ফুল ও ফলের ফটোগ্রাফি।

in Incredible Indialast year (edited)

হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে ফুল ও ফলের ফটোগ্রাফি নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20230615_150203.jpg

প্রিয় বন্ধুরা আবার ও বেশ কিছুদিন পর আমি ফুল ও ফলের ফটোগ্রাফি নিয়ে ব্লগ লিখতে শুরু করলাম। আমার পছন্দের তালিকার মধ্যে ফটোগ্রাফি ও রয়েছে। আমি ছবি তুলতে পছন্দ করলে ও আমার ফটোগ্রাফি গুলো তেমন ভালো করতে পারিনা কিন্তু আমি ভালো করার চেষ্টা করি।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ফুল ও ফলের ফটোগ্রাফি। আর এই ফুল ও ফল গুলো সম্পূর্ণ আমাদের বাড়ির আঙ্গিনায়। কোনোটা আমার নিজের হাতে রোপন করা আর কোনোটা আমার বাবার হাতে রোপন করা।

IMG_20230615_150211.jpg

আমি স্বাভাবিক ভাবে গাছ-গাছালি রোপন করতে অনেক ভালোবাসি ও পছন্দ করি। আমার বাবা ও গাছ রোপন করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন।

আমার বাড়িতে যে গাজ গুলো রোপণ করেছি। এরমধ্যে রয়েছে পেয়ারা। আমাদের বাড়িতে দু’ধরনের পেয়ারা রয়েছে। এক জাতের পেয়ারা অনেক বড় হয় এবং অন্য একটি জাতের পেয়ারা সাইজে অনেক ছোট পেয়ারার ভিতরে লাল রঙের হয়ে থাকে।

IMG_20230615_145851.jpg

পেয়ারা

আর এই পেয়ারা গুলো সারা বছর কম বেশি গাছ গুলোতে ধরে থাকে। তবে মৌসুমের সময় অনেক বেসি পেয়ারা পাওয়া যায় পেয়ারা গাছ থেকে।

আমার প্রিয় গাছগুলোর মধ্যে রয়েছে ডালিম গাছ। যদি ও আমাদের বাড়িতে ডালিম গাছ তেমন ভালো হয় না,,তবুও শত প্রচেষ্টার ফলে এবার ডালিম গাছে,, ডালিম ফল এসেছে।

IMG_20230615_145648.jpg

IMG_20230615_145639.jpg

ডালিম ফল

ডালিম গাছে ডালিম ফল দেখে আমার অনেক কষ্টের মেহনত এর কথা ভূলে গিয়েছি। আপনারা সবাই অনেক ভালো ভাবেই জানেন একটি গাছ রোপন করা থেকে শুরু করে পরিচর্যা করা পর্যন্ত অনেক সময় ব্যয় ও পরিশ্রম করতে হয়।

এছাড়াও আমাদের বাড়িতে রয়েছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। সব গাছের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ প্রায় সব জায়গা রোপণ করলে হয়ে থাকে।

IMG_20230615_171453.jpg

জাতীয় ফল কাঁঠাল

এখন কাঁঠালের মৌসুম বাংলাদেশে। কাঁঠাল ছোট বড় প্রায় সব বয়সি মানুষ পছন্দ করে থাকে। কাঁঠাল ফলের বেস কিছু উপকার ও অপকারিতা রয়েছে। এগুলো প্রায় সবার ওই জানা।

ফল গাছ লাগানোর উপকারিতা

  • বাড়িতে যে কোনো ফল গাছ লাগানোর ফলে পরিবারের ফলের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারজাত করে আর্থিক সচ্ছল হওয়া সম্ভব।
  • ফলগাছ লাগানোর জন্য আলাদা কোনো জমি বরাদ্দ না করলেও চলবে। বাড়ির আঙ্গিনায় চারপাশে আপনার পছন্দের যে কোনো ফল গাছ লাগাতে পারবেন।

  • পরিচর্যা করার জন্য আলাদা লোক রাখার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বসবাসরত ব্যাক্তি যথেষ্ট।

  • বাড়ির আঙ্গিনায় ফল গাছ লাগানোর ফলে, পর্যাপ্ত বিশুদ্ধ অক্সিজেনের পরিমাণ বাড়বে।

  • বাড়িতে পর্যাপ্ত ঠান্ডা আবহাওয়া বিদ্যমান থাকবে।

  • বাড়ির আঙ্গিনায় ফল গাছ রোপন করার ফলে বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি পাবে।

আমি সব সময় চেষ্টা করি আমার বাড়ির আঙ্গিনায় ফুল ও ফলের গাছ রোপন করতে। আমার গাছ রোপন করতে অনেক ভালো লাগে।

আর গাছ রোপন করার ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব,, অন্যদিকে আর্থিক সচ্ছল হওয়া সম্ভব।

আমার আজকের এই ফটোগ্রাফি গুলো সর্ম্পন্ন আমার বাড়ির আঙ্গিনার। আমি ফল গাছ লাগাতে যেমন ভালোবাসি তেমনি ফুল গাছ লাগাতে ও ভালোবাসি।

এর আগে আমি আপনাদের মাঝে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এবার আপনাদের মাঝে ফুল ও ফলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20230615_151412.jpg

আমার এই ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা আপনাদের মন্তব্যর মাধ্যমে কমেন্টে জানিয়ে দিন।

প্রিয় বন্ধুরা আমার লেখা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোন পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন।

আসসালামু আলাইকুম।

DeviceName
AndroidRedmi
CameraRedmi 10
LocationBangladesh 🇧🇩
Short by@shahinalam12
Sort:  
 last year 

আমাদের মধ্যে এমন কোন মানুষ নেই! যে কিনা ফুল পছন্দ করে না! বিশেষ করে আমি নিজেও ফুল গাছ ওপেন করতে অনেক বেশি পছন্দ করি! আমার বাগানে ও পর্যাপ্ত পরিমাণে ফুল গাছ রয়েছে।

আপনি দেখলাম ফুল এর ফটোগ্রাফি সাথে,,, বেশ কিছু ফলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন! আপনি গাছ রোপন অনেক বেশি পছন্দ করেন! আপনার বাবা গাছ রোপন অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে! যেটা আপনার পোস্ট থেকে আমি জানতে পারলাম।

আপনি ফল গাছ রোপন করার উপকারিতা সম্পর্কেও আমাদের সাথে আলোচনা করেছেন! আসলে এ বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন! আমি যদিও কিছু জানতাম! বাকিটা আজকে আপনার পোস্ট থেকে,,,, বিস্তারিত জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে এ বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য! এবং বিস্তারিত আলোচনা করার জন্য! এবং অসম্ভব কিছু ফুল এবং ফলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো,,,,, ভালো থাকবেন।

 last year 

আপনার সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার পোস্টটি অনেক সুন্দর করে পড়েছেন,,যা আপনার মন্তব্যর দেখে বুঝতে পারলাম।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67584.80
ETH 3438.61
USDT 1.00
SBD 2.70