মায়ের ভালোবাসার উপরে আর কারো ভালোবাসা হয় না।

in Incredible India27 days ago

কেমন আছেন সবাই,

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, মায়ের ভালোবাসার উপরে আর কারো ভালোবাসা হয় না।

একটি মা যখন একটি সন্তান জন্ম দেয় তখন সেই মা টির সকল কিছু ঘিরে থাকে তার সন্তান। সেই মা তার সন্তানকে এত পরিমাণে ভালোবাসে যেটা বলার নেই।

যখন একটি সন্তান জন্মগ্রহণ করে তখন ছোট থেকে সেই সন্তানকে বড় করতে সেই মাকে কত কিছুই না করতে হয়, ছোট্টবেলা থেকে সে সন্তানকে বড় করতে অনেক কষ্ট সহ্য করতে হয় তারপরও সেই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এতটুকু কম হয় না।

mother-6935336_1280.jpg
Src
সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে সন্তান সবসময় জন্য ছোট হয়েই থাকে সন্তান কোনদিন বড় হয় না, আমাদের মায়েরা যখন আমাদেরকে জন্ম দিয়েছিল তখন আমরা ছোটবেলায় মায়েদেরকে কত কিছু না করে জ্বালা যন্ত্রণা দিয়েছি কত কষ্টই না করেছে মা আমাদের জন্য।

infant-4025284_1280.jpg
Src
তারপরও সেই মা আমাদের জন্য সবকিছু ত্যাগ করে যখন আমাদের হালকা জ্বর হয় তখন দেখবেন সবার আগে সেই মাই আমাদের পাশে এসে দাঁড়িয়ে থাকে, সারারাত মাথার কাছে বসে থাকে কখন আমাদের জ্বর একটু কমে আসবে। এরকম মায়ের ভালোবাসা কোনদিন কি কারো সাথে তুলনা করা যায়।

পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি এক জায়গায় নিয়ে আসা হয়, তারপরও তো মায়ের ভালোবাসা কাছে আসতে পারবে না। ছেলে এবং মেয়ে যখন বিপদে পড়ে সবার আগে বুঝতে পারে মা।

তার মনের ভিতরটা কেমন জানি করে ওঠে যে আমার সন্তানের নিচে কিছু হয়েছে কেউ জানুক বা না জানুক মা অবশ্যই জেনে যাবে। আমাদেরকে তো সবাই ভালবাসে কিন্তু মা যেমন ভাবে আমাদেরকে ভালোবেসে খাওয়ায়ে দেয় কিংবা আদর করে সে রকম ভালবাসা কিংবা আদর আমরা কি আর কোন জায়গায় পাবো। আমি তো মনে করি এমন আদর কিংবা ভালোবাসা হয়তো আমরা আর কোন জায়গায় পাব না যেটা শুধুমাত্র আমরা মায়ের কাছ থেকেই পেয়ে থাকি।

আমরা মায়ের ভালোবাসা তখনই বুঝতে পারি যখন আমরা মার কাছ থেকে অনেক দূরে চলে যায়, মনে করেন আপনি দেশের বাইরে চলে গেছে দেখবেন প্রতিদিন কেউ খোঁজ নেক বানানে মা একবার হলেও তোমার খোঁজ নেবে আর তুমি একদিন তোমার মাকে খোঁজ দিবে না সেই দিনই মা খুব টেনশনে থাকবে আসলে মায়ের কাছ থেকে যখন দূরে থাকা হয় তখন মায়ের ভালোবাসা অভাবটা খুব সহজে চোখের সামনে ভেসে ওঠে।

মা যেমন করে বাড়িতে আদর করে খাওয়ায়ে দেয় তেমন করে তো আর বাইরে যদি যায় তাহলে কেউ দেবে না তখনই মায়ের কথা খুব বেশি মনে পড়ে এবং মায়ের ভালোবাসা গুলোও মনে পড়ে খুব বেশি, মা আমাদের তার জীবনের চেয়েও ভালবেসে থাকে।

একটি সন্তানের যদি কিছু হয় সবার আগে সেই মাই তার সবকিছু দিয়ে একটা সন্তানের কাছে ছুটে যায়।

তোর মায়ের ভালোবাসা নিয়ে আজকে আমার মনের কিছু ভাব প্রকাশ করলাম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 27 days ago 

Thank you so much

Loading...
 27 days ago 

মা মা একটি ছোট্ট স্বপ্ন কিন্তু মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব ভালোবাসা তুচ্ছ। মা আমাদের জন্য তার সারা জীবন দিয়ে দিতে পারে। মা সন্তানের জন্য সারা জীবনের সুখ বিসর্জন দিতে পারে। বিনা স্বার্থে মা ভালোবাসতে পারে। যে ভালোবাসা পৃথিবীর আর কোন মানুষ আমাদেরকে দিতে পারে না। আমাদের ছোটবেলায় যখন জ্বর বা অন্য কোন শরীর খারাপ হয়েছে তখন একমাত্র ত্যাগ স্বীকার শুধু মাই করে গিয়েছে। যা অন্য কোন মানুষ আর কখনো করবে বলে আমার মনে হয় না। মাকে নিয়ে হাজারো কথা আমরা যদি লিখে শেষ হবে না। ধন্যবাদ জানাই আপনাকে মাকে নিয়ে এত সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 25 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 26 days ago 

ঠিক বলেছেন ভাইয়া, মায়ের ভালোবাসার উপরে আর কারো ভালবাসা হতেই পারে না।

একটি সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকেই মায়েরা অনেক ত্যাগ প্রতিক্ষার স্বাদ বিলাসতা এগুলো ত্যাগ করতে থাকেন কেননা তার সন্তান যাতে ভালো থাকে। যখন পৃথিবীতে আসে তখন মায়েরা রাত্রের পর রাত জেগে থাকে।

যখন ছোট থেকে একটু বড় করে হাঁটতে শিখে তখন তাদের অনেক দুশ্চিন্তা বর করে মাথায়। সব সময় তার সাথে থাকে মা।

যখন বড় হয় সন্তানের সকল আবদার পূরণ করার জন্য মা অনেক কিছু ত্যাগ করে সন্তানের আবদার পূরণ করার চেষ্টা করেন।

ধন্যবাদ ভাই আপনার পোস্টটি পড়ে আজকে খুব আমার মায়ের কথা মনে পড়ে গেল, ভালো থাকবেন সুস্থ থাকবেন,

 25 days ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 26 days ago 

এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা। যদি আপনি কারো কাছে আশা করেন সেটা হচ্ছে আমাদের মা। আমাদের মায়ের ওপর আর কেউ আমাদেরকে ভালবাসতে পারে না। আমার মায়ের ভালোবাসা এতটাই সত্যি যে, আমরা যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। তখন আমাদের মায়ের ভালোবাসা কতখানি, সেটা একটু হলেও অনুধাবন করতে পারি। আজকে আপনি মায়ের ভালোবাসা সম্পর্কে আমাদের সাথে উপস্থাপন করেছেন। যেটা পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন।

 25 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটা অনেক সুন্দর করে পড়েছেন এবং এত সুন্দর একটি মন্তব্য আমাকে করেছে।

 25 days ago 

আপনি ঠিকই বলেছেন মায়ের ভালবাসার সাথে কারোর ভালোবাসা তুলনা করা যায় না। ছোটবেলা থেকেই সব কিছু সুখ ,দুঃখের সঙ্গী মা হয়। মায়ের কাছে হয়তো মুখ ফুটে কিছু না বলতেই সবকিছু মা আগে থেকেই বুঝে ফেলে। যদি কোন কথা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখা হয় মা সেটাও ধরে ফেলে। আমি হয়তো ছোট থেকে মাকে খুব কমই পেয়েছি কাছে। দিদা আমাকে মায়ের মত ভালবাসতেন। তাই মা আর দিদা আমার কাছে দুজনেই সমান। আমার মা আমাকে হয়তো জন্ম দিয়েছে ।কিন্তু ছোট থেকে দিদায় আমাকে মায়ের মত বড় করে তুলেছে। বিয়ের পর আমি আমার আর এক মাকে পেয়েছি ।আমার কাছে তিনজনেই সমান। আপনার লেখা পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো।

 8 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং আপনার মূল্যবান মতামতটা অনেক সুন্দর করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 22 days ago 

আসলেই ঠিক বলেছেন।মা আমাদের ছোটবেলা থেকে কতো কষ্ট করেই বড় করে তবুও আমাদের প্রতি একটুও ভালোবাসা কমে যায়না।আর আমরা সন্তানরা একটু বড় হলেই পিতামাতাকে ভুলে যায়।অবহেলা করি।আসলে কি জানেন মায়ের ভালোবাসাটাই দুনিয়ায় একমাত্র নি:স্বার্থ ভালোবাসা।

 8 days ago 

আসলে মা আমাদের ছোটবেলায় অনেক কষ্ট করেই লালন-পালন করে থাকে কিন্তু আমরা সেই মায়ের কষ্ট কখনো বুঝতে শিখিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60104.15
ETH 3299.21
USDT 1.00
SBD 2.37