পণ্য মজুদের পরিমাণ অধিক কম। এর কারণে দ্রব্যমূলের উর্ধ্বগতি অধিক বৃদ্ধি পায়। আমাদের ক্রয় ক্ষমতা ও হ্রাস পেয়ে থাকে।

এমন অনেক মুনাফালোভী মানুষ আছে যারা মৌসুমের ফসল বাজারজাত করে না। অধিক মুনাফা লাভের আশায় মজুদ করে রাখেন।

আমাদের এই দ্রব্যমূলের উর্ধ্বগতি বৃদ্ধির কারন আমাদের দেশের এক প্রকার মুনাফা লোভী মানুষ। আইনি ব্যবস্থা থাকলে ও যথাযথভাবে এর প্রয়োগ নেই। যার কারনে দ্রব্যমূলের এই উর্ধ্বগতি বারবার আমাদের দেশে দেখা মিলছে।

আমরা মাঝে মাঝে লক্ষ্য করলে দেখতে পাই, বাজারে পণ্যর চাহিদা তুলনায় পরিমাণ অনেক কম।

পরিমাণ কম থাকার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু মুনাফা লোভী মানুষ পণ্যগুলোকে বাজারজাত সঠিক সময় করে না, এর জন্য বাজারে সংকট সৃষ্টি হয়।

bitter-melon-787674_1280.jpg
Source
আর এভাবে আমাদের দ্রব্যমূলের উর্ধ্বগতি বৃদ্ধি পায়। এর জন্য অনেক ব্যবসায়ীকে জেল জরিপানা করা হয়ে থাকে।

আমাদের দেশের মূল্যবৃদ্ধি এটাই যে, প্রথম এমনটা নয়। আমাদের দেশে এটি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবার মাঝে।

পৃথিবীতে কোন দেশের মূল্যবৃদ্ধি এমন ভাবে হয় কিনা আমার জানা নেই। দ্রব্যমূলের উর্ধ্বগতি এমন পরিস্থিতি আসলেই বিরল।

আমার দেখা এমন অনেক দেশ আছে এমনটি ঘটলে বিক্ষোভে দানা বাঁধে। সরকারকে জবাবদাহি করতে হয় জনগণের কাছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হলে দুর্নীতিবাজ মুনাফা খোরদের কোন যায় আসে না।

আমরা অনেকেই জানি বাংলাদেশের টাকা বর্তমানে আন্তর্জাতিক বাজারে টাকার অবমূল্যায়ন হচ্ছে বার বার।

এছাড়াও আমাদের সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব বাজারে পন্য প্রতিযোগিতায় টিকতে পারছে না আমাদের দেশীয় পণ্য।

এই সমস্ত পদ্ধতির কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ফয়দা লুটে নিচ্ছে।

burglary-2022162_1280.webp
Source
আমাদের দেশের বৃহত্তম জনগোষ্ঠীর সমস্যা কি পীড়ন করে। যারা নিজেদের সুখ সম্পদ আরোহনের প্রচেষ্টায় মত্ত ওরা দেশের শত্রু জনগণের শত্রু।

প্রিয় বন্ধুরা, আজ আমার লেখা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

Sort:  
 last year 

Amigo este es un tema muy interesante aca en Venezuela es lo mismo actualmente el sueldo no alcanza para nuestra necesidades básicas, en un tiempo acaparaban la comida y es hay donde se aprovechan y hay escasez , la gente que vive del día día no puede adquirir los productos, aumentar los precios y es como usted dice es el mismo sueldo y cada día no alcanza para nada la inflación sube cada día. Saludos y bendiciones.🤗

 last year 

El comentario está relacionado con el contenido de mi publicación. Me gusta mucho tu comentario. Los codiciosos de dinero son un tipo de gente codiciosa de ganancias,

son enemigos de la sociedad y del país, enemigos de todos nosotros. Es por ellos que los precios de las materias primas son tan altos hoy. Gracias mantente bien y mantente saludable.

Loading...
 last year 

ঠিক বলেছেন ভাই বাজারের যে কোন পন্যের যে হার দাম বাড়তেছে সেই হারে সাধারন মানুষেরা ক্রয় করতে পারতেছে না ৷ আর মানুষের কাজের মূল্য আগের মতই রয়েছে যা কারনে সাধারন মানুষের সেব পন্য সহজেই ক্রয় করতে পারতেছে না ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই,, যর্থতা পোস্ট
পরে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62571.47
ETH 2429.90
USDT 1.00
SBD 2.66