সকল কমিউনিটি সদস্য এবং কর্মরত মডারেটরদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।steemCreated with Sketch.

in Incredible Indialast year (edited)
20230728_004523_0000.png

আজকে দিনের অধিক সময়টা বাকবিতণ্ডার মধ্যে কেটেছে।

কারণটা অবশ্যই আপনাদের বোঝার সুবিধার্থে বাংলায় আমার এই লেখা, কারণ এখানে উপস্থিত অধিক লেখক লেখিকা বাংলা ভাষায় পোস্ট লিখে থাকেন।

বিষয়টিতে যাবার আগে আরো একটি কথা সকলকে জানিয়ে রাখি, এখন থেকে পোস্ট কমিউনিটিতে ভাগ করে নেবার পূর্বে, সকলে নিজের লেখার যে বিষয়বস্তু গুলো দেখা বাধ্যতামূলক সেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো।
এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।


পোস্ট ভাগ করে নেবার পূর্বে:-

১. নিজের উল্লেখিত ক্লাব সঠিক আছে কিনা?
২. পোস্ট চৌর্যবৃত্তি বহির্ভূত কিনা( ছবিসহ)!
৩. যারা burnsteem25 মেনে চলছেন তারা এবং তৎসহ কমিউনিটির অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি সেট করেছেন কিনা?
৪. আপনার লেখা AI মুক্ত কিনা?
৫. শব্দ সংখ্যা সহ নিজেদের উল্লেখিত সঠিক ট্যাগ ব্যবহার করেছেন কিনা?
৬. পরিশেষে, আপনার লেখায় কোনো বানান ভুল আছে কিনা?



এবার এখানে পুরনো সদস্য যারা আছেন, তারা যদিও ওয়াকিবহাল কোন লিংক দিয়ে কোন কোন বিষয় দেখে নিয়ে পোস্ট করতে হয়;
তবুও অধিক সময় দেখা যায় সদস্যদের ক্লাব নিয়ে ব্যাক্তিগত ভাবে সূচিত করতে হয়।

এটা কেবল দুঃখজনক তাই নয় লজ্জাজনক।
কারণ এত মাস কাজ করার পরে, নিজেদের সঠিক উদাহরণস্বরূপ নতুনদের সামনে তুলে ধরা একটা দায়িত্বের মধ্যে পড়ে।

যে সকল নতুন সদস্য এই কমিউনিটিতে কাজ করতে আগ্রহী, তাদের সুবিধার্থে যদিও discord এ সব লিংক দেওয়া আছে, তৎসত্ত্বেও তাদের সুবিধার্থে এই পোস্টে সকল লিংক পুনরায় দিয়ে দেওয়া হলো।

আশাকরি, সকলে পোস্টটি মনোযোগ সহকারে পড়ে, উল্লেখিত বিষয়গুলো মেনে চলবেন।
কারণ পরবর্তীতে পুরনো কোনো সদস্যদের আড়ালে ডেকে ক্লাব বা অন্য এমন কোনো বিষয় নিয়ে জানানো হবে না, যেটা পূর্বে আলোচিত এবং তাদের জ্ঞাতব্য।

আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমি বিগত দু'দিনে ভিন্ন দুটি কমিউনিটির চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছি, দুর্ভাগ্যবশত দুটি ক্ষেত্রেই তারা আমার মেনে চলা সঠিক ক্লাব উল্লেখ না করায়, আমি কমেন্টের মাধ্যমে তাদের প্রথমে জানাই।

কিন্তু প্রথম ক্ষেত্রে একটি গোটা দিন পার হয়ে যাবার পরেও কোনো পরিবর্তন না দেখে সেই কমিউনিটির অ্যাডমিনকে উল্লেখ করি।

সেখানে কোনো ফল তো হয়নি, বরঞ্চ শেষ পোস্টের ভেরিফিকেশন যেটা করা হয় সেখানেও একই ভুল চোখে পড়ে।

এবার মানুষ মাত্রই ভুল হয়, এটাই স্বাভাবিক কিন্তু সেটা যদি কেউ মন্তব্যের মাধ্যমে তুলে ধরে, তাহলে সেটা সঠিক করার দায়িত্ব আছে বলে আমি মনে করি।
কারণ, ভুল থেকেই মানুষ শিখতে পারে।
যখন কোনোরকম সদুত্তর প্রথম কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটর দ্বারা পাইনি, এরপর দ্বিতীয় একই সমস্যা চোখে পড়েছে।

তখন বিষয়টি নিয়ে আমি আজকে হাজির হয়েছি, বূমিং গ্রুপে।
আমার উদ্দেশ্য কাউকে ছোটো করার ছিল না, তবে ভুলটা দেখানো আমার উদ্দেশ্য অবশ্যই ছিল।

সবেমাত্র সপ্তাহ শুরু হয়েছে, এরপর অন্যান্য কমিউনিটি একই সুযোগ পাবে, কাজেই শুরু থেকে বিষয়টি যদি দৃষ্টিগোচর হয়, তাহলে পরবর্তীতে একই ভুলের সম্ভবনা হবার সুযোগ অনেকাংশে কমে যায়।

তবে, সেটাকে প্রায় অধিকাংশ উপস্থিত সদস্য সেটাকে নেতিবাচক হিসেবে নিয়েছেন, তবে আমার মনে হয়;
ভুল করাটা ভুল নয়, তবে কেউ ভুল ধরিয়ে দিলে সেটা সঠিক না করাটা ভুল।

একটা খারাপ লাগা আমার কাজ করে আর সেটা হলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সময় কাউকে সাথে পাওয়া যায় না, কারণ ভালো মানুষটি সেজে না থাকলে পদ হারাবার আর সমর্থন না পাবার ভয় থাকে।

তবে সেই ঘণ্টা বাঁধা হয়ে গেলে, তার কোনো সুফল পেলে সেটা উপভোগ করতে সকলেই রাজি।

যাইহোক, আজকের আমার এই লেখা এই কমিউনিটিতে কর্মরত সকল সদস্যের সুরক্ষার স্বার্থে।

কাজেই উপরিউক্ত বিষয়গুলো নিজেরা যথাযথভাবে দেখে তবেই এখানে পোস্ট ভাগ করে নেবেন, এই অনুরোধ রইলো সদস্যদের কাছে।

সকল মডারেটরদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, প্রতিটি বিষয় যেগুলো পোস্ট চেক করার সময় দেখা আবশ্যকীয় অবশ্যই সঠিকভাবে দেখে নিয়ে তবেই উল্লেখ করবেন;
যদি উপরিউক্ত বিষয়গুলো কেউ না দেখে লেখা এখানে ভাগ করে নিয়ে থাকে, তবে কমেন্ট করে সেটি উল্লেখ করবেন।

20230727_235953_0000.png

  • (চৌর্যবৃত্তি দেখার উপায়)Plagiarism checker:-

https://www.duplichecker.com/

https://smallseotools.com/plagiarism-checker/



  • ছবির সঠিক উৎসের সন্ধান পেতে পোস্ট পড়ুন:-

https://steemit.com/hive-120823/@sduttaskitchen/osrp7



  • নিজের ক্লাব সঠিক আছে কিনা জানতে( club status check):-

Club check links:-

https://www.steemcryptic.me/club5050?

http://steemit.lovestoblog.com/clubstatus.php?author=sduttaskitchen&months=3

এখানে উদাহরণ হিসেবে আমার ইউজার আইডি দেওয়া আছে এবং আমার ক্লাব অনুযায়ী মাস লেখা আছে, আপনারা আপনাদের ইউজার আইডি সহ নিজেদের নির্ধারিত মাস লিখে চেক করবেন।

নিজের ক্লাব অনুসারে মাস লিখুন(উদাহরণ স্বরূপ, ক্লাব৫০৫০=১, ক্লাব ৭৫=২, ক্লাব১০০=৩ মাস)

বুঝতে অসুবিধা হলে discord এ যোগাযোগ করবেন দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে।
এছাড়াও

Steemworld.org/@user name দিয়ে সেখান থেকেও নিজের ক্লাব সহ সমস্ত তথ্য সংগ্রহ করতে পারেন।



  • এবার আসছি AI (নকল বুদ্ধিমত্তা কিভাবে নির্ধারণ করবেন)

Zerogpt checking link:-

https://www.zerogpt.com/

(এই লিংকটি কেবলমাত্র ইংরিজি সহ বাংলা বাদে অন্যান্য ভাষায় লেখায় শূন্য জিপিটি দেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়)


এই লিংকটি গুরুত্বপূর্ণ নিজের বাংলা এবং ইংরিজি লেখায় নকল বুদ্ধিমত্তা আছে কিনা জানবার জন্য, তবে অগ্রীম জানিয়ে রাখি, একই লেখা বারংবার দেখার চেষ্টা করবেন না, তাহলে বিঘ্ন সিম্বল দেখাতে পারে।

https://contentatscale.ai/ai-content-detector/



  • এরপর সঠিক ট্যাগ বিষয় জানাবো, একমাত্র null অ্যাকাউন্টে ২৫% বেনিফিশিয়ারি সেট করলেই আপনি burnsteem25 ট্যাগ ব্যবহার করতে সক্ষম।

  • সঠিক ছবির উৎস ব্যবহার করে পোস্ট করা বাধ্যতামূলক।

  • আপনার পোস্ট যদি কেবলমাত্র এই প্ল্যাটফর্মের জন্য লিখে থাকেন, শুধুমাত্র সেই ক্ষেত্রেই steemexclusive ট্যাগ ব্যবহার করতে পারেন, অন্যথা নয়।

  • লেখার শব্দ সংখ্যা অবশ্যই ৩৫০ হতে হবে, অবশ্যই যেটি মানে বহন করে।

  • একটি পোস্ট যদি অতীতে এই প্ল্যাটফর্মের কোথাও আপনি একবার পোস্ট করে থাকেন, তাহলে সেটির পুনরাবৃত্তি করা যেকোনো কমিউনিটিতে একেবারেই নিষেধ।

  • ভোটের গ্যারান্টি কোনো কমিউনিটি এখানে দিতে পরে না, কাজেই সেই সম্পর্কিত কোনো আলোচনা এখানে করা নিষিদ্ধ।

  • কোনো রকম বট ব্যবহারকারী, ক্লাব বহির্ভূত ইউজারকে curator এবং booming সমর্থন দেওয়া হয় না, স্তিমিট টিমের নিয়ম অনুযায়ী।


কোনোরকম অনৈতিক কার্যকলাপ এই কমিউনিটি মেনে নেয় না, কাজেই উল্লেখিত সমস্ত বিষয়গুলো আপনারা (নতুন, পুরনো) সকলে মনোযোগ সহকারে পড়বেন আশা রাখি।
সঠিক পথ দেখানো একজন অ্যাডমিন হিসেবে আমার দায়িত্ব, কিন্তু আপনি সেই পথ অবলম্বন করবেন কিনা সেটা ব্যক্তি সিদ্ধান্ত।

তবে পরিশেষে জানিয়ে রাখি, উল্লেখিত বিষয় এই কমিউনিটিতে মেনে না চললে, সেই ইউজারকে কমিউনিটি থেকে মিউট করে দেওয়া হবে।

I9Ws6mn5yoT8JYcTf1.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeTntZEMjmNE2ojS3wJkRgH4FAk5wzUJTnRwSJu27LuNnR3DZNbpLAeQCyaNbnKVWTpGhovHtq.gif

Sort:  
 last year 

দিদি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো বাংলাতে প্রকাশ করছেন এই জন্য, আমি আমার নিজের কথা বলছি, বাংলা পড়তে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি, আর্টিকেলটি সম্পূর্ণ পড়েছি এবং অনেক বিষয় অবগত হয়েছি যেটা আমার আগে জানা ছিল না। কয়েকটি লিংক সংগ্রহ করেছি আপনার আর্টিকেল থেকে। ইনশাল্লাহ সঠিক নিয়মগুলি অনুসরণ করে আমরা আগামী দিনগুলো অতিক্রম করব। কমিউনিটির তথা স্টিমিট প্ল্যাটফর্মের নিয়ম এবং নির্দেশনাবলি অনিয়ম বহির্ভূত কোন কাজ সর্বদাই না করার চেষ্টা করব। ভালো থাকবেন দিদি। আপনার জন্য শুভকামনা রইল।
Loading...
 last year 

একদম বাস্তব কথা বলেছেন ভুল থেকেই তো মানুষ নতুন কিছু শেখে আর মানুষ মাত্রই ভুল হবে এটা স্বাভাবিক।

খুব সুন্দর করে পুরো বিষয়টি আপনি ক্লিয়ার করলেন আসলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না সকলকে এটা মেনে চলে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ দিদি আপনার সুন্দর এই আপডেটের জন্য

 last year 

কাজের প্রতি সচেতনতা ও ভালোবাসা থাকলে অবশ্যই সঠিক ভাবে করা সম্ভব। সাথে আপনার পোস্টে প্রদত্ত সঠিক দিক নির্দেশনা ও নিয়মাবলী ফলপ্রসূ।

স্টিমিয়ানদের অবশ্যই গুরুত্ব সহকারে এই পোস্টটি অনুসরণ ও অনুকরণ করা উচিত। আমার ব্যক্তিগত অভিমত এই লেখাটি কেউ তার মধ্যে যদি গ্রহণ করে , তাহলে অবশ্যই নিজেকে নিরাপদ এবং প্ল্যাটফর্মকে সঠিক কনটেন্ট উপহার দিতে পারবে।

উপার্জন নয় বরং কাজকে উন্নত করার মানসিকতা থাকাটা অতীব জরুরি। একটি পোস্টের মাধ্যমে সুস্পষ্ট ও সাবলীল বাংলা ভাষাতে এতো সুন্দর দিকনির্দেশনা প্রদান করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদম্যাম

 last year 

পূনরায় আরও একবার কমিউনিটির তথা প্ল্যাটফর্মের নিয়মগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন শুধুমাত্র সেগুলো অবলম্বন করলেই একজন ইউজার সঠিক নিয়মে কাজ করতে সক্ষম হবেন। আশাকরছি সকলেই নিয়ম অনুসারে কাজ করবেন, কমিউনিটির পাশে থাকবেন।

 last year 

দিদি আপনার প্রতিটি কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ আপনি আমাদের জন্য সবসময় পাশে থেকে সহজ ভাবে বুঝাতে চেষ্টা করে থাকেন ৷ স্টিমিট প্লাটফর্মের অনেক নিয়ম রয়েছে সেগুলি আমাদের অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে ৷ যে গুলো বুঝতে সমস্যা হবে সেগুলো অবশ্যই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ৷ এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা। বিশেষ করে আমার মতো নতুনদের জন্য। আমি আসলে বলতে গেলে কিছুই জানি না।এটা পড়ে খুবই উপকৃত হলাম আমি।বিশেষ করে ছবির উৎস নিয়ে খুবই সমস্যায় ছিলাম।অনেক কিছুরই ছবি কিভাবে পাব এটা নিয়ে ভাবছিলাম। আপনার দেয়া লিংকগুলোর মাধ্যমে আশা করি এই সমস্যার সমাধান হবে।আপানকে অসংখ্য ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লেখার জন্য। আপনি সবসময় ভালো ও সুস্থ থাকেন এই শুভকামনা রইলো আপনার জন্য।

দিদি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এত ব্যস্ততার মাঝেও আপনি খুব সুন্দর ও সাবলীল ভাষায় বিষয় উপস্থাপন করেছেন যা আমাদের জন্য খুবই ফলপ্রসু।

 last year (edited)

ধন্যবাদ দিদি ,আমাদের সকল কে স্টিমিট প্লাটফর্ম তথা এই কমিউনিটির সকল বিষয় গুলো পুনরায় অবগত করবার জন্য।এবং একজন নতুন স্টিমিয়ান হিসাবে এই সব গুলো বিষয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ টিকে থাকার এবং সামনে এগিয়ে চলার জন্য ।আমি অবশ্যই উল্লেক্ষিত সব বিষয় মেনে চলার চেষ্টা করব।

 last year 

কমিউনিটির তথা স্টিমিট প্ল্যাটফর্মের নিয়ম এবং নির্দেশনাবলি আবারও আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আপনি যেভাবে গাইডলাইন দিয়েছেন সেগুলো মেনে চললেই একজন ইউজার সঠিক নিয়মে কাজ করতে পারবে।অর্থাৎ কাজে ভুল হবে না। তাই আমাদের সকলের নিয়ম অনুসারে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমিও নিয়ম মেনে কাজ করবো।তাই পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে পুনরায় বিষয়টি আলোচনা করার জন্য। ভালো থাকবেন দিদি

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.26
JST 0.039
BTC 94381.33
ETH 3339.67
USDT 1.00
SBD 3.45