You are viewing a single comment's thread from:

RE: অসুস্থতার মাঝে, একটু খেয়াল অনেক মূল্য রাখে! In the midst of illness, a little care is worth a lot!

in Incredible India13 days ago

জীবনের আরেক নাম যুদ্ধ! আর সেটা যে কেবলমাত্র আমি করছি এমনটা নয়, বরঞ্চ খুঁজলে এবং একটু আশেপাশে নজর ঘোরালে দেখ যাবে, অনেকের লড়াই হয়তো আমার চাইতে এবং অন্যান্য অনেকের চাইতে অধিক।

তবে, প্রত্যেকের লড়াই করবার ধরন ভিন্ন! বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দিতে অভ্যস্ত আর মুষ্টিমেয় মানুষ লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে সক্ষম হয়।

আমাকে একদিন একজন বলেছিলেন, হার মেনে নেওয়া সহজ কাজ, আর সহজ কাজ সবাই করতে পারে, তুমি করো না।

আমার জীবনে যেমন লড়াইয়ে অভিজ্ঞতা আছে তেমনি কিছু মানুষের অনুপ্রেরণার শব্দ আছে, যেগুলো আমার লড়াইয়ের পাথেয় বলতে পারেন।

Sort:  
 13 days ago 

আপনি ঠিকই বলেছেন,জীবনের আরেক নাম যুদ্ধ। এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার লেখাটি অনেক মূল্যবান যা জীবনের বেঁচে থাকার জন্য প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.033
BTC 94966.31
ETH 2628.83
SBD 0.63