Incredible India monthly contest of December #1| Three gifts from Santa for 2025

in Incredible India28 days ago
Black and White Minimalist Mood Photo Collage (1).png

Edited by Canva

আজকে আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে চোখ বুলাতে গিয়ে মান্থলি কন্টেস্টের বিষয়বস্তুর উপর চোখ পরাতে শুরুতে কিছুটা চমকে উঠেছিলাম বিষয়বস্তুর দিকে নজর পরে।
কারণ আমার স্মৃতি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে এমনি একটি বিষয় নিয়ে গত ক্রিসমাসের আগে দিয়েও লিখেছিলাম । পরে মনে হলো যে , গতবারের থেকে প্রশ্নগুলো কিছুটা আলাদা। এজন্য অ্যাডমিন ম্যামের ক্রিয়েটিভিটিকে প্রশংসা না করে পারলাম না।
আর কদিন পরেই খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড়ো অনুষ্ঠান 'বড়দিন 'অনুষ্ঠিত হবে। এমন একটা সময়ে এমন বিষয় নিয়ে আবারো লেখার সুযোগ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Black and White Minimalist Mood Photo Collage (2).png

Which three gifts would you like to request from Santa for 2025? Reasons.

পুরো পৃথিবী জুড়েই খ্রিস্টান ধর্মালম্বীদের মাঝে প্রচলিত আছে যে, ক্রিসমাস ইভ অর্থাৎ ২৪ ডিসেম্বর রাতের বেলা সান্তাক্লজ নামের স্বর্গীয় দূত শান্তির বার্তা নিয়ে বরফের দেশ থেকে লাল ড্রেস পরে বলগা হরিণ টানা স্লেজ গাড়িতে চড়ে বাড়িতে বাড়িতে উপহার নিয়ে হাজির হন।
আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি সান্তার কাছে একটা না অনেক কিছুই গিফট চাইতাম। কারণ মানুষের চাহিদা অসীম। তবে আমাকে যেহেতু তিনটি গিফট চেয়ে নিতে বলা হয়েছে তাই নিন্মের জিনিসগুলোই চাইতাম।

  • আমাকে যদি প্রশ্ন করা হয় যে ,কোন জিনিসটা আমি সবাই আগে চাই । তাহলে বলবো সবার আগে আমি আমার পরিবারকে এগিয়ে রাখবো। বিশেষ করে আমার সন্তানদের ভালো থাকা। কারণ আমি সবার আগে একজন মা। তাই একজন আমি চাইবো আমার স্বামী ,সন্তানরা ভালো থাকে ও জীবনে সফল হোক। তারও আগে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। ওদের হাতে যেন পৃথিবীর কোনো মানুষ ও জীব -জন্তু ক্ষতিগ্রস্ত না হয়। সেই সাথে আমার আত্মীয়-স্বজন ও আশে-পাশের মানুষরা ভালো থাকুক।

  • এই প্রতিযোগিতায় যদি সান্তার কাছে তিনটার জায়গাতে একটা জিনিস চাইতে বলা হতো তাহলে আমি আমার প্রায়োরিটি চেঞ্জ করতাম। আমার কাছে পুরো পৃথিবীটাই একটা পরিবার।আমি বিশ্বাস করি যে ,পৃথিবীর মানুষ যদি শান্তিতে না থাকে তাহলে অন্য মানুষের সাথে সাথে আমার সন্তান ও তাদের ভবিষ্যত প্রজন্মও শান্তিতে থাকবে না। তাই আমার চাওয়া হতো শান্তি।
    বর্তমানে বলা যায় পৃথিবীর বেশিরভাগ জায়গার পরিবেশই খুব অশান্ত। বিভিন্ন জায়গাতে যুদ্ধ ও ধর্মীয় হানাহানি পৃথিবীর শান্তি বিনষ্ট করছে। এতে করে কিছু সংখ্যক মানুষ লাভবান হলেও বেশিরভাগ মানুষই ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অবুঝ শিশুরা। অনেক শিশুই তার আহত ও তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পরছে। সেই সাথে বিরূপ পরিবেশ ও ক্ষুধায় কষ্ট করছে।
সেই সাথে বিশ্বজুড়েই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তাই সুযোগ থাকলে শান্তি চাইতাম সান্তার কাছে। মানুষ যেনো সবকিছুর উর্ধে উঠে মানুষকে মানুষ ভাবে এটাই চাওয়া থাকতো।

  • সান্তার কাছে আমার তিন নাম্বার চাওয়া থাকতো পৃথিবীটা যেন বাসযোগ্য থাকে। মানুষ তার অসীম চাহিদা পূরণ করতে গিয়ে তার বসবাসের একমাত্র জায়গা পৃথিবীটাকেই বসবাসের অযোগ্য করে তুলছে। কিছুদিন আগে এক জায়গাতে পড়েছিলাম যে ,এক হাজার বছররের মাঝে মানবজাতি ধ্বংস হয়ে যাবে।

ষষ্ঠ অবলুপ্তি শুরু হয়ে গেছে ১৯৭৫ সালের পর থেকেই। এতে করে মানুষ সহ পৃথিবীর প্রায় ৭৫%জীব-বৈচিত্র ধ্বংস যায় যাবে। আর এর জন্য প্রকৃতির চাইতে মানুষই বেশি দায়ী । তাই সান্তার কাছে মানুষের সদ্বুদ্ধি চাইতাম। যাতে পৃথিবীটা বসবাসের যোগ্য থাকে মানুষ সহ সব জীব-জন্তুর জন্য।

Black and White Minimalist Mood Photo Collage (4).png

How do you celebrate Christmas Day?

উৎসব আসলে সবার জন্যই তাই বড়দিন মূলত খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এই দিনটাতে সবারই ছুটি থাকে। তবে আমার ধর্মীয় পরিচয় আলাদা হবার কারণে একেক বছর একেক ভাবে এই দিনটা পালন করা হয় আমার।

তবে প্রতিবারই পুরোপুরিই উপভোগ করার চেষ্টা করি দিনটাকে। এই বছর ভেবেছিলাম ২৫শে ডিসেম্বর বান্দুরার দিকে যাবো। ওই এলাকাতে প্রচুর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাস করে থাকেন। তবে আমার এই পরিকল্পনা বাদ দিতে হয়েছে। কারণ এই দিন আমার দুটো বিয়ের দাওয়াত রয়েছে । যার কারণে বিয়ে বাড়িতেই সময় দিতে হবে বলে মনে হচ্ছে।

If Santa offered you to travel on his sledge, where would you like to visit? Reasons behind your selection?

Black and White Minimalist Mood Photo Collage (8).png

আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। সুযোগ পেলেই ঢাকা ছাড়ি আমি বেড়ানোর জন্য। তাই সান্তা যদি আমাকে তার বলগা হরিণ টানা স্লেজ গাড়িতে চড়ার জন্য একটা বার সুযোগ দিতো সেটা আমার জন্য হতো হাতে সোনার হরিণ পাওয়ার মতো একটা অভিজ্ঞতা ।

সত্যি বলতে অনেক জায়গাতেই যাওয়ার স্বপ্ন দেখি আমি। তার মাঝে মিশরে পিরামিড , মাচুপিচু ,পেত্রা ,নরওয়ে ইত্যাদি জায়গা রয়েছে। খোলা চোখে স্বপ্ন দেখি ডেনমার্কের টিউলিপ বাগানে ঘুরে বেড়াচ্ছি কিংবা তিব্বতের পোটালা প্যালেসের মতো হাজারো জায়গার। সুযোগ হলে আমার স্বপ্নের সবগুলি জায়গাতেই যেতে চাইতাম সান্তার কাছে ।

কিন্তু সান্তা যদি আমাকে শুধু একটা জায়গাই নির্বাচন করতে বলতো তাহলে আমার নির্বাচিত জায়গা হতো নর্থ পোল। এটা আমার স্বপ্নের একটা জায়গা ,যেখানে আমি যেতে চাই। যদিও আমি জানি যে আমার জীবদ্দশায় এখানে কখনোই আমার যাওয়া হবে না। কিন্তু স্বপ্নের তো আর ভিসা পাসপোর্ট লাগে না।

তাই আমি স্বপ্ন দেখি একদিন আমি যাবো লাল রঙের বিশাল জাহাজে চেপে।যে জাহাজ বরফ কেটে কেটে সামনে এগিয়ে যাবে ধীরে ধীরে । যাওয়ার পথে সাদা রঙের বরফের মাঝে সাদা -কালো হাজারো পেংগুইন ঘুরে বেড়াতে দেখবো। দেখবো তারা কিভাবে বরফের উপর থেকে কালো রঙের পানিতে লাফিয়ে পরছে , সিল ও পোলার বিয়ার ঘুরে বেড়াচ্ছে ধবধবে সাদা তুষারের উপর।

সাদা বরফের পাশ দিয়ে বয়ে চলা ঘন নীলচে কালো রঙের পানির মাঝে আমাদের জাহাজের পাশ দিয়ে বিশাল বিশাল নীল তিমি কিংবা ডলফিন ঘুরে বেড়াচ্ছে। দেখতে চাই মাঝে মাঝে কিভাবে ভয়ঙ্কর তুষার ঝড় বয়ে চলেছে।
আমার এই দীর্ঘদিনের এই অপূর্ণ স্বপ্নটাকেই পূরণ করতে চাই আমি জাহাজের বদলে সান্তার স্লেজে চেপে ।

Black and White Minimalist Mood Photo Collage (6).png

আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে @sifat420(64), @jahidul21 (65) ও @monikarmakar(62)



Thank You So Much For Reading My Blog

HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MQ5rA8UuUvaGRermEeDs8YYv1jb4TX4QUAAbRoaAJFmmUaGZUojU1gWvH66zbc...wdYfZe5zwHZgv7fSFyfX5YWvwFGCJXq8EuycKeaUaXARJjpb61mUGxLAjp1XsJ6PQbzF28Bu6LQTgryC3MSekzsBvnPpE3TAcMAMTMQbf9uvFuTHezySGMDKr6.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 97835.70
ETH 3622.57
USDT 1.00
SBD 3.25