এপ্রিল মাসের টীম-৩ এর নির্ধারিত কিছু নির্দেশনা এবং নিয়মাবলী।
প্রিয়,
স্টিমিয়ানস এবং কমিউনিটি সকল সদস্যবৃন্দদের উদ্দেশ্যে জানাতে চাই বর্তমান এপ্রিল মাসেও আমাকে curation team এর অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানতে চাই সকল নির্বাচন কমিটির সদস্যদের যারা আমাকে এই কাজের জন্য আরো একবার সুযোগ দেবার পাশাপশি যোগ্য বলে মনে করেছেন।
নতুন মাসের সাথে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বেশ কিছু পরিবর্তন যেটা এমাসের curation team এর ক্ষেত্রে করা হয়েছে।
পূর্ববর্তী মাসের ক্ষেত্রে আপনারা অনেকেই দেখেছেন একটি টীম গঠন করা হতো সর্বমোট ৭ জন সদস্যকে নিয়ে। |
---|
যে পরিবর্তনগুলো এবার করা হয়েছে:-
পাঁচটি টীম গঠন করা হয়েছে।
প্রতিটি টীমে এখন ৭ জনের পরিবর্তে ৫ জন সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রতি সপ্তাহে curation এর জন্য।
এই মাসে আমি নির্বাচিত হয়েছি team-৩ এর জন্য, যেটি পরিচালনা করবে steemcurator ০৬ এর একাউন্ট।
কাজেই টীম পরিবর্তনের সাথে সাথে সহকর্মী এবং কাজের ধরনের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
সেগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরছি, অনুরোধ লেখাটি মনোযোগ সহকারে পড়বেন, যাতে সঠিক নিয়মের মাধ্যমে আপনাদেরকে সমর্থন দিতে সমর্থ থাকি আমি সহ আমার গোটা টিমের সদস্যরা।
নিয়মাবলীর পূর্বে, আপনাদের জ্ঞাতার্থে রইলো সমস্ত সদস্যদের বিশদ বিবরণ যারা এপ্রিল মাসের টীম-৩তে রয়েছেন। সাথে উল্লেখিত তারা কোন কোন দেশের নাগরিক।
টিম -৩ এর নামের তালিকা |
---|
ইউজার নাম | দেশের নাম | ডিসকোর্স আইডি | ক্লাব |
---|---|---|---|
@afrizalbinalka | ইন্দোনেশিয়া | afrizalbinalka#8136 | ১০০ |
@graceleon | আর্জেন্টিনা | gracelon#2348 | ৭৫ |
@loloy2020 | ফিলিপিন্স | loloy2020#7042 | ৭৫ |
@sduttaskitchen | ভারত | sduttaskitchen#0792 | ৫০৫০ |
@wilmer1988 | ভেনেজুয়েলা | wilmer1988#7749 | ৭৫ |
|
---|
Post must be #steemexclusive.
- একমাত্র স্টিম এক্সক্লুসিভ পোস্ট সমর্থন পাবার যোগ্য।
All posts must be free of plagiarism and if using images, they must be your own or copyright-free with proper source attribution.
- সমস্ত লেখা এবং ছবি চৌর্যবৃত্তির আওতার বাইরে থাকতে হবে, যদি কোনো ছবি সোর্স এর মাধ্যমে ব্যবহৃত করা হয়;
তবে সেই ছবি সোর্স উল্লেখ করতে হবে যেটি অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে।
Users must be free of bot votes.
- বিড-বট ইউজার দের সমর্থনের বহির্ভূত রাখা হবে।
The user must follow the club #club5050, #club75 or #club100 which is mandatory.
- যেকোনো একটি ক্লাব অনুসরণ বাধ্যতামূলক।
We will support posts and comments throughout the entire Steemit platform, regardless of any tag or community(within or outside).
- কেবলমাত্র বিভিন্ন কমিউনিটি নয় তার বাইরেও গুণমান সম্পন্ন লেখাকে এবং মন্তব্যকে সম্মানিত করা হবে সমর্থনের দ্বারা। প্রতিবারের মতো এবারও গোটা প্ল্যাটফর্মের যে কোনো হ্যাশ ট্যাগকে এই টীম সমর্থন জানাতে সক্ষম।
Posts should be at least 300 words in length. Exceptions may be made for exceptional posts with fewer words if they meet our standards of quality.
- লেখার শব্দ সংখ্যা নূন্যতম ৩০০ শব্দের হতে হবে, তবে যদি দেখা যায় কোনো পোস্টের মান খুবই উন্নত সেক্ষেত্রে এই নিয়মের বাইরে সমর্থন দেওয়া হবে, কম শব্দ সংখ্যা থাকলেও।
তবে অবশ্যই সেক্ষেত্রে পোস্টের অন্যান্য দিকগুলির গুণমান নিরীক্ষণ করে হবে।
Since we will support good comments, the vote percentage is going to be 10% to 15% according to the quality of the comments.
- প্রতিবারের ন্যায় এবারও গুণমান সম্পন্ন মন্ত্যবকে সমর্থন দেওয়া হবে, এবং গুনিমানের বিচারে মন্তব্য ১০% থেকে ১৫% সমর্থন পেতে সক্ষম।
AI-generated content from ChatGPT or other similar sites is not accepted
- এখন আমরা সকলেই এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল। কোনোরকম AI (নকল বুদ্ধিমত্তার সহায়তায় তুলে ধরা লেখা) সাথে Chatgpt এবং zerogpt যুক্ত লেখা সমর্থনের বহির্ভূত থাকবে।
Our mission is to support and promote high-quality content on Steemit. In order to achieve this, we have established the following guidelines for our curation efforts: Hope everyone will go through them carefully.
- টিম-৩ এর লক্ষ্য সর্বোচ্চ গুণমান সম্পন্ন লেখাকে সন্মান জানানো, সেই অনুযায়ী উপরিউক্ত বিষয়গুলোকে নিয়মের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি সকলেই লেখাটি সময় নিয়ে পড়বেন ভবিষ্যতে নিজেকে সুরক্ষিত রাখতে এবং সমর্থন পেতে।
We will be voting with the steemcurator06 account and the following percentages have been set to manage the voting power. An additional 10% will be given if you support #burnsteem25.
- উল্লেখ্য এপ্রিল মাসে team-৩ steemcurator06 থেকে সমর্থন জানাবে, এবং ১০ শতাংশ বাড়তি সমর্থন রাখা হয়েছে যেসকল ইউজার burnsteem25 ব্যবহার করে থাকেন।
(দিন অনুসারে ক্যালেন্ডারের মাধ্যমে কোন সদস্য কবে পোস্ট কিউরেট করবে তার বিবরণ) |
---|
ক্লাব | ভোটের শতাংশ | বার্ন স্টিম২৫(burnsteem25) |
---|---|---|
ক্লাব৫০৫০ | ৩০% | ৪০% |
ক্লাব৭৫ | ৪০% | ৫০% |
ক্লাব১০০ | ৫০% | ৬০% |
তবে লেখার মান যদি উন্নত না হয় সেক্ষেত্রে ভোটের শতাংশ কমতে পারে, আর উন্নত থাকলে উপরিউক্ত শতাংশের সমর্থন পাওয়া সম্ভব।
|
---|
https://www.steemcryptic.me/club5050
উপরিউক্ত লিংকটি ব্যবহার করুন।
ক্লাব কিভাবে মেনে চলতে হয় তার একটি ধারণা:-
#ক্লাব ৫০৫০ ক্ষেত্রে আপনাকে ৩০ দিন আপনার অর্জিত স্টিমের অর্ধেক বা তার অধিক পাওয়ার আপ করতে হবে, বাকিটা আপনি ব্যয় করতে পারেন। যারা ক্লাব৫০৫০ হ্যাশ ট্যাগ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এক মাসের লেনদেন দেখা হয়। মানে আপনি আপনার অর্জিত স্টিম এর অর্ধেকাংশ পাওয়ার আপ করেছেন কিনা।
ঠিক তেমনিভাবে যেসকল ইউজার #ক্লাব৭৫ ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে বিষয়টি হয় ৬০ দিনের এবং এক্ষেত্রে দেখা হয় দুমাসে ইউজার তার অর্জিত উপার্জনের ৭৫ শতাংশ পাওয়ার আপ করেছেন কিনা। বাকি ২৫ শতাংশ তারা খরচে সক্ষম।
অন্তিম ক্লাব হলো #ক্লাব১০০, এক্ষেত্রে ইউজারের ৯০ দিনের transaction check করা হয়, এবং ক্লাব১০০ হ্যাশ ট্যাগ ব্যবহারকারী ইউজারদের তিনমাসের উপার্জিত সমস্ত স্টিমকে তারা পাওয়ার আপ করেছেন কিনা সেটা দেখা হয়ে থাকে সমর্থনের আগে।
কাজেই সঠিক হ্যাশ ট্যাগ ব্যবহার অত্যন্ত আবশ্যকীয়, এবং ভালো হয় ক্রমাগত সাপ্তাহিক পাওয়ার আপ করে লিংকের সহায়তা নিয়ে নিজের ক্লাব সম্পর্কে সচেতন থাকা।
|
---|
https://smallseotools.com/plagiarism-checker/
https://smallseotools.com/plagiarism-checker/
উপরিউক্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়বার অনুরোধ রইলো, সাথে সেগুলো মেনে চলবেন এই আশা রাখছি। নিজেদের লেখা উল্লেখিত লিংক দ্বারা দেখে নেবেন তাহলে অনেক সমস্যা এড়াতে সক্ষম থাকবেন।
ধন্যবাদান্তে,
@sduttaskitchen(founder and admin)
The Incredible India Community
Our discord link:-Meraindia discord link
আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাই আপনি কিউরেশন টিমের সাথে নিযুক্ত হয়েছেন বলে। এবং আশা করি আপনার পোস্টে উল্লেখ্য যে সব বিষয়গুলো বলেছেন সেগুলো মেনে পোস্ট করতে পারব। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নিয়ম গুলো আমাদের সামনে শেয়ার করার জন্য।
#miwcc
ধন্যবাদ দিদি এত মূল্যবান তথ্য আমাদের সাথে ভাগ করার জন্য।
আপনি এবারও কিউরেশন টিমে নিযুক্ত হয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। সেই সাথে ইনশাআল্লাহ আপনার পোস্টে উল্লেখিত সমস্ত রুলস গুলো মেনে চলার চেষ্টা করব।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সর্বদা নিজের খেয়াল রাখবেন।
প্রথমে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল
কিউরেশন টিমে এবারও আপনি নিযুক্ত হয়েছেন বলে।
পাশাপাশি সর্বদায় চেষ্টা করে যাবো আপনি যে নিয়মগুলো উপস্থাপনা করেছেন পালন করে কমিউনিটিতে কাজ করার জন্য।
#miwcc
প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দিদি আরো একবার কিউরেটর হিসেবে নিযুক্ত হওয়ার জন্য।পাশাপাশি টিম ৩ এ নিযুক্ত হওয়া অন্য সকল কিউরেটরদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আশা করছি আপনার পোষ্টে উল্লেখিত বিষয়গুলো মেনে পোষ্ট করতে পারবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ দিদি @burnsteem25 এর পাশাপাশি অনান্য নিয়মগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য।
ভালো থাকবেন দিদি,আদাব🥰🥰
অভিনন্দন ম্যাম, আপনাকে কিউরেশন টিমে পেয়ে আমি অনেক আনন্দিত। আপনার সততা ও দক্ষতায় আবারও ভালো একটা পর্যায়ে যেতে পেরেছেন।
আমি চেষ্টা করবো উল্লেখিত নিয়মকানুন মেনে পোস্ট করবার। ইনশাআল্লাহ।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিদি ৷ আপনি আবারো কিউরেশন টিমে যুক্ত হয়েছেন ৷ আমরা আমাদের কমিউমিটির প্রত্যেকে অনেক খুশি ৷ তার সাথে আমরা সবাই আপনার দেওয়া গুরুত্বপূর্ণ নিয়মাবলি সঠিক ভাবে পালন করতে চেষ্টা করবো ৷ যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন দিদি ৷
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
পুনরায় কিউরেটর টিমে সদস্য পদ লাভ করায় আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করি আপনার হাত ধরে এই কমিউনিটি অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে।ধন্যবাদ