প্রতিনিয়তই মুখোশে ঢাকা মুখগুলোর সাথে হাসিমুখে চলতে হয়। কখনো তাদের মুখোশ ধরা যায় আবার কখনো না জেনেই তাদের বন্ধু ভাবি আমরা।এটা ব্যাক্তিজীবন থেকে রাজনীতি সব জায়গায়ই। তবে এই মুখোশ একসময় না এক সময় ধরা পরেই।
কারন যতোই মার্জিত চেহারা তারা ধারন করে থাকুক না কেন স্বার্থে লাগলেই তাদের কুৎসিত চেহারা বেরিয়ে আসে।
অশালীন, কটু কথা, নারী কিংবা ধর্ম নিয়ে টানাটানি এগুলো আমার কাছে পারিবারিক শিক্ষার অভাব বলে মনে হয়।
মানসিক ও শারিরীক দুইদিক থেকেই ভালো থাকুন এই কামনা করি।