You are viewing a single comment's thread from:

RE: Better life with steem// The Diary Game// 21st December,2024

in Incredible India2 days ago

বেশ কদিন থেকে আমিও শুনতে ছিলাম যে সাগরে লঘুচাপ হয়েছে এজন্য বৃষ্টি হবে। কিন্তু ঢাকাতে বৃষ্টি হয় নাই কোন।
অসুস্থ থাকলে কারোরই খাওয়ার রুচি থাকে না সেটা মানুষই হোক বা অন্য কোনো কোনো জীব। আর এজন্যই পিক্লুও খেতে পারতেছে না। প্রাথনা করি দ্রুত সুস্থ হয়ে উঠুক বেচারা।
বাচ্চাদের স্কুল ও পরীক্ষার জন্য বাবা -মা অনেকটা আটকেই থাকে। এজন্য বাচ্চাদের পরীক্ষা শেষ হলে তাদের বেড়ানোর মৌসুম শুরু হয়।
বাসায় গেস্ট আসলে কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। তারপরও সবাই একত্রিত হলে ভালো লাগাও কাজ করে সবকিছুর মাঝেও।

Sort:  
 2 days ago 
  • একদমই তাই, শরীর খারাপ থাকলে মুখে রুচি থাকে না ঠিকই, তবে আমরা মানুষেরা যেমন বলে বোঝাতে পারি পিকলু বলেও বোঝাতে পারে না, আর এই কারণে আমার খারাপ লাগা আরও বেশি কাজ করে। বোঝার চেষ্টা করি ঠিকই, তবে সবটুকু যেন বুঝে উঠতে পারি না।

  • বাড়িতে সকলে একত্রিত হলে ভালো লাগে এ কথা ও স্বীকার করছে না। কিন্তু বাড়িতে যখন একজন মানুষ অসুস্থ থাকে, তখন মানুষের উপস্থিতি কখনো কখনো বেশ বিরক্তিকর লাগে আমার। কিন্তু কিছু করার নেই অসুস্থ মানুষকে সকলে দেখতে আসলে তাদেরকে বারণ করাও ঠিক না।

  • তার ওপরে পিকলু শরীর খারাপ থাকায় সমস্ত জিনিসটা যেন আরও বেশি ঘেঁটে গেছে। যাইহোক আপনাকে ধন্যবাদ অন্তত আমার পোস্ট সময় করে পড়েছেন এবং নিজের মন্তব্য শেয়ার করেছেন। ভালো থাকবে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 93863.56
ETH 3421.99
USDT 1.00
SBD 3.30