You are viewing a single comment's thread from:

RE: জিঘাংসার বসে কাউকে অপমান, নিজের দুর্বল মানসিকতার লক্ষণ।

in Incredible Indialast year

আমার মা বলতো কাউকে কোন কথা বলার আগে চিন্তা করে বলো কারন কথা হলো তীরের মতো।একবার বলে ফেললেতো তোমার কাছ থেকে চলে গেল। আমি ব্যাক্তিগত ভাবে দুই ধরনের মানুষের সম্মুখীন হয়েছি যাদের মাঝে একশ্রেণীর মানুষ পেয়েছি সেটা কোন না কোন কারনে মানুষকে অপমান করে থাকেন।তার সে কারন যত অন্যায়ই হোক না কেন।আবার এমনও হাতেগুনা দুই একজনকে পেয়েছি যাদের প্রতি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে রাখার পরও কোন কারন ছাড়াই কথা দিয়ে আঘাত করেছে।ইচ্ছে করলেই উওর দিতে পারতাম। কিন্তু চুপ থেকেছি ভাবার চেষ্টা করেছি কেন এমন করছে।
নিজেকে সান্তনা দিয়েছি হয়তো কোন কারনে হীনমন্যতায় ভুগছে। বার বার এমন করার পরে নিজেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়েছি যতটা সম্ভব।
তবে আমার কাছে মনে হয় একজন মানুষ প্রতিহিংসার বশবর্তী হয়েই সবচেয়ে বেশি মানুষকে ছোট করার চেষ্টা করে থাকে। এর মাঝে সবচেয়ে করে কেউ যদি তার চেয়ে এগিয়ে যায় কিংবা তার দ্বারা কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ তার কিছু করার থাকে না। তখন সে কথা দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে একধরনের বিকৃত মানসিক আনন্দ পায়।
অবশ্যই আপনার সত্যিটা সবার সামনে তুলে ধরা উচিত। ভবিষ্যতে যাতে কারো সাথে এ ধরণের আচরণ করার আগে দ্বিতীয়বার চিন্তা করে।
ভালো এবং সুস্থ থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  

TEAM BURN

Your comment has been successfully curated, by @sduttaskitchen at 35%.

 last year 

thank you so much, ma'am.

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103484.66
ETH 3290.07
SBD 5.89