RE: একটি দিনের কথা! About a day!
সার্বিক স্বার্থে কাজের জন্য যদি সমালোচনার সম্মুখীন হতে হয়, তাহলে সেটা অন্তরালে বসে একজন শুনে তার যথাযত বিচার করবেন বলে আমি বিশ্বাস করি।
আত্মকেন্দ্রিক মানুষগুলি আত্ম স্বার্থ ছাড়া সার্বিক ভাবেও যে মানুষের জন্য কোনো কাজ করা যায়, এই বিষয়টা সম্পর্কে অবগত আছে বলেই আমার মনে হয় না। কারণ তারা তাদের জগৎটাকে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রাখে। তাই সার্বিক অর্থে কোনো মানুষের জন্য কিছু ভাবার মত মানসিকতার বিকাশ তাদের ভিতরে চোখে পড়ে না।
আমার তো খারাপ লাগে সেই সকল বাচ্চাদের কথা ভেবে, যারা এই আত্মকেন্দ্রিক মানসিকতা সম্পন্ন মানুষদের মধ্যে বেড়ে উঠবে। কারণ ভবিষ্যতে তারাও এই একই রকম মানসিকতা বহন করে সমাজকে কলুষিত করবে।
কোনো একটা জায়গায় এই কথাটা পড়েছিলাম যে, -সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে না, সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা লাগে। তাই যদি আপনাকে নিয়ে পাঁচটা লোক সমালোচনা করে সেক্ষেত্রে সেই সমালোচনার যোগ্যতা আপনার অর্জিত বলেই তারা করে।
সমস্যার সমাধান করতে না পারলেও সমস্যা নিয়ে সমালোচনা করার মানুষের সত্যিই আজকাল অভাব নেই এবং হাস্যকর বিষয় এটাই, তারা সেই সকল মানুষদেরকে নিয়েই সমালোচনা করে যাদেরকে ছাড়া তারা সমস্যার সমাধান করতে পারে না। আপনি নিজের জন্য নয় সকলের কথা ভেবে হয়তো সমস্যার সমাধানের জন্য কিছু সিদ্ধান্ত দিয়েছেন, তার জন্য যদি কেউ সমালোচনা করে তাহলে সত্যিই আপনার তাতে কিছু যায় আসে না।
আর ঠিক যেমনটা আপনি বলেন সর্বদা বিচার একজনের উপরেই ছেড়ে দেওয়া উচিত। কারণ তার কাছে প্রিয়-অপ্রিয় বলে কোনো বিচার নেই। বিচার হয় শুধুমাত্র ন্যায়-অন্যায়, সত্যি-মিথ্যে, সৎ-অসৎ এই বিষয়গুলির উপরে ভিত্তি করে। তাই যা আপনি করেছেন তা একেবারেই সঠিক।
পাখিদেরকে দেখে সত্যিই আমাদের মতন শিক্ষিত সমাজের অনেক কিছু শেখার আছে। তবে আপনার মতন করে, দলবদ্ধভাবে পাখিদের উড়ে যাওয়া দেখে ঠিক কোন শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত, এটা বোঝার মতন শিক্ষিত আমরা অনেকেই নই। বরাবরের মতনই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন ম্যাম।
Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags