You are viewing a single comment's thread from:

RE: PRIZE DISTRIBUTION- New Year 2025(Hangout)

in Incredible Indialast month

@samima1 অনেকের মাঝখানে নিজেকে অনন্য করে তোলা সহজ বিষয় নয়, ভালো লাগলো জেনে বিষয়টি আপনি উপভোগ করেছেন।

আগে আমি সাপ্তাহিক Hangout করতাম কিন্তু এখানে অনেকেই বিষয়টি নিয়ে বিশেষ আগ্রহ দেখায় নি, তাই অনেকদিন পর বছরের শেষ প্রান্তে এসে চেষ্টা করেছি, সকলকে একত্রিত করতে কিন্তু সেখানেও অনেকের উপস্থিতির অভাব আমাকে বেশ হতাশ করেছে।

আসলে কাজের জায়গা যদি ভালোবাসার জায়গা না হয়ে শুধু দেনা পাওনা আদায়ের স্থান হয়ে যায় l, তবে মুশকিল।

ভালোবাসা দিয়ে যতটা কোনো বিষয়ে সফলতা পাওয়া যায়, লাভ লোকসানের হিসেব কষে সেটা হয়না। যারা সেটা করেন, তাদের পাতে হতাশা ছাড়া কিছুই পড়ে থাকে না।
ভালো কাটুক আপনার নতুন বছর। আর, এই ভাবেই ভালবেসে কাজটা করে যান সবসময়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97900.73
ETH 2746.88
SBD 0.43