You are viewing a single comment's thread from:
RE: An evening - একটি বিকেল!
টেলিভিশন নয়, কিছু তার খারাপ হয়ে গেছিল। আর, টেলিভিশন আমি দেখি কোন শুনি বেশি!🤣
ঐটি আমার মস্তিষ্ককে বোকা বানাবার প্রয়াস মাত্র।
যাতে আমার মন অথবা মাথা এটা না বুঝতে পারে, আমি একা আছি।
তবে, যদি আমার কানে কোনো পছন্দের বিষয় পৌঁছোয়, তবে সেটা চোখ দেখতে চায়, যেমন গতকালের ছায়াছবি চাঁদের পাহাড়।
আমি কোনোদিন ওই কুটকাচালী ফ্যামিলি পলিটিক্স ছায়াছবি সিরিয়াল দেখিনা।
এমনকি অবাস্তব ভালোবাসার ছায়াছবি অথবা সিরিয়াল আমার পছন্দের তালিকা বহির্ভূত।
তার চাইতে রহস্যে ঘেরা বিষয় আমাকে বেশি আকর্ষিত করে।
মেকআপ করে চোখে জল, ঘুমাতে যাওয়া দেখলে আমার হাসি পায়।
তার চাইতে এডভেঞ্চার, রহস্যে ঘেরা বিষয়বস্তু আমি বেশি পছন্দ করি।