মার্চ মাসের টীম-৪ এর নির্ধারিত কিছু নির্দেশনা এবং নিয়মাবলী।

in Incredible India2 years ago (edited)

20230301_114458_0000.png

প্রিয়,
স্টিমিয়ানস এবং কমিউনিটি সকল সদস্যবৃন্দ,
আজকে একটি নতুন মাসের সূচনা হয়েছে, তার সাথে শুরু হয়েছে। এই মাসেও স্টিমিট টীম কর্তৃক আমাকে পুনরায় নির্বাচিত করা হয়েছে কিউরেশান টিমের জন্য।

এই কারণে সর্বপ্রথমে Steemit team কে অসংখ্য ধন্যবাদ আমার কাজের উপরে আস্থা রেখেছেন তারা এবং মনে করেছেন আমি এই পদের যোগ্য। আমার কৃতজ্ঞতা জানাই তাদের এই আস্থার প্রতি।

এই মাসে টীম -৪ এ একজন নতুন সদস্য এসেছেন, তাকেও নিজের মাতৃ ভাষায় স্বাগত জানাই, পুরনো একজন সদস্য অন্য টিমে চলে গিয়েছেন।

গতবারের নামের তালিকায় সাথে এটি মেললেই পার্থক্য বুঝতে পারবেন সবাই।

যেহেতু এই কমিউনিটিতে প্রতিনিয়ত নতুন সদস্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাজেই তাদের জ্ঞাতার্থে আরো একবার নিয়মাবলীর তালিকা তুলে ধরলাম আপনাদের মাঝে।

কীভাবে পোস্ট করলে আপনাদের সমর্থন পাবার সুযোগ বৃদ্ধি পেতে পারে তার নিয়মাবলী এখানে উল্লেখিত করা হল।

আশাকরি আপনারা নিয়মগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী আপনাদের লেখা আমাদের মধ্যে তুলে ধরবেন।

নিয়মাবলী উল্লেখ করব পূর্বে, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করলাম কারা কারা রয়েছেন মার্চ মাসের টীম -৪ এ এবং তারা কোন কোন দেশের নাগরিক।

টিম -৪ এর নামের তালিকা
ইউজার নামদেশের নামডিসকোর্স আইডি
@fantvwikiইন্দোনেশিয়াfantvwiki#0656
@lhorgicনাইজেরিয়াlhorgic#9849
@loloy2020ফিলিপিন্সloloy2020#7042
@nahelaভেনেজুয়েলাnahela#9211
@petfaceইউকেRusAna#4372
@sduttaskitchenভারতবর্ষsduttaskitchen#0792
@steemdoctor1পাকিস্থানsteemdoctor1

এবার আসি নিয়মের বিষয়গুলি নিয়ে

  • প্রতিমাসের মত মার্চ মাসেও কোনো নির্ধারিত হ্যাশ ট্যাগ নেই, যেকোনো হ্যাশ ট্যাগ যুক্ত লেখা মনোনীত করা হতে পারে ভোট পাবার জন্য।

For this month Mach 2023, we don't have any specific #tag to curate on, so if you follow our guidelines below, you could be able to get support from us. We will try our best to visit as more communities and explore as more tags as we can. Let's take a look at the general guidelines


Your post can be of any category or theme

পোস্ট যেকোনো বিষয়ের উপর হোক, বা থিমের উপরেই হোক সেটি ভোট পেতে সক্ষম এই টীম দ্বারা।

Post should be atleast 300 words and above

লেখার শব্দ সংখ্যা কমপক্ষে ৩০০ হতে হবে, তার উর্ধ্বে হলে ক্ষতি নেই তবে কম শব্দের লেখাকে মনোনয়ন করা হবে না, এবং সমর্থন পাবে না।

Post should be original, #steemexclusive and users most not use bit bot

সেই সকল লেখা কেবলমাত্র মনোনীত করা হবে সমর্থনের জন্য:-

  • চুরি করা নয়, মানে plagiarism free হতে হবে।
  • লেখাটি এবং ইউজার অ্যাকাউন্ট বিট বট ফ্রী হতে হবে(bit-bot free)।

Users most follow atleast #club5050, #club75 or #club100

  • যেকোনো একটি ক্লাব অবশ্যই অনুসরণ করতে হবে।

Once any user follow this guideline rules, they are rest assured that their posts will be supported by our team

উপরিউক্ত বিষয়গুলি সঠিক থাকলে আপনি টীম -৪ এর সমর্থন পেতে সক্ষম থাকবে।

কীভাবে এবং কত শতাংশ ভোট আপনি পেতে পারবেন সমস্ত নিয়মাবলী পালন করলে।
আগের মতই এবারেও এক্ষেত্রে নিয়ম একই রাখা হয়েছে। তবে তার মধ্যেও সামান্য পরিবর্তন করা হয়েছে যেটি এখানে উল্লেখ্য।

ক্লাবভোটের শতাংশ
ক্লাব৫০৫০৩০%
ক্লাব৭৫৪০%
ক্লাব১০০৫০%

তবে লেখার মান যদি উন্নত না হয় সেক্ষেত্রে ভোটের শতাংশ কমতে পারে, আর উন্নত থাকলে উপরিউক্ত শতাংশের সমর্থন পাওয়া সম্ভব।

আপনার ক্লাব চেক করতে

https://www.steemcryptic.me/club5050
উপরিউক্ত লিংকটি ব্যবহার করুন।

For #club5050, your power up must be greater than or equals to the transfer out within the last 30 days. You have to power up at least the 50% of your total Steem earning within last one month.

#ক্লাব ৫০৫০ ক্ষেত্রে আপনাকে ৩০ দিন আপনার অর্জিত স্টিমের অর্ধেক বা তার অধিক পাওয়ার আপ করতে হবে, বাকিটা আপনি ব্যয় করতে পারেন। যারা ক্লাব৫০৫০ হ্যাশ ট্যাগ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এক মাসের লেনদেন দেখা হয়। মানে আপনি আপনার অর্জিত স্টিম এর অর্ধেকাংশ পাওয়ার আপ করেছেন কিনা।

For #club75, your power up must be greater than three times of the transfer out within the last 60 days. You have to power up at least the 75% of your total Steem earning within last two months.

ঠিক তেমনিভাবে যেসকল ইউজার #ক্লাব৭৫ ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে বিষয়টি হয় ৬০ দিনের এবং এক্ষেত্রে দেখা হয় দুমাসে ইউজার তার অর্জিত উপার্জনের ৭৫ শতাংশ পাওয়ার আপ করেছেন কিনা। বাকি ২৫ শতাংশ তারা খরচে সক্ষম।

For #club100, your transfer out must be zero within the last 90 days. You have to power up the all, 100% of your total Steem earning within last three month.

অন্তিম ক্লাব হলো #ক্লাব১০০, এক্ষেত্রে ইউজারের ৯০ দিনের transaction check করা হয়, এবং ক্লাব১০০ হ্যাশ ট্যাগ ব্যবহারকারী ইউজারদের তিনমাসের উপার্জিত সমস্ত স্টিমকে তারা পাওয়ার আপ করেছেন কিনা সেটা দেখা হয়ে থাকে সমর্থনের আগে।

কাজেই সঠিক হ্যাশ ট্যাগ ব্যবহার অত্যন্ত আবশ্যকীয়, এবং ভালো হয় ক্রমাগত সাপ্তাহিক পাওয়ার আপ করে লিংকের সহায়তা নিয়ে নিজের ক্লাব সম্পর্কে সচেতন থাকা।

সমর্থন পেতে ইউজারকে যেকোনো একটি ক্লাব অবশ্যই অনুসরণ করতে হবে, পূর্বেই উল্লেখিত।

নিজের লেখা ১০০% চৌর্য বৃত্তি মুক্ত কিনা জানতে এই লিংক গুলো ব্যবহার করুন:-

https://smallseotools.com/plagiarism-checker/

https://www.duplichecker.com/

https://smallseotools.com/plagiarism-checker/

এখন সুযোগ রয়েছে সুন্দর এবং যথার্থ মন্তব্য করে উপার্জন করবার:-

টিম -৪ এবারেও উন্নত মানের মন্তব্য সমর্থন করবে, সেক্ষেত্রে ভোটের শতাংশ হবে ১০% সেটি নির্ভর করবে মন্তব্যের মনের উপরে। তবে মন্তব্যে নূন্যতম ৫০ শব্দের হতে হবে। যতটা সম্ভব উন্নত মন্তব্যে অংশগ্রহণ করুন।

The high quality comments are also contributing towards the rapid growth of the Steemit ecosystem so the high quality comments are also supported by us. The comments should be related to the posts and informative for the readers. We will utilize some percentages of votes for the high quality comments as well.

কোন্ কোন্ দিনে নির্বাচিত ব্যাক্তিরা পোস্টে সমর্থন করবে তার বিস্তারিত বিবরণ রইলো।

সমর্থনের দিনব্যাক্তিদের নাম
সোমবার@perface
মঙ্গলবার@sduttaskitchen
বুধবার@loloy2020
বৃহস্পতিবার@nahela
শুক্রবার@steemdoctor1
শনিবার@fantvwiki
রবিবার@lhorgic

উপরিউক্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়বার অনুরোধ রইলো, সাথে সেগুলো মেনে চলবেন এই আশা রাখছি। নিজেদের লেখা উল্লেখিত লিংক দ্বারা দেখে নেবেন তাহলে অনেক সমস্যা এড়াতে সক্ষম থাকবেন।

ধন্যবাদান্তে,
@sduttaskitchen

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

Loading...
 2 years ago 

Post should not be upto 300 words?@sduttakitchen

 2 years ago (edited)

Please my dear friend read the post carefully, it is already mentioned that,
Post should be atleast 300 words and above.

 2 years ago 

অভিনন্দন দিদি। আমরা সত্যিই আনন্দিত আপনাকে এই পদে আবারও দেখতে পেয়ে। সত্যি কথা বলতে সততার জয় সব জায়গায়। দোয়া রইল আপনার জন্য এবং এই টিমের সকল ব্যক্তির জন্যই অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল 🥳🎉❤️

 2 years ago 

প্রথমেই জানাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

  • ইনশাআল্লাহ আপনার উল্লেখিত প্রত্যেকটা আইন মেনে চলার চেষ্টা করব।
    এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি। এত সুন্দর করে নিয়মাবলী গুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য।যেটা আমরা খুব সহজেই নিজেদের আয়ত্তে নিতে পেরেছি। ধন্যবাদ দিদি ভালো থাকবেন।

খুব ভালো লাগলো দিদি আপনার পোষ্টটি পড়ে।কারণ পোষ্টটির মাধ্যমে টিম-4 এর নিয়মগুলো আবারো ভালোভাবে ঝালাই করে নিতে পারলাম আমার মস্তকে।

আর আপনাকে আবারো স্বাগতম জানাচ্ছি টিম-4 এ মনোনীত হবার জন্য।আপনাকে ছাড়াও বাকি কিউরেটরদেরও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি টিম -4এ মনোনীত হবার জন্য।

 2 years ago 

দিদি আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো।

আপনার পোস্টটি খুবই মনোযোগ সহকারে পড়ে ভালো লাগলো এই প্লাটফর্মের নিয়ম কারণ মেনে আমরা যদি সত্যতার সাথে কাজ করে যাই তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো অসংখ্য ধন্যবাদ দিদি আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।
পাশাপাশি চেষ্টা করে যাবো আপনার সব নিয়ম গুলো মেনে চলার জন্য ।

 2 years ago 

অভিনন্দন দিদি। আমার আগের থেকে বিশ্বাস ছিল আপনি পারবেন। এবং সেরকম একটা কমেন্টও করেছিলাম। কারণ আপনার সততা ও পরিশ্রম দেখে বুঝতে পেরেছিলাম।

আমি খুবই আনন্দিত যে আপনি এই পদে আবারও যোগ হয়েছেন। ভালো থাকবেন দিদির সুস্থ থাকবেন সব সময় এটাই সব সময় কামনা করি

 2 years ago 

দিদি আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি বাস্তবই আনন্দিত আপনাকে এই পদে আবারও দেখতে পেয়ে। আর আপনাকে স্বাগতম জানাচ্ছি টিম-4 এ মনোনীত হবার জন্য।আপনাকে সহ এবং কিউরেটরদেরও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি টিম -4 এ মনোনীত হবার। পরিশেষে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন দিদি।

 2 years ago 

কর্তার ইচ্ছায় কর্মযজ্ঞ হবে এটাই স্বাভাবিক। এজন্যই আমাদেরকে কর্তাদের দেওয়া রুল-নিশি গুলো মেনে কাজ করতে হবে। আমি কর্তাদের নিয়ম কানুন এ বিশ্বাসী। ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23