আমার হাতের আঁকা প্যাঁচা।
প্রিয় বন্ধুরা,
আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।আজ রাত পেরোলেই কাল ২৫ শে ডিসেম্বর তাই চারিদিক টুনি বালব্ দিয়ে সেজে উঠেছে সারা শহর।
আপনাদের ও কাল নিশ্চই অনেক প্ল্যান আছে সবার।সবাই খুব সাবধানে ঘুরবেন।আর সব বিধি নিষেধ মেনে চলবেন।
আজ আমি পেঁচাটাকে একটু অন্য রকম ভাবে করার চেষ্টা করেছি।জানি না আপনাদের কেমন লাগবে?যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন।
আজ আমি কীভাবে পেঁচা আঁকলাম তা আপনাদের সাথে ভাগ করে নেবো।
অঙ্কন করার সরঞ্জাম:-
১)এ ফোর সাইজের আঁকার খাতা।
২)রবার।
৩)ফোর বি পেনসিল।
৪)কাটার।
৫)পেনসিল রং।
অঙ্কন পদ্ধতি:-
১)প্রথমে খাতার মাঝখানে উপরের দিকে একটা ছোটো ভি করে তার পাশ দিয়ে দুটো দাগ নীচের দিকে একটু নামিয়ে তার নীচে ছোটো ছোটো করে দুদিকে দুটো ভি করে নীচের দিকটা একটু বেকিয়ে দিলাম।
২)দুটো দাগের সাথে যুক্ত করে একটা গোল করে নীচের দিকে ভি করে জুড়ে দিলাম।
৩)নাকের নীচ থেকে দুদিকে দুটো দাগ দিয়ে গোল করে নিয়ে মুছে মুছে কতগুলো ছোটো ছোটো ভি করলাম।
৪)নাকের দুপাশ দিয়ে দুটো ভ্র করলাম।
৫)ভ্র দুটোর ওপরে ঠিক দু দিকে দুটো কোণ করে মাঝখান দিয়ে একটা দাগ টেনে কান করলাম।
৬)তারপরে ভ্র দুটোর নীচে দুদিকে দুটো গোল করলাম।
৭)দুটো গোলের মাঝে ছোটো দুটো গোল করে তার মাঝে খুব ছোটো দুটো গোল করলাম।
৮)বড়ো গোলের ঠিক দুদিকে একটু পাশে ইউ ইউ করে গোল করলাম।
৯)তারপরে ভ্রর দুটোর ওপরে ছোটো ছোটো করে অনেকগুলো ভি করলাম।
১০)তারপরে মুখের ঠিক নীচ দিয়ে দুদিকে তিনটে একটু বেকিয়ে দাগ টেনে ওপরের দিকে কতগুলো ইউ করলাম।
১১)নীচের দিকে ইউ করে তার সাথে ছোটো ছোটো ভি করলাম।
১২)তারপরে মাঝখানের ফাঁকা জায়গায়টাতে ভি ভি করে জুড়ে দিলাম।
১৩)তারপরে নীচে কতোগুলো দাগ দিয়ে একদম নীচে ইউ করলাম।
১৪)তারপরে ঠিক নখ থেকে দুদিকে দুটো দাগ টেনে দুদিকের মুখে ভি করে জুড়িয়ে দিলাম।
১৫)তারপরে কানের একপাশে হালকা সবুজ,আকাশী রং করলাম।
১৬)মাথার ওপরের ফাঁকা জায়গাটাতে হালকা সবুজ রং করলাম।
১৭)তারপরে ভি গুলোর ওপরে আকাশী রং করে ভিতরে ডীপ নীল রং করলাম।
১৮)নাকের ওপরে ডীপ সবুজ রং করলাম।
১৯)নাকের নীচের দিকটা হলুদ রং করলাম।
২০)ভ্র দুটো কালো রং করলাম।
২১)চোখের বাইরের দুদিকের অংশটা স্কীন রং করলাম।
২২)তারপরে সরু জায়গাটাতে সবুজ রং করলাম।
২৩)মাঝখানটাতে আকাশী রং করলাম।
২৪)তারপরে মাঝখানের গোলটা কালো করে মাঝখান গুলো খালি রাখলাম।
২৫)তারপরে মুখটা ওকার রং করলাম।
২৬)মাঝখানটা হালকা সবুজ রং করলাম।
২৭)দুদিকটা ইউ করে গোলাপী,লাল রং করলাম।
২৮)দুদিকের দুপাশটা বেগুনি রং করলাম।
২৯)মাঝখানটা আকাশী, ডীপ নীল রং করলাম।
৩০)একদম নীচটায় হালকা সবুজ রং করলাম।
৩১)প্যাঁচার পাগুলো অ্যাস করে নখগুলো হলুদ রং করলাম।
৩২)গাছের ডালটা খয়েরি রং করলাম।
৩৩)তারপরে পুরোটা ব্লেক দিয়ে বর্ডার করলাম।
আমার আঁকাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।আজ এখানেই শেষ করলাম।আপনারা সবাই ভালো থাকবেন।
শুভ রাত্রি।
Participate our community contest
https://steemit.com/hive-120823/@meraindia/incredible-india-s-last-contest-of-this-year2022-or-if-you-are-someone-s-santa-what-gift-will-you-like-to-give-or-prize-pool
বিলুপ্ত একটি পাখিকে আপনি; আপনার শীল্পের মাধ্যমে তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ, দিদি
প্রথমত জানাই আমার দেখা একটা বিশেষ অংকন আপনি এঁকেছেন, আমাকে বলতেই হবে যে আপনি অনেক সুন্দর অংকন করতে পারেন, আপনার মত করে আমার বোন ও অংকন করতে পারে।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ☺️
"
Curated By - @deepak94
Curation Team - Team Newcomer ."