You are viewing a single comment's thread from:

RE: ক্ষমতা এবং পদ দায়িত্ব বয়ে আনে।(Power and position bring commitments.)

in Incredible Indialast year

আমার বিয়ে হয়েছিলো এক বিরাট পরিবারে। আত্মীয় স্বজনদের ভিড় লেগেই থাকতো।জিনিসটা আমার কাছে একদমই নতুন ছিলো তারপরও চেষ্টা করতাম উপভোগ করার।
তখন তাদের সাথে আমি অনেক সময় বাইরে বেড়াতে যেতাম কিন্তু আমার বড় জা'কে খুব কমই দেখেছি এবং যখন বাসায় লোকজন থাকতো তখন বের হতেন।
আমি আামাদের সাথে বের হতে বললে মুচকি হেসে বলতেন, তোমরা যাও।
তখন না বুঝলেও পরে বুঝতে পেরেছি যে সে তার দায়িত্ব ছেড়ে বের হতে পারতো না।আমরা যখন ঘুরতাম তখন তিনি পরের বার আমরা কি খাবো সেগুলো রেডি করতেন।এটা যে শুধুমাএ বাড়িতেই হয় এমন না। সবজায়গাতেই একই কাহিনী।
আমার স্বামীর ব্যাংক ছুটি হয় সরকারি নিয়মে বিকেল ৫টায় কিন্তু বাসায় আসে নিয়মিত ৯টার পরে। প্রায় দিনই বের হয় ৭.৩০ /৮ টার পরে। কারন জানতে চাইলে বলে কাজ ফেলে কিভাবে আসবো।এছাড়া এমডি, ডিএমমডি স্যাররাও তো থাকেন।উনি হেড অফিসে কাজ করে।
এটা জীবনের সব ক্ষেএেই। যার যত বড়ো পদ তার তত বেশি দায়িত্ব।
আমার নিজের বাবাকেও দেখেছি যখন হজ্ব চলতো তখন তাদের ২৪ ঘন্টা ডিউটি চলতো।সব ডাক্তার কিংবা নার্সরা রেস্ট নিতেন পালা করে।এখনকার মতো তখন মক্কা শহরে এতো হসপিটাল ছিলো না যার কারনে তাদের ওপর চাপ ছিলো অনেক বেশি।
অনেকে যে ফাঁকি দেয় না এমন না। তবে ফাঁকিবাজরা ধরা খাবেই সেটা আজ অথবা কাল।কারন একটাই, মানুষের
চোখ এড়নো সম্ভব হলেও সৃষ্টিকর্তা ঠিকই খেয়াল করেন।
ভলাো লাগলো আপনার পোস্টটা পড়ে।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Sort:  

TEAM 4

Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts and comments!
Curated by : @enamul17


 last year 

thank you so much, sir.

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 101233.12
ETH 3150.48
SBD 3.94