আজকের কবিতা:- "রোশনাই!" Poetry:-"The light!"
|
---|
স্পদ্ধ মুহূর্তগুলো, আজও রয়েছে সজীব;
শেষ মোমবাতির রোশনাই, জ্বলছিল ধিক ধিক!
সেই আগুনে পুড়ছি আজও
শূন্যতায় নিমজ্জিত চতুর্দিক!
প্রজ্বলিত জেনেশুনে, একলা চলার পথ;
আগামীতেও চলবো একা, করেছি শপথ!*
প্রতিদিন পুড়ছি অন্তর থেকে;
কিছু হয়তো কর্ম, কিছু অভিজ্ঞতা শিখে!
বড্ডো একলা লাগে তোকে ছাড়া;
সুযোগ পেলে বলতুম, যাসনে, একটু দাঁড়া!
প্রতিদিন তোর সাথে কথা বলা,
প্রত্যুত্তরে ও বুঝিয়ে দিয়েছি
একলা আমার, আজও অব্যাহত পথ চলা।
ভুল বোঝে আজও আমায় সবাই!
পারলাম না আজও বোঝাতে,
চেয়েছি মঙ্গল সদাই!
রক্তের রঙ সকলেরই লাল;
অন্তরালে বুনুক, ষড়যন্ত্রের জাল!
অন্তর্ভেদী কথাগুলো পারিনি
আজও ভুলতে;
হয়তো, আজও তারই হচ্ছে,
মাশুল গুনতে!
প্রাত্যহিক আজ বুক যন্ত্রণা;
ষড়যন্ত্র আর চেনা মানুষের মন্ত্রণা!
আচ্ছা! যদি প্রশ্ন করি, বলুন দেখি?
কোন সময় এসেছি সম্মুখে
করে নিজেকে মেকি?
ছিলনা কাল ও ভালবাসায় স্বার্থ;
একই বিষয় রেখেছি, অব্যাহত!
আমাদের হিন্দু ধর্মে প্রচলিত আছে, ভূত চতুর্দশীতে আমাদের চোদ্দো শাক, আর চোদ্দো প্রদীপ প্রজ্যোলিত করতে হয়।
জীবনের পাথেয় হিসেবে সঙ্গে যায় কর্মফল, আর ঠিক সেই কারণে, জীবনের সবচাইতে মূল্যবান সম্পর্ককে মাথায় রেখে মোমবাতি প্রজ্বলিত করেছিলাম।
অনেকই বলেন সময়, পুরোনো ক্ষত স্থানের পরিপূরক, কিন্তু আমি আজও সেটা শিখতে অক্ষম।
আমার কিছু দুর্বলতার মধ্যে অন্যতম সহজেই সকলকে বিশ্বাস করে নেওয়া, আর ঠিক সেই কারণে একাধিক বার প্রতারিত হয়েছি, আপন হোক, পর হোক, ব্যক্তিজীবন হোক অথবা কর্ম জীবন।
আমাকে সময় হারিয়ে যাওয়া মানুষ তথা সম্পর্কের মূল্য কখনোই ভুলতে দেয় নি, সময়ের অন্তরালে!
এটাকে দুর্ভাগ্য বলবো না স্বভাব জানিনা!
তবে, আমরা প্রত্যেকেই পৃথক, আমার বর্তমান পরিস্থিতির পিছনের কারণ বোধহয় সেটাই।
ক্ষমতাকে সবাই সমাদর করে, সম্পর্ক আজ ধুলোয় মিশেছে, বিশেষ করে কাজের জায়গায়, ব্যবহৃত হচ্ছেন বহুজন, কিন্তু বুঝেও মুখে কুলুপ এঁটে বসে আছি!
উন্নত যুগেও আজও কিছু বিষয়বস্তু অনুভূতি, বিশ্বাস এবং সঠিক তর্কের নিরিখে বিচার্য!
আজকের দিনটি কতখানি গুরুত্বপূর্ণ সেটা আগামীকাল অনুভব করতে পারি, যখন চাইলেও সেই মুহূর্তকে ফেরানো সম্ভব নয়!
আজকে, সত্যিই একরকম না লেখার মানসিকতায় ছিলাম, কিন্তু ভালো অভ্যেস পরোগঠনে সময় লাগলেও, পরিত্যাগে মুহুর্ত প্রয়োজন!
অনেকেই মনে করেন, জীবনসঙ্গীর প্রয়োজন আছে, অসুস্থ্য হলে আমিও একই বিষয় অনুভব করি!
তবে, যখন দেখি আজকাল নিঃস্বার্থ ভালোবাসা বিলীন, তখন এই জীবনকেই শ্রেয় বলে মনে হয়।
এই মাসে মনটা ভীষণ ভারাক্রান্ত থাকে, সকলের হাসির আড়ালে অশ্রুর হদিশ পাওয়া বড়ো দায়!
এবার ছায়া নিয়ে প্রতিযোগিতার মুল উদ্দেশ্য সময়ে ছায়াও সঙ্গ ত্যাগ করে!
(প্রতিটি ক্ষত রেখে যায় প্রতিচ্ছবি!) |
---|
উপরের আঘাত হয়তো চিকিৎসায় সেরে ওঠে সময়ের সাথে, কিন্তু অন্তর্নিহিত ক্ষত আমৃত্যু বয়ে চলতে হয়, যেমনটি আমি চলেছি।
জীবনের কোনো ক্ষেত্রেই নিঃস্বার্থ সম্পর্কের দেখা মেলেনি, এটাকে আমি আমার দূর্ভাগ্য মনে করি, হয়তো আমার মধ্যেই কিছু কমতি আজও রয়ে গেছে!
ভালো থাকুন, আলো থাকুন!.
আপনার কবিতাটা পরে মনটা খারাপ হয়ে গেলো। এরকম কিছু জিনিস আমরা সবাই কমবেশি নিজের মাঝে বহন করে চলেছি। সস্পর্ক টিকিয়ে রাখতে অনেক ছাড় দিতে হয়। অনেক সময় মনে হয় পারবো না তারপরও পারতে হয়। সবকিছু হাসিমুখের নিচে চাপা দিতে হয়।
জীবনে কাউকে না কাউকে কাছে থাকা প্রয়োজন নিজের জন্যই এটা আমার কাছে মনে হয়। কারণ অসুস্থ হলে কিংবা বৃদ্ধ বয়সে হাত ধরার জন্য কাউকে না কাউকে দরকার। যদিও আসলেই এমন কেউ থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এই স্বার্থভরা পৃথিবীতে।
আপনার জীবন আলোকিত হয়ে উঠুক সবসময়ের জন্য এই কামনা করি।
খুব সহজেই সকলকে বিশ্বাস করে মানুষগুলো বেশি কষ্ট পেয়ে থাকে। কেন তারা বুঝতে চাই না সবাই যে বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না।
কবিতার এই লাইনটা আপনার মুখে অনেকবার শুনেছি। আপনার এই কবিতার ঠিক এই লাইনটি চারটে শব্দ দিয়ে গঠিত তবে এর অর্থ বোঝার মত ক্ষমতা অনেকেরই নাই। শুধু মানুষ বলে কথা নয় পশুপাখি সহ মানুষের ও রক্ত লাল। পশু পাখির ভিতরে যতটুকু আন্তরিকতা রয়েছে আমার মনে হয় কিছু কিছু মানুষের ভেতরে এতটুকু আন্তরিকতা নাই। প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে আবার একে অপরের ভালোবাসায় সম্মান বৃদ্ধি করে।
TEAM 1
Congratulations! Your post has been upvoted through @steemcurator03. Good post here should be..Thank you my friend @dasudi for this encouraging support 😊😍
আপনার সম্পূর্ণ লেখা পরিদর্শনের পরে কি মন্তব্য করবো মাথায় আসছিল না। কারণ জীবনটা আপনি খুব কাছ থেকেই দেখেই যে অভিজ্ঞতা যথেষ্ট কষ্টদায়কই। এমনকি সেই মনের ক্ষত গুলো আমৃত্যুই আপনার সঙ্গী। কিন্তু সেইটার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনাকে শক্তি দেন। 🙏
এই কারণেই সেই মানুষ গুলো পাওয়া বড্ড মুশকিল। ঈশ্বর আপনার এই মানসিকতা যেন অন্যদের মাঝে ও দেন। তাহলে হয়তো মানবিকতা কিছুটা হলেও দেখা যাবে। এটার বর্তমানে বড্ড অভাব।
মানুষ সাধারণত বাহ্যিক দিকটাই দেখেই এটাই সমস্যা। সকল কিছুর মাঝেও যেন ঈশ্বর আপনাকে সুস্থ্য এবং হাসিখুশি রাখেন। 🙏
অপূর্ব