বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।

in Incredible Indialast year (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা,, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আবার আপনাদের মাঝে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।

IMG_20230616_191725.jpg

ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। ফুলের দিকে তাকালেই আমাদের মন প্রাণ ভরে যায়। ফুল আমরা সবাই ভালোবাসি এবং ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাই।

পৃথিবীতে এমন মানুষ পাওয়া বিরল যে ফুলের সৌন্দর্য উপভোগ করতে চায় না কিংবা ফুলকে ভালোবাসে না।

IMG_20230616_192356.jpg

ফুলের সুগন্ধি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এই ফুলের সুগন্ধি আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেকেই বডি স্প্রে বা সুগন্ধি ইউজ করি। আমরা একবার ও কি ভেবে দেখেছি সুগন্ধি গুলো কোথা থেকে আসে।

আমি স্বাভাবিকভাবে বেলি ফুলের সুগন্ধি ব্যবহার করে থাকি। ফুলের সুগন্ধির মধ্য বেলি ফুলের সুগন্ধি সবচেয়ে আমার কাছে চমৎকার লাগে। সেজন্য আমি বেলি ফুল সুগন্ধি হিসেবে ব্যবহার করে থাকি।

IMG_20230616_185946.jpg

বেলি ফুলের সুগন্ধি আপনারা যে কোন কসমেটিক কিংবা আতরের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। স্বাস্থ্য সুন্দর রাখতে সুগন্ধি ইউজ করতে পারেন।

ফুলের দিকে তাকালে যেমন মন ভালো হয়ে যায়। ঠিক তেমনি অসুস্থ মানুষ ফুল বাগানে ভ্রমণ করলে তারাতারি সুস্থ হয়ে যায়। ফুল শুধু মাত্র সৌন্দর্য উপভোগ করার জন্য নয়, ফুল অনেক ভেষজ উদ্ভিদ হিসেবে অনেক ব্যবহার করা হয়।

IMG_20230616_185855.jpg

ফুল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করতে ফুলের ভূমিকা অপরিসীম। শুধু প্রকৃতি সৌন্দর্য বৃদ্ধি করে না ভেষজ উদ্ভিদ হিসেবে কিছু কিছু ফুল বেস জনপ্রিয়।

ফুলের মধ্যে অনেক ফুল রয়েছে যেগুলো বেস আমাদের জন্য উপকারী। যেমন গাঁদা ফুল, এই ফুল সবার মাঝে অনেক জনপ্রিয় সাথে সাথে অনেক উপকারীতা রয়েছে। যেমন ক্ষত স্থানে এই ফুলের পাতা পেষ্ট করে লাগানোর ফলে ক্ষত স্থান ভালো হয়ে যায়।

received_258073113336832.jpeg

এছাড়া গাঁদা ফুল থেঁতলে ব্রর্নের মাঝে লাগিয়ে দিলে বেস ভালো ফলাফল পাওয়া যায়। গাঁদা ফুল আমরা বিভিন্ন অনুষ্ঠানে, হতে পারে বিয়ে বাড়ি কিংবা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বা রাজনৈতিক মঞ্চে।

received_907651040523420.jpeg
received_156020047228271.jpeg

গাঁদা ফুল বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে। গাঁদা ফুলের সৌন্দর্য এবং এর সুগন্ধি সবমিলিয়ে বেশ চমৎকার লাগে।

গোলাপ ফুল কিন্ত আমরা সবাই অনেক পছন্দ করি। গোলাপ ফুলের সৌন্দর্য এবং এর সু-ঘ্রাণ বেস চমৎকার। গোলাপ ফুলের বেশ উপকারিতা রয়েছে।

received_1925632214468098.jpeg

যেমন গোলাপের পাপড়ি পানিতে ভিজিয়ে রাখলে সেই পানি সকাল বেলা মুখে ব্যবহার করলে। ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বাড়াতে বেস গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

রজনীগন্ধা বেলি ফুল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ভেষজ উদ্ভিদ হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিছু কিছু ফুল।

IMG_20230616_192057.jpg

ফুলের মধ্যে রয়েছে জবা ফুল,, জবা ফুল যেমন ত্বকের জন্য উপকারী তেমনি মাথার চুলের জন্য বেশ উপকারী। জবা ফুল পানিতে ভিজিয়ে রাখলে, সেই পানি মুখে ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে,,

এছাড়া জবা ফুলের পাপড়ি ও সাথে পিয়াজ থেঁতলে মাথার চুলে ব্যাবহার করলে চুল পড়া প্রতিরোধ করে। জবা ফুল বিভিন্ন ভাবে ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করে থাকে।

received_917133266181320.jpeg

প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলের ফটোগ্রাফি গুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সংগ্রহ করেছি।

আমি সাধারণত ছবি তুলতে অনেক ভালোবাসি। ছবি তুলতে যেমন ভালোবাসি তেমনি সংগ্রহ করতে পছন্দ করি।

IMG_20230616_190220.jpg

ইনশাআল্লাহ আমি এর পরের পোস্টে অতীতের বেস কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আজ আমার লেখা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

DeviceName
AndroidOne plus
Cameraone plus
LocationBangladesh
Short by@shahinalam12
Sort:  
Loading...
 last year 

বিভিন্ন ধরনের ফুলের বর্ণনা করেছো যা দেখে খুব ভালো লাগল। কারন আমরা সবাই জানি এই সুন্দর পৃথিবীতে রয়েছে হাজারো সুন্দর সুন্দর ফুল যেগুলো দেখলে আমাদের নিজেদের মনটা ভরে যায়। যেকোনো ফুলই বা প্রাকৃতিক সৌন্দর্য হোক সেই জায়গায় নিজেকে হারিয়ে ফেলতে খুবই ইচ্ছে করে।ফুল এমন একটি জিনিস যা সকল জায়গায় ব্যবহার রয়েছে।

যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবে ছোট ভাই। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই,,

 last year 

ছোট ভাই তুমি বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছো যা দেখে খুব ভালো লাগল। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। তুমি প্রতি টি ফুলের বর্ণনার পাশাপাশি ও ফুলের উপকারিতার কথা তুলে ধরেছো। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবে।

 last year 

ফুলের গন্ধ যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী! ঠিক তেমনি ফুল দিয়ে বানানো হয় নানা ধরনের ভেষজ ঔষধ! যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি প্রয়োজন।

ফুল আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়! অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য! ঠিক তেমনি সেই ফুল দিয়ে,, আমরা আমাদের স্বাস্থ্যের অনেক গুলো সমস্যার সমাধান করতে পারি!

আজকে আপনি আপনার পোস্টের,, বেশ কিছু ফুলের উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন! যেটা পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন!

 last year 

ধন্যবাদ আপু,, আপনি ও ভালো থাকবেন।

 last year 

আপনি তো দেখছি বেশ কয়েকটি ফুলের ছবি শেয়ার করেছেন ৷ প্রতিটি ফুলের ছবি খুবই ভালো লাগলো ৷ ফুলের ফটোগ্রাফি গুলোও অসাধারন হয়েছে ৷ তার সাথে প্রতিটি ফুলের বর্ণনা আপনি তুলে ধরেছেন ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 68123.51
ETH 3488.60
USDT 1.00
SBD 2.72