@sajjadsohan পরিচিতি মূলক পোস্টের সেভাবে প্রয়োজন ছিল না, কারণ কাজ কিছুদিন বন্ধ থাকলেও এই প্ল্যাটফর্মের সকল নিয়মাবলী আপনার জানা।
তবে, একদিকে ভালই করেছেন পোস্ট করে, নইলে কি করে জানতাম, আপনার একটাও গুণ নেই, সবটাই ভাগ! হাহাহা! 😆
মজা করলাম, আসলে যাদের মধ্যে গুন থাকে তারা গোলাও করে গিয়ে বেড়ায় না, আর যাদের নিজেদের ডঙ্কা নিজেদের পেটাতে হয়, বুঝতে হবে তারা আসলে অন্তর থেকে শূন্য।
আপনার রাত জেগে সিনেমা দেখা, ডিজিটাল আর্টের উপরে আগ্রহ, এরপর ফটোগ্রাফির প্রতি টান, সর্বোপরি কল্পনার জগৎ নিয়ে থাকা, এই এক জায়গায় আমার সাথে মিল খুঁজে পেলাম, নয়তো আমি তো বেগুন! 🤣
মানে আমার আপনার মত এত গুন নেই!
তবে একটা বিষয় ভালো লাগলো আপনার লেখা পড়ে, যেটাতে আমিও বিশ্বাস করি, আর সেটা হলো, ভালোবাসা যে বিষয় আছে সেটা নিয়েই জীবনে এগিয়ে যাওয়া উচিত, এই যেমন আপনি আপনার পাঠ্য বিষয়টি বেছে নিয়েছেন।
যে কাজে ভালোবাসা জড়িত থাকে সেটা সম্পর্ক হোক অথবা পেশা সেখানে লাভ লোকসানের উর্ধ্বে একটা অব্যাক্ত অনুভূতি কাজ করে, আপনি কি মনে করেন?
যাইহোক কোন একটা বিষয়ে আপনার সাথে মিল থাকতে পেরে খুবই ভালো লাগলো, একই মেন্টালিটির মানুষের সাথে মিশতে পারলে ভালই লাগে।
কথাটা কিন্তু বেশ বলেছেন, আমার জীবনে সবকিছুতেই ভাগের সংখ্যাটা বেশি, আমি সবসময় ভাগাভাগি করতে পছন্দ করি, সেটা হোক আনন্দ, ভালো সময়, কিংবা চমৎকার কোন কিছু। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা মন্তব্য করার জন্য।