বাংলাদেশের বনাম শ্রীলংকা খেলা রিভিউ

in Incredible India25 days ago

কেমন আছেন সবাই,

আশা করি সবাই অনেক ভালো আছেন ,

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচ নিয়ে।

আসলে আমি ক্রিকেট খেলা দেখতে অনেক বেশি পছন্দ করি, আজকে যখন ভোর সাড়ে ছয়টা দিকে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ ছিল তখন সারারাত আমার ঘুম আসে নাই কখন জানি আমি এই ম্যাচটি দেখতে পারবো।

অবশেষে খেলা শুরু হল, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টোস আছে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠালো বাংলাদেশ, প্রথম দিক থেকে শ্রীলংকা অনেক সুন্দর ব্যাটিং করেছে, শুধু চার আর ছাই এর বন্যা বয়য়ে দিছে, প্রথম ছয় ওভারে ওরা ৫০ রান উঠিয়েছে।

Screenshot_2024_0608_112148.jpg
( এটা মোবাইলের স্ক্রিনশট নেওয়া )
তখন খেলাটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল আজকে মনে হয় বাংলাদেশ হেরে যাবে, কিন্তু লাস্টে দিকে এত সুন্দর বল করেছে যেটা অসাধারণ ছিল, রাশেদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, অনেক সুন্দর বল করেছে রাশেদ হোসেন ও মোস্তাফিজুর রহমান তিনটা করে উইকেট নিয়েছে।
এ নিয়ে শ্রীলংকার বিষ ওভারে রান গিয়ে দাঁড়ায় ১২৩ রান বাংলাদেশের টার্গেট ছিল ১২৪ রানের সংগ্রহ টা খুব একটা বড় ছিল না, এটা বাংলাদেশ খুব অনায়াসেই করতে পারত।

Screenshot_2024_0608_112237.jpg

(মোবাইল স্ক্রিনশট নেওয়া )

এটা দেখে কিছুক্ষণ মোবাইলটা রেখে হাতমুখ ধুয়ে নিলাম পরে আবারো খেলা দেখতে লেগে গেলাম আসলে খেলাটা এত ভালো লাগছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। খেলাটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল, ঠিক বিশ মিনিট পরে খেলাতে আবার শুরু হলো প্রথম ছয় ওভারের বাংলাদেশ অনেক খারাপ খেলা করেছে ‌

তিন ওভারের ভিতরে তিনটা উইকেট বাংলাদেশের পড়ে যায় তখন আমার মনে হল যে এবার মনে হয় বাংলাদেশ হেরেই যাবে, কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি অনেক উত্তেজনা কোন ম্যাচ হয়। এত সুন্দর ভাবে তৌহিদ হৃদয়, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, এত সুন্দর একটি খেলা করেছে। যারা আজকের এই খেলাটি দেখেছেন তারা বলতে পারবেন, যে আজকে বাংলাদেশের খেলাটা কত সুন্দর ছিল এই তিনজনের আসলে বাংলাদেশের ওপেনিং এ যদি একজন ভালো খেলে সেদিনকে বাংলাদেশ ম্যাচ অবশ্যই জিতে যায়।

Screenshot_2024_0608_112304.jpg
(মোবাইলের স্ক্রিনশট নেওয়া)
আর যেদিন কি বাংলাদেশের ওপেনিং দুজনেই খারাপ খেলে সেদিন বাংলাদেশে কোনোভাবে জিততে পারে না আর যদিও বা যেতে তাহলে অনেক কষ্ট হয়ে যায়।

তারপরও বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে ফিল্ডিং যাচ্ছিল বা অসাধারণ যেটা দেখার মতন ছিল। বাংলাদেশের ফিল্ডিং বলেন কিংবা শ্রীলংকার ফিল্ডিং বলেন দু দলেরই ফিলিং অনেক সুন্দর ছিল।

Screenshot_2024_0608_112341.jpg
(মোবাইলের স্ক্রিনশট নেওয়া )
লাস্টের খেলা পর্যায়ে এমনটাই এসে গেছে যে মনে হয় সে লঙ্কাই ম্যাচটি জিতে যাবে, কিন্তু সেটা আর হলো না লাস্টে মাহমুদুল্লাহ রিয়াদ একটি ছয় মেরে দলকে জেতার মুখে নিয়ে যায়। এবং লাস্ট বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশ ২ উইকেটে জিতে যায়। এত কম দামের টার্গেটেও বাংলাদেশ আটটা উইকেট হারাতে হয়েছিল।

Screenshot_2024_0608_112356.jpg
(মোবাইলের স্ক্রিনশট নেওয়া)
আট উইকেট গেছে এটা বড় বিষয় না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে জিতেছে এটাই বড় বিষয় আমার কাছে। এবং আমি আশাবাদী এই ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ আরো সুন্দর খেলা দেখাবে।

Screenshot_2024_0608_112414.jpg
(মোবাইলের স্ক্রিনশট নেওয়া)
আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের রিভিউ আপনাদের সাথে আমি উপস্থাপনা করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

সত্যি বলতে একসময়ে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখার জন্য অধির আগ্রহে থাকতাম তবে এখন কেন জানি না সেই আগ্রহ কাজ করে না। যে দিনই বাংলাদেশের ম্যাচ দেখতে বসি সেদিনই বাজে ভাবে হেরে যায় তাই আগের মতো আগ্রহ নেই এখন। আজকের ময়াচটা অবশ্য দেখিনি তবে নিউজে দেখলাম যে জয়লাভ করেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 25 days ago 

এটা অবশ্য আপনি ঠিক কথা বলেছেন বাংলাদেশের ম্যাচ কখন কিভাবে যে ঘুরে যায় সেটা কেউ বলতে পারেনা সময় সময় রাগ উঠে আবার সমান সমান অনেক ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 25 days ago 

যদিও একটু ব্যস্ততার কারণে খেলা দেখা হয়নি। তবে আজকে আপনার পোস্ট পরিদর্শন করে খেলা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। বাংলাদেশ আর শ্রীলংকার খেলা হয়েছিল এটা আমি শুনেছি। তবে দেখার সুযোগ হয়নি। তবে বাংলাদেশ-শ্রীলংকার সাথে জিতে গেছে এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। অবশ্যই খেলার হাইলাইট গুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ চমৎকারভাবে বাংলাদেশ এবং শ্রীলংকার খেলার রিভিউ উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 25 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আজকের খেলার এ পোস্টটি পড়ে আমাকে এত সুন্দর একটি কমেন্ট করেছেন তার জন্য।

Loading...
 25 days ago 

শ্রীলঙ্কা আজকে অনেক খারাপ ক্রিকেট খেলেছে সেটা মানতেই হবে।যদিও শুরুর দিকটা তাদের অনেক ভালো ছিলো।কিন্তু ৮ অভারের পর থেকে তাদের পরিস্থিতি খারাপ হতে থাকে।তবে এতো অল্প রান তাড়া করতেও যে বাংলাদেশ এতোটা হিমসিম খাবে সেটাও আমার জানা ছিলো না।তবুও দিন শেষে জয় আমাদের হয়েছে।এটাতে একটু স্বস্থি পাওয়া যাচ্ছে।

 24 days ago 

Thank you so much

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60506.21
ETH 3313.49
USDT 1.00
SBD 2.38