The December contest #1 by @sduttaskitchen|Significance of Entertainment!
|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
যেমনটা আপনারা জানেন আজ কমিউনিটিতে চলমান কনটেস্টে অংশগ্রহণের শেষ দিন। তাই আজ আমি অংশগ্রহণ করতে চলেছি এই কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছেন বিনোদনকে।
আমার নিজের অভিমত প্রকাশ করার পূর্বে কনটেস্টের নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধু @shuhad, @alfazmalek ও @mou.sumi কে আমন্ত্রণ জানাই, যাতে তারাও এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে বিনোদন সম্পর্কে নিজেদের অভিমত উপস্থাপন করেন। চলুন এবার আমি আমার লেখা শুরু করি, -
|
---|
প্রতিটি মানুষেরই জীবনের একটা নির্দিষ্ট গতিধারা থাকে। প্রাত্যহিক জীবনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা বেশিরভাগ মানুষই নিয়মিত একটি রুটিন মেনে চলি। এই নিয়মিত রুটিনের মাঝে, পরিস্থিতি বদলের কারণে কিছু কিছু পরিবর্তন আসে ঠিকই, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা প্রতি দিন একই ধরনের জীবন যাপনে অভ্যস্ত হয়ে থাকি।
তবে রুটিন মাফিক জীবন যাপনে কখনো কখনো আমরা বড্ড বেশি বিরক্ত হয়ে পড়ি। জীবনের ওঠা পড়ায় অনেক খারাপ মুহূর্তের সম্মুখীন হয়ে, আমরা মানসিক দিক থেকে অনেকখানি অবসাদগ্রস্ত হয়ে পড়ি। আর এই পরিস্থিতি গুলোর সাথে লড়াই করার জন্য যেটি সবথেকে বেশি দরকার সেটি হলো বিনোদন।
বিনোদনের পরিভাষা প্রতিটি মানুষের ক্ষেত্রেই আলাদা। আমরা সকলেই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভিন্ন ভিন্ন ভাবে, নিজেদের জীবনে বিনোদনকে উপভোগ করি। আর এইভাবেই নিজের জীবনের খারাপ সময়, মন খারাপের মুহুর্ত গুলোকে ভুলে থাকার চেষ্টা করি। তাই বলা যায় আমাদের জীবনধারাতে এই বিনোদনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।
|
---|
মানসিক অবসাদ আমাদের জীবনেরই একটি অঙ্গ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যার মানসিক অবসাদ নেই। প্রত্যেকের কারণ অবশ্যই ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো বিষয় নিয়ে মানসিক অবসাদ রয়েছে।
আমরা বিভিন্নভাবে এই অবসাদ কাটিয়ে ওঠার চেষ্টা করি। যদি ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি, তাহলে আমার জীবনে মানসিক অবসাদের মাত্রা অনেকের থেকেই অনেকটা বেশি। তবে আমার থেকেও অনেক বেশি খারাপ পরিস্থিতিতে অনেকেই আছেন, এটা ভেবেই বেশিরভাগ সময় নিজেকে স্বান্তনা দিই।
আমার কাছে অবসর দূর করার সবথেকে ভালো উপায় হল পিকলুর সাথে সময় কাটানো। আমি কোনোদিনও ভাবিনি একটি পোষ্য কখনো আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমার মন খারাপ হোক বা অবসাদ, আমি যখনই ওর সাথে সময় কাটাই, অনেকখানি ভালোবাসা ঘিরে ধরে আমাকে, যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না।
এছাড়াও নিজের পছন্দের গান শোনা, মাঝে মধ্যে সিনেমা দেখা, বন্ধু-বান্ধবের সাথে সময় কাটাতে খুব ইচ্ছে করে। কিন্তু কখনো কখনো পরিস্থিতি সেই সুযোগ করে দেয় না। তাই যখন সুযোগ আসে, ভীষণ আনন্দ করি ওদের সাথে। অনেক দিন পর্যন্ত অবসাদ যেন আমাকে ঘিরে ধরতে না পারে, তার খোরাক জোগাড় করি।
বিশেষত গত দু-তিন বছর ধরে, নিজের মানুষের শারীরিক অসুস্থতা, তাদের মৃত্যু আমাকে আরও বেশি অবসরগ্রস্ত করেছে। ব্যক্তিগত জীবনে আরও অনেক বেশি সমস্যা রয়েছে।
তবে এইসব কিছুর পাশাপাশি, আমার এই কমিউনিটি আমাকে অনেকখানি অবসাদ কমাতে সাহায্য করে। কারণ পারিবারিক দায়িত্ব পালন করার পর, এই কমিউনিটির কিছু দায়িত্ব পালন করতে গিয়ে, অবসাদগ্রস্থ হওয়ার খুব বেশি সময় পাই না। তবে তার মধ্যেও যখন মন খারাপ হয়, তখন পিকলু আর পছন্দের গান হয় আমার একমাত্র সঙ্গী।
|
---|
দায়িত্ব এমন একটা জিনিস যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে চলেই আসে। পৃথিবীতে বাঁচতে গেলে কোনো না কোনো ভাবে কিছু না কিছু দায়িত্ব পালন করতেই হয়। আমরা হয়তো অনেক সময় অনেক দায়িত্ব নিজে থেকে নিতে চাই না, কিন্তু কিছু দায়িত্ব আমাদের থাকে যেগুলো অস্বীকার করার উপায় থাকে না। যেমন আমরা যদি পৃথিবীতে কারোর দায়িত্ব নাও নিই, তবুও নিজের দায়িত্ব তো নিজেকে নিতেই হয়।
আর দায়িত্ব যখন নিতেই হবে, তখন খারাপ লাগা, নিরাশা এগুলো জীবনে থাকবে এটাই স্বাভাবিক। আমরা চাইলেও সেটা বাদ দিতে পারবো না। তাই সেই সমস্ত অবসাদ কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো বিনোদন। যদি বিনোদন না থাকে তাহলে জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যাবে। লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাবো। বাঁচতে ভুলে যাবো। তাই দায়িত্ব যেমন নিতে হবে, পাশাপাশি জীবনে বিনোদনকেও গুরুত্ব দিতে হবে।
|
---|
এই ছিল আমার মতামত, যেটা কনটেস্টের প্রশ্নোত্তরের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের আমার লেখা পড়ে কেমন লাগলো, মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি।