আমি আমার শশুড়ের গ্রামের বাড়ির এলাকাতে একটা জিনিস খেয়াল করেছি, এখানে মাদকাসক্তির পরিমান অনেক বেশি।
আরও কয়েকজন এর মুখে তাদের গ্রামের কথা শুনেছি একই ধরনের কথা।
আমার শশুড় বাড়ির এলাকাতে এরা প্রচন্ডরকম সংঘবদ্ধ। কেউ কিছু তেমন একটা বলতেও পারে না।
আমার কাছে যা ভয়াবহ মনে হয়েছে।পরিস্থিতি দেখে মনে হয়েছে শহরের চেয়ে গ্রামগুলি বেশি পরিমানে ঝুঁকির মুখে আছে।
এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
কয়েকদিন আগে এক মাদকসেবিকে বল্লাম বহুততো কাহিনি করলা এখন একটু ভালো হও। বিপরীতে আমাকে বলল তাতে তোমার কি৷৷ তোমার কাজ তুমি করো৷