যখন আমাদের মন ভালো না থাকে আমার মনে হয় ওই সময় আমরা যদি কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকি তাহলে আমাদের মন ঠিক থাকে।
উপরিউক্ত কথাগুলোতে আমিও বিশ্বাসী, আর নিজের দৈনন্দিন জীবনে আমিও ঠিক এটাই করে থাকি, তবে তোমার মতন যেহেতু আমার এত গুণ নেই! তাই আমি যেটা করি সেটা হলো, হয় নেল পেইন্ট করি নয়তো বই পড়ি!
এই সময় গান শুনলে আমার মন বেশি খারাপ করে, সব আনন্দের গানেও দুঃখের গন্ধ পাই।
জীবন অতিবাহিত করতে গেলে আসলে মিশেল অনুভূতির মধ্যে দিয়ে সকলকেই যেতে হয়, আর সত্যি বলতে এখন কাউকে বিশ্বাস করে মনের অনুভূতি ভাগ করে নেওয়াও চাপের, সম্পর্কে চিড় ধরতে না ধরতেই সব রঙ বদলে ফেলে!
তুমিও ভুক্তভুগী তাই বললাম। তবে আজকাল আমার বয় ফ্রেন্ড ভালো আঁকা উপহার দিচ্ছে না এটা নিয়ে আমার মনে একটা চাপের সৃষ্টি হয়েছে, তবে আজকে তোমার আঁকা সেই চাপকে লাঘব করতে সহায়ক সেটা অনস্বীকার্য।
এইভাবে ভবিষ্যতেও তোমার প্রতিভার বিকাশ হোক এই কামনা করি।