You are viewing a single comment's thread from:
RE: ব্যস্তময় বিকেল থেকে বেলা শেষের অভিযান! Expedition to perform responsibility!
@mdsuhagmia বিষয়বস্ত খুব যে অসাধারণ সেটা আমি মানি না, তবে দৈনন্দিন এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকে অসাধারণ শিক্ষা, বার্তা, যেটা আমরা অনেকেই খোঁজার চেষ্টা করি না, তাই একঘেঁয়ে হয়ে ওঠে রোজকার কাজ, জীবন আর সঙ্গে লেখায় তার উপস্থাপন।
ভালবাসা এবং আগ্রহ না থাকলে কোন কিছুই রপ্ত সম্ভব নয়, তাই চেষ্টা করি প্রতিনিয়ত শেখার।
আমি নেহাত সাধারণ একজন শিক্ষার্থী।
প্রতিনিয়ত শেখার প্রয়াস করে চলেছি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই তাঁর লেখায় বলে গিয়েছিলেন
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন!
কাজেই, প্রতিনিয়ত শিক্ষা নামক রতন খুঁজে বেড়াচ্ছি সেটা জীবনের হোক অথবা পুঁথিগত!
এত সুন্দর একটি মূল্যবান উত্তর দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ।