আমার দ্বিতীয় ক্ষমা মূলক পোস্ট

in Incredible India26 days ago

কেমন আছেন সবাই,

আশা করি সবাই অনেক ভাল আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আজকে আবারো একটি ভুলের ক্ষমা চাইতে চলে আসলাম।

আসলে এই কমিউনিটিতে আমি অনেকদিন যাবত কাজ করছি তারপরও আমার ভুলগুলো আমি শুধরাতে পারছিলাম না, আমি যদি ভুল করেও শোধরানোর চেষ্টা ও করি তারপরও কিভাবে জানি আমার সেই ভুলটা আবারও হয়ে যাচ্ছে।

আমার এর আগে একবার আমার একটা পোস্ট আমি করেছিলাম সেখানে, সে পোস্ট আমার অন্য কোন প্ল্যাটফর্মে করা ছিল এর কারণে আমাকে ওয়নিং দেওয়া হয়েছিল তখন ও সেই একই ভুল আবারো আবারো আমি করে, ফেলেছি এর কারণ আমাকে দ্বিতীয় ওয়ার্নিং দেওয়া হয়েছে ‌।

IMG_20240606_105228.jpg

আসলে এই কমিউনিটিতে কাজ করতে, ও অনেকটাই ভালো লাগে কিন্তু নিজের ইচ্ছায় কি কেউ আর ভুল করতে চাই, আসলে আমার নিজের ইচ্ছায় আমি ভুল করতে চাই নাই তারপরও আমার অজান্তে আমি ভুল করে ফেলেছিলাম তার কারণে আমি কমিউনিটির কৃতজ্ঞতা যে আমাকে আরো একবার ক্ষমা করে সুযোগ দেওয়ার জন্য এই কমিউনিস্টিতে কাজ করার জন্য।

আসলে কমিউনিটিতে অসংখ্য ইউজার যারা অনেকে ভুল করে থাকে আমার মতন তারপরও এই কমিউনিটি অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন আমাকে এই পরপর দুবার সুযোগ দিয়েছে এর কারণে আমি কমিউনিটি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাকে ক্ষমা করে দিয়ে আরও একবার কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

আমি যে ভুলগুলো করেছি সেটা হয়তো মানুষ জেনে শুনে কেউ করতে চাইবে না তারপরও আমি হয়তো আমার নিজের অজান্তেই এই ভুলটা করেছি এর কারণে আমাকে এমন একটা শাস্তি দেওয়া হয়েছে আমি যে ভুলগুলো করেছি সেটা আমি নিজে উল্লেখ করে দেবো।

এবং আপনারা সবাই জানেন যে এই কমিউনিটিতে শুধু একবার না দুইবার না তিনবার ওর সুযোগ দেওয়া হয়েছে আমাকে এত সুযোগ দেওয়ার পরও যদি আমি আবারও একই ভুল কাজ করি তাহলে আর কোন ক্ষমা নাই।

Screenshot_20240607_122329.jpg

আসলে আপনারা যারা কমিউনিটিতে কাজ করেন তারা অবশ্যই জানেন যে এই কমিউনিটির পোস্ট অন্য কোন কমিউনিটিতে করা যায় না তারপরও আমি নিজের অজান্তে এক কমিউনিটির পোস্ট পণ্য কমিউনিটিতে করে ফেলেছিলাম।

আপনারা যদি আমার নিজের স্ক্রিনশট টা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের ভুল করেছিলাম। তারপরও আমি আবারও একবার এই কমিউনিটির কে আন্তরিক ভাবে শুভকামনা জানাই যে আমাকে আরো একবার এই কমেন্টে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে।

আসলে কমিউনিটিতে আমার কাজ করতে অনেক ভালো লাগে কিন্তু আমার কিছু কিছু ভুলের কারণে এই কমিউনিটির কাছে আমি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছি।

আজকে আমার ক্ষমা মুলক পোস্ট এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 26 days ago 

আপনি আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন এজন্য ধন্যবাদ আপনাকে। প্রতিটা কমিউনিটির কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে যেগুলো কমিউনিটির প্রতিটা সদস্যের মেনে চলা উচিত, এতে আমাদেরই ভালো হবে। আশা করি আপনি পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল রেখে সতর্কতার সাথে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 26 days ago 

মানুষ মাত্রই ভুল করে। কেউই ভুলের উর্ধ্বে নয়। কিন্তু এক ভুল বারবার করা অন্যায়। আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে পরেরবার থেকে এমন ভুল আর না করা। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক বড় বিষয়। আর পোস্ট পড়ে এটিও জানতে পারলাম ভুলটি ইচ্ছাকৃত নয়। পরবর্তীবার থেকে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।

 25 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার এই পোস্টটা পড়ার জন্য।

 25 days ago 

আপনি আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন দ্বিতীয়বারের মতো ক্ষমামূলক পোস্ট উল্লেখ করেছেন আশা করি পরবর্তীতে সতর্কতার সাথে কাজ করবেন বারবার ক্ষমা চাওয়ার চেয়ে সতর্কতা হয়ে কাজ করাটাই ভালো।

আপনার পথ আরো সহজ হোক এই দোয়াই করি ভালোভাবে কাজ করুন নিজের প্রতি খেয়াল রাখুন ভালো থাকবেন।

 24 days ago 

ক্ষমা করে দেওয়া যেমন মহৎ গুণ তেমনি ক্ষমা চাওয়াও একটি মহৎ গুণ বলে আমি মনে করি।আপনি আপনার ভুলের প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন এটি খুবি ভালো লাগার বিষয়। আশা করি এর পরের বার থেকে সতর্কতার সাথে কাজ করে যাবেন যেন এমন বিপদের স্বীকার হতে না হয়।ভালো থাকবেন, ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60104.15
ETH 3299.21
USDT 1.00
SBD 2.37