আমাদের বাংলাদেশের পর্যটন কেন্দ্র।

in Incredible Indialast year (edited)

হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে আমাদের মাতৃভূমির পর্যটন শিল্প নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

received_804740527670192.jpeg

পৃথিবীতে এমন মানুষ পাওয়া বিরল যে ভ্রমণ করতে পছন্দ করেন না। আর আমাদের এই ভ্রমণ পিপাসু মানুষের জন্য তৈরি হয়েছে পর্যটন শিল্প।

পর্যটন শিল্পের কাজ হচ্ছে কোন একটি দর্শনীয় স্থান ভ্রমণ পিপাসু মানুষের কাছে তুলে ধরা। ভ্রমণের জন্য পরিপার্টি করে ভ্রমণ পিপাসু মানুষের কাছে উপস্থাপন করা।

আর এই ভ্রমনের জন্য পর্যটন শিল্প, পর্যটন স্থান গুলো কি জন্য তৈরি করবে। সহজভাবে যদি আপনাদের মাঝে বলি এর মাধ্যমে অর্থ উপার্জন করা বা বৈদেশিক মুদ্রা অর্জন করা।

আমাদের প্রিয় মাতৃভূমি তথা বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল নদী, ঝরনা, পাহাড়, মাঠ ও চিরো সবুজ প্রকৃতি।

এছাড়ো আমাদের রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে যা ভ্রমন পিপাসু মানুষের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে।

আমাদের দেশের এ সমস্ত সৌন্দর্য সবার মাঝে তুলে ধরলে পর্যটন শিল্প উন্নতির দিকে পৌঁছাবে বলে আমি মনে করি।

received_1212422802802555.jpeg

এই সমস্ত সৌন্দর্য সবার মাঝে উপস্থাপন করলে ভ্রমণ পিপাসু দেশীয় বিদেশি মানুষ ভ্রমণের জন্য আসবে। এতে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হবে।

আমি বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র সবার মাঝে শেয়ার করব। যে পর্যটক কেন্দ্রগুলোতে আমি ভ্রমণ করেছি তার বাস্তবতার অভিজ্ঞতা থেকে আমি সবার মাঝে শেয়ার করব।

সুন্দরবন,,? সুন্দরবনকে আমরা সবাই জানি এবং চিনি তবুও আমি আপনাদের মাঝে বেশ কিছু তথ্য শেয়ার করব সুন্দরবন নিয়ে।

সুন্দরবনের বাংলাদেশের উপকূলবতী প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটারে অধিক জায়গায় জুড়ে এর অবস্থান।

সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়ে থাকে। সুন্দরবনে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি বিভিন্ন প্রকার প্রাণীর অবস্থান রয়েছে এখানে।

সুন্দরবনের সুন্দরী বৃক্ষ, গোলপাতা সহ নানা উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়। প্রাণীগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় হরিণ, বাঘ, বানর, হনুমান সহ নানা প্রজাতির পশু পাখির অবস্থান।

received_1325198158091019.jpeg

পাখির কথা আর কি বলবো এখানে নানা প্রজাতির পাখির বসবাস, এছাড়াও সুন্দরবনের খালের ভিতরে রয়েছে কুমির।

আমি এখন আপনাদের মাঝে সুন্দরবন কিভাবে ভ্রমণ করবেন, তার কিছু নমুনা শেয়ার করি। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে একটি নৌযান আপনাকে ভাড়া করে নিতে হবে সাথে কিছু গাইড তারাই দিয়ে দিবে।

খাবারের জন্য দুশ্চিন্তার কিছু নেই। নৌযান ভাড়া করার সময় তাদের সাথে কথাবার্তা বললে তার সব ব্যবস্থা করে দেয়।

সিলেট,,? প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারদিকে শুধু সবুজ পাহাড় আর পাহাড়। পাহাড় গুলো যেন একে অপরের সাথে দোলা খাচ্ছে। কেউ পাহাড়ে ভ্রমণ করতে চাইলে কিংবা পাহাড় দেখতে চাইলে অবশ্যই তাকে সিলেট ভ্রমণ করে আসতে হবে।

received_638936824931892.jpeg

সিলেট শুধু পাহাড়ি এলাকা নিয়ে সৌন্দর্য এমনটা নয়। এখানে অতি প্রাচীন আমলের রয়েছে মাজার, মসজিদ, মন্দির।

সিলেটে ভ্রমণ করবেন অথচ শ্রীমঙ্গল দেখবেন না, এমনটা নয় শ্রীমঙ্গল গেলে মনটা অনেক হালকা হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এখানে রয়েছে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। পাহাড়ের গাঁ বেয়ে রয়েছে হাজার হাজার চা বাগান।

received_804156648014465.jpeg

জাফলং,,? সিলেটের জাপলং গেলে আশ্চর্য হবেন। এখানে রয়েছে পাহাড়ি ঝর্ণাধারা। বিশাল বিশাল পাহাড় একে অপরের সাথে যেন দোলা খাচ্ছে। গোসল করার জন্য রয়েছে একদম পাহাড়ি ঝর্ণাধারা।

বিছানাকান্দি,,? সিলেটে বিছানাকান্দি অপরূপ সৌন্দর্যে ভরপুর। বিছানাকান্দি পর্যটকদের জন্য সাদা পাথরের বিখ্যাত।

এখানে রয়েছে ঝর্ণাধারা প্রকৃতির সৌন্দর্য এবং পর্যটকদের কেনাকাটার জন্য রয়েছে যথেষ্ট চাহিদা সম্পন্ন পণ্য।

শিমুল বাগান,,? সিলেটে প্রায় কয়েকশত বিঘার উপর অবস্থিত এই শিমুল বাগান। শিমুল ফুলের সৌন্দর্য যদি কেউ দেখতে চায় তাহলে তার জন্য সিলেটের শিমুল বাগান যথেষ্ট। এটি সিলেটের সুনামগঞ্জে অবস্থিত।

এছাড়া সিলেটের মধ্যে আরো পর্যটকদের জন্য রয়েছে। লালা খাল লেক, রাতুল গুল, হযরত শাহজালাল, হযরত শাহপরান এবং সাড়ে তিনশত বছরের পুরনো মন্দির এই সিলেটে অবস্থিত।

received_220733037422184.jpeg

এখানে দিনে প্রায় হাজার হাজার পর্যটক ভ্রমণের জন্য এসে থাকেন। সবচেয়ে মজার বিষয় হলো ভ্রমণের জন্য তেমন একটা খরচ নেই।

সবগুলো পর্যটক কেন্দ্র দেখতে চাইলে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের ভিতরে যে কোন স্থান থেকে।

সমুদ্র সৈকত,,? বাংলাদেশের কক্সবাজার সম্পর্কে আমরা সবাই জানি। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক ভিড় করেন কক্সবাজারে।

সমুদ্র ছাড়াও এখানে বেশ কিছু ধর্মীয় উপাসনালয় রয়েছে। বৌদ্ধ ধর্মীয় অবিলম্বেদের মূর্তি। এছাড়া বাংলাদেশের সর্বশেষ দক্ষিণে রয়েছে সেন্টমার্টিন এখানে রয়েছে হাজার হাজার নারকেল গাছ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

কুয়াকাটা,,? কুয়াকাটাকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়ে থাকে। কুয়াকাটা গেলে দেখতে পাবেন সব সময় বৃষ্টি নেমে চলছে। আর সবচাইতে মজার বিষয় এখানে সূর্য উদিত এবং সূর্য অস্ত দেখতে অনেক মজা লাগে।

received_1888660841518892.jpeg

received_6635682753150025.jpeg

received_180462911345352.jpeg

পার্বত্য অঞ্চল,,,? বাংলাদেশে পার্বত্য জেলা সমূহের মধ্যে রয়েছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চল গুলো এক একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত।

এছাড়াও রয়েছে বাংলাদেশের পার্বত্য দীপ মহেশখালী এখানে রয়েছেন আদিনাথ মন্দির বড় রাখাইনপারা বৌদ্ধ মন্দির এখানে অবস্থিত।

ঐতিহাসিক স্থাপনা,,,? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রতি নিবেদিত ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ।

received_812862516616333.jpeg

received_1237050377178867.jpeg

এছাড়াও ঢাকা শাহবাগের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এর সমাধিসৌধ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় অবস্থিত।

received_564163195914420.jpeg

এছাড়াও বাংলাদেশের মধ্য ঐতিহাসিক স্থান গুলো রয়েছে। রয়েছে বিভিন্ন পর্যটক কেন্দ্র, রয়েছে বিভিন্ন পার্ক চিড়াখানা ইত্যাদি ইত্যাদি।

received_799181145115918.jpeg

পরিশেষে একটি কথা বলতে চাই একটি দেশ উন্নয়নের জন্য পর্যটক স্থান নির্বাচন করা অতীব ও গুরুত্বপূর্ণ। সেই সাথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রিয় বন্ধুরা আমার লেখার বিষয়বস্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

DeviceName
AndroidRedmi
CameraRedmi 10C
LocationBangladesh 🇧🇩
Short by@shahinalam12
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

Thank you.

Loading...
Congratulations! This post has been upvoted through -steemcurator07. We support quality posts, and good comments anywhere, with any tags.
PicsArt_05-29-09.43.25.jpg
Curated by :@radjasalman
 last year 

Thank you.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67831.26
ETH 3460.55
USDT 1.00
SBD 2.72