You are viewing a single comment's thread from:
RE: Review of my new non-stick utensils!
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি সৃষ্টিকর্তার কাছে। দোয়া করি আপনার কাঙ্খিত সাফল্যে
যাতে পৌঁছাতে পারেন।
আপনার কিচেন রুমের জন্য আপনি যে জিনিসপত্র গুলো কিনেছেন সেগুলো দেখে আমার খুব ভালো লাগলো। এসবগুলো জিনিসপত্র আমার বাসায় আছে। কিন্তু আমার আম্মু কখনো এগুলো আমাকে নামাতে দেয় না সেজন্য আমি রান্নার সুযোগও পাই না। ছোটবেলা থেকে লোহার কড়াই এর মধ্যে রান্না করতে দেখে দেখে অভ্যস্ত হয়েছি।আমার রান্নাঘর খুব পছন্দ এবং সেটা আমি সাজিয়ে রাখতে খুবই পছন্দ করি।তাই আমি ভাবছি আপনার জিনিসপত্র গুলোর মতই আমিও কিনে নিবো যখন আমার টাকা হবে। সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টিয়েছে। কিন্তু আমার আম্মুর মত অনেকেই রান্নাঘরের জিনিসপত্রগুলো আপডেট দিতে চায় না। 🥲🥲