টিম বার্ন এর কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।(Curation Guideline for "TEAM BURN" October 2023).
প্রিয় পাঠকগণ,
আজকে আমি আপনাদের মাঝে এসেছি অক্টোবর মাসের কিউরেশন গ্রুপের কিছু তথ্য বা প্রয়োজনীয় নিয়ম সম্পর্কে আপনাদের অবগত করতে।
আপনাদের মধ্যে কিছুজন হয়তো জানেন, আমি অক্টোবর মাসে কিউরেশন টিমে মনোনীত হয়েছি। তবে প্রতিবারের থেকে এবারের টীমের নিয়মের কিছু ব্যতিক্রম আছে।
যারা ইংরিজি সহজেই পড়তে পারেন তাদের জন্য নিচে উল্লেখিত বিষয়গুলো ইংরিজিতে দেওয়া রইলো যেটি পূর্বেই steem pod team এ দেওয়া হয়েছে। সেটার লিংক দিয়ে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে।
https://steemit.com/hive-166405/@inspiracion/team-burn-or-curation-guidelines-for-october-2023
- টিম বার্ন এর কাজ কি?
The TEAM BURN will be tasked with selecting posts that have successfully set 25% of their rewards to @null.
টিম বার্ন এর কাজ হলো এই প্ল্যাটফর্মে যেসকল ইউজার @null অ্যাকাউন্টে ২৫% রিওয়ার্ড সফলতার সাথে নির্বাচন করে হ্যাসট্যাগ হিসেবে বার্নস্টিম২৫ ব্যবহার করেন তাদেরকে সমর্থন দেওয়া।
সুতরাং আমরা সকল ইউজার যারা এই স্টিমীট প্ল্যাটফর্মে তাদের রিওয়ার্ড এর ২৫% null অ্যাকাউন্টে দিয়ে প্রতিদিন পোস্ট করেন এবং পাশাপশি সঠিক ট্যাগ ব্যবহার করেন #burnsteem25 তাদের পোস্ট পর্যবেক্ষণ করে সমর্থনের সাথে সাপ্তাহিক সর্বোচ্চ পোস্ট মনোনয়ন করা হবে।তবে সেই পোস্টের গুণমান যাচাই করে।
We invite all those who publish on Steemit to set their publication with 25% to Null. We will be reviewing all posts and will select within the tag #burnsteem25. You may eventually be nominated for the Weekly Top if your post is very good.
এর সাথে যে বিষয়টি দেখা হবে সেটা হলো ক্লাব। উন্নত লেখা সহ, burnsteem25, তৎসহ যেকোনো একটি ক্লাব অবশ্যই সঠিক ভাবে মেনে চলতে হবে।
Our team also will be following the curation parameters established for good-quality publications and are also participating in the dynamics of club5050, club75, or club100.
নিচে নির্বাচিত সদস্যদের নাম, তাদের দেশের নাম এবং ক্লাব উল্লেখ করা আছে। এটা আশাকরি কারোর ইংরিজিতে বুঝতে অসুবিধা হবে না, তবুও তার বাংলা তর্জমা করে একই বিষয়ের পুনরাবৃত্তি করলাম।
নিম্নে বর্ণিত নির্বাচিত সদস্য তালিকা:- |
---|
ইউজার | @inspiracion |
---|---|
দেশ | ভেনেজুয়েলা |
ক্লাব | ৫০৫০ |
ডিস্কর্ড | inspiracion#0799 |
ছবি |
ইউজার | @irawandedy |
---|---|
দেশ | ইন্দোনেশিয়া |
ক্লাব | ১০০ |
ডিস্কর্ড | irawandedy |
ছবি |
ইউজার | @kouba01 |
---|---|
দেশ | তিউনিসিয়া |
ক্লাব | ১০০ |
ডিস্কর্ড | kouba01#2216 |
ছবি |
ইউজার | @sduttaskitchen |
---|---|
দেশ | ভারত |
ক্লাব | ৭৫ |
ডিস্কর্ড | sduttaskitchen#0792 |
ছবি |
Tags and Recommendation
#burnsteem25
The main tag we are going to track is #burnsteem25
The main recommendation that we must make is that you only use the Tag #burnsteem25 if you have configured 25% to the @null beneficiary.
#club100, #club75, and #club5050:
It is important to place the tag of the club to which you belong, make sure to use these tags correctly.
#steemexclusive:
We will be selecting posts that have only been published on Steemit.
#country
Always put the country to which you belong. This tag is very important for our team to categorize posts when we generate the final report.
Plagiarism, the use of AI, automated voting, and receiving rewards through bots should be avoided.
উপরিউক্ত ইংরিজিতে যে বিষয়গুলো লেখা রয়েছে আশাকরি বুঝতে পেরেছেন। টিম বার্ন থেকে সমর্থন পেতে হলে কোন কোন ট্যাগ ব্যবহার আবশ্যক, এখানে সেগুলোই উল্লেখ করা হয়েছে।
যেমন:-
#burnsteem25(কেউ null এ ২৫% বেনিফিশিয়ারি নির্বাচন করলেই এই ট্যাগ ব্যবহার করবেন অন্যথায় নয়)।
(৫০৫০/৭৫/১০০) যেকোনো একটি ক্লাব ব্যবহার এবং মেনে চলা আবশ্যক।
এরপর আছে আরেকটি গুরুত্বপূর্ণ ট্যাগ, সেটা হলো #steemexclusive, এই কমিউনিটির সকলেই আশাকরি জানেন কোনো পোস্ট যদি কেবলমাত্র এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে লিখে থাকেন তবেই এই hash tag ব্যবহার করা যায়।
আপনার দেশের নাম উল্লেখ করা আবশ্যকীয়। কাজেই উল্লেখিত ট্যাগ এর পাশাপশি নিজের দেশের নাম উল্লেখ করতে হবে আপনার আর সকল ট্যাগের সাথে।
কোনো ইউজারের পোস্ট যদি চৌর্যৃত্তির আওতায় পড়ে, সেটা লেখায় হোক বা ছবি, সাথে যদি লেখায় নকল বুদ্ধিমত্তার সহায়তায় লেখা হয় অথবা যদি ইউজার নিজের পাওয়ার কোনো অটো ভোট বা বটকে দিয়ে থাকেন তারা সমর্থন বহির্ভূত থাকবেন।
চারজনের কোনদিন কে সমর্থন দেবেন, তার বিস্তারিত বিবরণ ক্যালেন্ডার আকারে দিয়ে দেওয়া হলো:- |
---|
এছাড়া প্রতিটি সমর্থন পাওয়া পোস্টের নিচে কমেন্টের মাধ্যমে কত শতাংশ ভোট আর কে সমর্থন দিয়েছেন তার নাম উল্লেখিত থাকবে।
For greater transparency, after each upvote, the curator leaves a message indicating his step, putting the percentage granted, which is focused on several factors, the most important being quality, the club to which you belong, and the aesthetics of the article.
Sample message:(মন্তব্যের উদাহরণ)
|
---|
Your post has been successfully curated by @ user at 35%.
Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way, you could have the option of being selected in the weekly Top of our curation team.
Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increases its price.
We will be managing these percentages for curation:
কোন্ ক্লাবের ইউজার কত শতাংশ সমর্থন পাবেন?
Club Status | percentage |
---|---|
#club100 | 45% |
#club75 | 40% |
#club5050 | 35% |
We will be selecting comments within the posts we curate. Comments will be voted 5-10% depending on the quality.
যথাযথ মন্তব্যকে মূল্যায়ন করা হবে সমর্থন দ্বারা ৫-১০% ভোটের মাধ্যমে। এগুলো মেনে চললে আপনারা টীম বার্ন থেকে সমর্থন পেতে পারবেন।
This will be our curation guide, we encourage you to join the Burn Steem initiative, and in this way contribute to the improvement of the Steem price.
We are very happy to start this month's journey, hoping to always give our best.
Best Regards,
(ধন্যবাদান্তে)
TEAM BURN
@inspiracion [Venezuela
@irawandedy [Indonesia]]
@kouba01 [Tunisia]
@sduttaskitchen [India]
বার্ণ স্টিম নিয়ে যদি কারো কোন সন্দেহ থাকে তা আপনার এই পোস্ট দেখে দূর হয়ে যাবে। খুব সুন্দর ভাবে আপনি এখানে বর্ণনা করেছেন। কিভাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি তার নিয়ম কানুন গুলো সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন।
আপনি এই গ্রুপে নির্বাচিত হয়েছেন এটি আমাদের জন্য আরো আনন্দের বিষয়। আপনি যেভাবে আপনার পরিবারের সদস্যদের সহায়তা করেন তা সত্যিই অনবদ্য। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন।
টিম বার্ন এর কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। আমার কাছে অনেক ভালো লাগলো ৷ তার পাশাপাশি সকল সুবিধা গুলো আপনি আমাদের মাঝে বেশ সুন্দর ভাবে উপাস্থাপনা করেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি বাংলা তর্জমা করে আমাদের জন্য বিষয়টি সহজবোধ্য করে দেয়ার জন্য। আমরা খুব খুশি যে আপনি এই দলে নির্বাচিত হয়েছেন। এটা আমাদের কমিউনিটির একটি গর্বের ব্যাপার। আমরা নিশ্চয়ই চেষ্টা করব বার্নস্টেমে যুক্ত হতে। এই সকল পোস্টে গুনগত মন্তব্যে আপনারা সমর্থন করবেন জেনে আমারা আনন্দিত ও আরো বশী মন্তব্য করতে আগ্রহী হব। আপনার সুস্বাস্থ্য কামনা করি।
আপনি খুবই সুন্দর ভাবে টিম বার্ন এর দিকনির্দেশনাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেগুলো জেনে আমাদের অনেকের খুবই উপকার হলো। তাছাড়া আমরা খুবই গর্বিত যে আপনি এই দলে নির্বাচিত হয়েছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে সবকিছু আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনেক তথ্য বহুল পোস্টটি। আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল এই বিষয় গুলো জানা।
প্রতিটা ইউজারের ই এই বিষয় গুলো জানা
দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি খুবই সুন্দর ভাবে টিম বার্ন এর দিকনির্দেশনাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেগুলো জেনে আমাদের অনেকের খুবই উপকার হলো। তাছাড়া আমরা খুবই গর্বিত যে আপনি এই দলে নির্বাচিত হয়েছেন।
এত সুন্দর ভাবে উপস্থাপনা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন,এক কথায় অসাধারণ হয়েছে, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা
আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে,, বার্ন স্টিম এই হ্যাশ ট্যাগ ব্যবহার করলে। কি কি সুবিধা রয়েছে। সেগুলো আপনি আমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন।
সেই সাথে আপনি আলোচনা করেছেন,,, কে কবে সাপোর্ট করবে। অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত স্টিম প্ল্যাটফর্মের যে সকল নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সঠিকভাবে মেনে চলা। তাহলেই আমরা এখানে সঠিকভাবে বহুদূর এগিয়ে যেতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Congratulations!
Your post has been upvoted by @steemladies.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.
Manually curated by patjewell for Steem For Ladies
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইএই পোস্টটি বাংলা তর্জমা করে আমাদের জন্য বিষয়টি সহজবোধ্য করে দেয়ার জন্য। কেননা আমি নিজে বাংলা পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি খুবই খুশি যে আপনি এই দলে নির্বাচিত হয়েছেন। আপনি খুব চমৎকারভাবে বার্নস্টিম২৫ হ্যাশট্যাগ ব্যবহারের গুরুত্ব শেয়ার করছেন। ইনশাল্লাহ বার্নস্টিম২৫ হ্যাশ ট্যাগ ব্যবহার করার চেষ্টা করব। ম্যাডাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
প্রথমত ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে তথ্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের প্রতিটা ইউজারদের এই তথ্যগুলো জানা অনেক অনেক প্রয়োজন ছিল। এত সুন্দর রং প্রয়োজনীয় তথ্য আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।