You are viewing a single comment's thread from:

RE: The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India26 days ago

@tanay123 আপনার দায়িত্ববোধ আমাকে বেশ আপ্লুত করে, কারণ শান্ত কণ্ঠে চুপচাপ শেখার যে একটা খিদে আমি আপনার মধ্যে এখনও দেখছি, এটাকে জিইয়ে রাখার সর্বোচ্চ প্রয়াস করবেন।

উন্নতির হাত ধরে যেটা সর্বাগ্রে আসে সেটা আত্ম অহংকার! আর এই অহংকারের বশবর্তী হয়ে আমরা সম্মানের পরিভাষা ভুলে যাই অনেক সময়, এমনটা আমি বহুবার দেখেছি।

ভালো খাবার সকলের বেশিদিন হজম হয় না!
এইজন্য আগে থেকেই আপনাকে সচেতন করছি, জানবেন ক্ষণস্থায়ী কিছু নিয়েই জীবনে অহংকার করা উচিত নয়।

এবার আপনার রিপোর্ট সম্পর্কে নিজস্ব অভিমত ব্যক্ত করি, এমনিতে আপনার রিপোর্ট যথাযত হয়েছে, তবে আপনি বোধহয় ডিসকোর্ড এর কার্যক্রম তুলে ধরতে ভুলে গেছেন!

যেমন আমরা সময় সময় বিভিন্ন ষ্টিমিয়ান সদস্যের সাথে কথা বলেছি, সেই কথপোকথনের অংশ হিসেবে আপনার উপস্থিতির কথা উল্লেখ করেন নি, সময়ের সাথে সাথে আপনিও শিখে যাবেন, অসুবিধা নেই।

ভালো থাকুন আর নমনীয় থাকুন সর্বদা।

Sort:  
 26 days ago 

শিক্ষা কখনও পূর্ণ হয় না। বর্তমানের বিষয়গুলো শিখতে শিখতে পরবর্তীতে আরও নতুন নতুন জটিল বিষয় আমাদের সামনে আসে তখন সেগুলোও শেখার প্রয়োজন পড়ে। যেমন -

স্টিমিট প্লাটফর্মের অনেক নিয়মকানুন ও কার্যবিধি সম্পর্কে আপনাদের কাছ থেকে শিখেছি এবং শিখছি। পরবর্তীতেও আরও নতুন নতুন বিষয় আসবে যেগুলো আপনাদের সাহায্য ব্যতিত শিখতে পারবো না। শেখা ইচ্ছে আমার বরাবরই একটা অভ্যাস।

অবশ্যই, ম্যাম আমি পরবর্তীতে চেষ্টা করবো নির্ভুলভাবে নিজের সকল উপস্থিতি ও কার্যাবলী উপস্থাপন করার৷ আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.038
BTC 96590.30
ETH 3333.92
USDT 1.00
SBD 3.16