যারা গান গায় তাদের সবাইকেই বোধ হয় মাঝে মাঝে গানে পায়। আমার ছেলে গিটার বাজাতো। যদিও ওর গিটারটা ইদানীং নস্ট হয়ে যাওয়ার কারনে বাজাতে পারতেছে না।
ওকেও দেখতাম আপনারই মতো ঘন্টার পর ঘন্টা গিটার নিয়ে পরে থাকতে।আপনার হাতের আঙুলের কথা পড়তেছিলাম আর ওর হাতের আঙুল আমার চোখে ভেসে ওঠতেছিলো।
পরের দিকে অবশ্য শক্ত হয়ে গিয়েছিল।
আপনার গান শুনে খুব ভালো লাগলো। ভবিষ্যতে আরো এমন ভিডিওর অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন সবসময়।
একদমই ঠিক কথা বলেছেন। আমারও কবিতা পায়, গান পায়।
আপনার ছেলের এত ইন্টারেস্ট গিটার নিয়ে, জেনে ভালো লাগলো দিদি। ওকে সাপোর্ট করবেন । অনেক ভালো হবে ওর।