RE: আজকে নাচি গরিং খাওয়ার মুহূর্ত ছিলো হঠাৎ করে।
@baizid123 আপনার লেখায় নাসি গোরেং খাবারের নাম দেখে উৎসাহ হলো লেখাটা পড়বার, কিন্তু দেখলাম শুধু খাবার অর্ডার করা সম্পর্কিত এবং আবহাওয়া নিয়েই লিখেছেন।
এটি কি ধরনের খাবার অনেকেই হয়তো জানে না, সেই বিষয়ে যদি কিছু লিখতেন, তাহলে হয়তো অনেকেই বুঝতেন এটি ফ্রাইড রাইস এর মতই একটি খাবার।
যেটি আগেই তৈরি সেদ্ধ ভাতের সাথে বিভিন্ন সবজির মধ্যে মাংস এবং অন্যান্য উপাদান (যেমন, চিংড়ি মাছ, সয়াসস ইত্যাদি)দিয়ে তৈরি করা হয়।
এটি আমাদের দেশের মিক্সড ফ্রাইড রাইস মতনই, এবং আপনি হয়তো জানবেন মালয়শিয়ার পাশাপশি ইন্দোনেশিয়াতে এই খাদ্য প্রসিদ্ধ।
মাঝে মধ্যে স্থানীয় খাবারের সাথে পরিচয় করিয়ে দেবেন সকলকে, আমাদের মত দৈন্য মানুষ তো আর বিদেশে খাবার অর্ডারের ছবি দিতে পারব না, তাই যদি একটু পোস্ট পড়ে শিখে নিয়ে, বাড়িতে তৈরির প্রয়াস করা যায়।
নতুন জায়গায় গেছেন, সাবধানে থাকবেন। আর ভালো ভালো খাবার নিজের পাশাপশি বন্ধুদের সাথে বসে খাচ্ছেন! আমরা বাদ?
এটা কি ঠিক হলো?🤣
দিদি অবশ্যই পরবর্তীতে এই নাচি গোরিং কি ভাবে তৈরি হয় সেটি আমি আপনাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করব আমি যখন বাইরে যাবো তখন রেস্টুরেন্ট থেকে ধাপে ধাপে ছবি ধারণ করে পোস্ট লিখব। এবং অবশ্যই চেষ্টা করব মালয়েশিয়ার সুন্দর সুন্দর খাবার আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের বাদ দিতে পারব না বলেই তো আপনাদের মাঝে খাবারের ছবি গুলো শেয়ার করে দিয়েছি যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আপনাদের পাশে নিয়ে খাওয়া দাওয়া করতাম যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের সবাইকে পাশে নিয়েই খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ।