ভালো কিছু পেতে হলে সবার আগে নিজেকে ভালবাসতে হবে//25-01-2025
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার এই পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবার মাঝে আমার নিজস্ব কিছু উক্তি ব্যক্ত করা। তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি
আমাদের নিজেকে নিজের ভালবাসতে হবে কথাটা শুনতে বা দেখতে অদ্ভুত। কিন্তু আমার মতে এটা অদ্ভুত হওয়ার কোন কারণই নেই।আসলে আমাদেরকে জীবনের কোনো না কোনো ক্ষেত্রেই মানুষের কাছে শুনতে হয় আমরা স্বার্থপর।কিন্তু একটা পয়েন্টে আমরা যদি ভেবে দেখি, আমাদের মনে হবে যে স্বার্থপর হওয়াই ভালো। কারণ হচ্ছে আমরা যদি আমাদের নিজেকে ভালো রাখতে না পারি,কিসে আমাদের উপকার,কিসে আমাদের ক্ষতি সেটা যদি আমরা না বুঝি তাহলে তো আমাদের ক্ষতিগ্রস্ত হতেই হবে।
আমরা অনেক সময় আমাদের নিজেদের শারীরিক-মানসিক যত্ন নিতে পারি না।যার ফলে কি হয়!আমরা নিজেরাই বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকি।আমাদের আশেপাশে বা আমাদের পরিবার আত্মীয়-স্বজন আমরা যাদেরকেই ভালো রাখতে চাইবো বা সুখে রাখতে চাইবো, তার জন্য আমাদের নিজেদেরকে আগে সবসময় শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে সুস্থ স্বাভাবিক থাকতে হবে।কাজেই আমাদের সবার উচিত, সবকিছুর ক্ষেত্রে নিজের ভালো দিকগুলোকে প্রাধান্য দেওয়া।
আসলে আমরা মানুষ বড়ই অদ্ভুত প্রাণী।কখনো কখনো আমরা আমাদের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েও কিছু পাই না। এক্ষেত্রে আমি মনে করি, আমাদের উচিত আমাদের যেটা সবচাইতে বেস্ট ওইটা কোন জায়গা বা তেমনি কোনো সম্পর্কে বিলিয়ে দেওয়া।এর জন্য আমাদের সবার আগে করনীয় হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে,নিজেকে সুস্থ রাখতে হবে,নিজেকে ভালবাসতে হবে।
তাই আমার মনে হয় যে,সমস্ত কিছু একদিকে রেখে হলেও, আমাদের নিজের জন্য সময় বের করা উচিত।যাতে করে আমরা নিজেদেরকে একটি ভালো বর্তমান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারি।একটি সুস্থ দেহ একটি সুস্থ মন উপহার দেয়।আর আমাদের দেহ এবং মন যখন প্রফুল্ল থাকে তখনই আমরা আমাদের আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবো। আমাদের ক্যারিয়ার,স্টাডি লাইফ, প্রফেশনাল লাইফ সবকিছুর মধ্যেই আমরা মনোযোগ দিতে পারবো।
তাই আমি মনে করি,সবকিছুর আগে বা সবার আগে নিজেকে ভালবাসতে হবে।
এগুলো হচ্ছিলো আমার নিজস্ব মনের উক্তি। আমি খুবই ছোট একজন লোক। কিন্তু আমার মনে যেটা হয় আমি সেটাই বলি। আর আমি সবসময় সৎ,ন্যায় এবং হক জিনিস ভালোবাসি।তাই আমি মনে করি নিজের জায়গা থেকে যদি আমরা সবাই সঠিক থাকি তাহলে জীবনে কোন ক্ষেত্রেই আমরা বিফল হবো না।
ছবিগুলো পোস্ট লিখার মাঝে মাঝে তুলেছি। আসলে আমার কাছে প্রকৃতি খুবই ভালো লাগে। তাই যখনই আমার মন খারাপ থাকে আমি চলে যাই বাহিরে।
আজ যেখানেই শেষ করছি। তবে এই স্টিমিট প্লাটফর্মে কাজ করতে পেরে নিজেকে খুবই হ্যাপি মনে করছি।সবার ভালো এবং সুস্থতা কামনা করছি সৃষ্টিকর্তার কাছে।
Device | captured by | location |
---|---|---|
Realme c63 | Me | Bangladesh |
আপু আপনার লেখাটি সত্যি অনেক ভালো ছিল। আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি ঠিক কথায় বলেছেন ভালো কিছু পেতে হলে সবার আগে নিজেকে ভালবাসতে হয়। নিজের শরীর মন ভালো থাকলে আমাদের চারপাশ সুন্দর লাগে। শরীর মন ভালো না থাকলে আমাদের কোন কিছুতেই মন বসে না। সব কাজের আগে আমাদের নিজেকে সময় দেওয়া উচিত।
এতো সুন্দর একটা লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপু।
X promotion link
https://x.com/EmaEm21101/status/1883055091038707989
আপনার পোস্টটি খুবই প্রেরণাদায়ক এবং সত্যি। নিজেকে ভালোবাসার কথা বলা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা নিজেদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখি, তখনই আমরা অন্যদের ভালো রাখতে পারি। আপনার উক্তিগুলো একদম সঠিক, জীবনের প্রতিটি ক্ষেত্রেই যদি আমরা নিজেদের যত্ন না নি, তবে তা আমাদের ক্ষতি করতে পারে।