RE: বীণাপাণির মহিমা!The glory of Veena Pani!
ডঃ বিধান চন্দ্র রায়কে নিয়ে যে দুটি ঘটনা আপনি উল্লেখ করেছেন তার কোনোটাই আমার জানা ছিল না। বর্তমানে যে কোনো ডাক্তার অসংখ্য টেস্ট ছাড়া যে চিকিৎসা করেন না, তার বাস্তব অভিজ্ঞতা কয়েকদিন আগেই হয়েছে। তবে সত্যি কথা বলতে এদেরকে প্রকৃত অর্থে ডাক্তার বলা যায় কিনা এটাও একটা ভাবার মতো বিষয়।
আসলে মেধার থেকেও বেশি অর্থের জোরে আজকালকার দিনে ছেলেমেয়েরা ডাক্তারি পড়ে। ফলতো দুর্ভোগ ভোগ করতে হয় আমাদের মত সাধারণ মানুষদের। অথচ বিধানচন্দ্র রায়ের মেধার জোর এতখানি ছিল যে, কাশির শব্দ শুনেও তিনি বুঝতে পারতেন রোগীর টিবি হয়েছে। সকল প্রতিকূলতাকে অতিক্রম করে, সত্যের পথে থেকে ইংরেজের বিরোধিতা করার মতন সাহসিকতা দেখিয়ে, ডাক্তার হওয়ার মতন মনের জোর বোধহয় খুব কম মানুষেরই আছে। এই কারণেই আজও তিনি প্রতিটি মানুষের মনে অমর।
বিদ্যার দেবী সুযোগ আমাদের সকলকেই দেন। তবে তার সদ্ ব্যবহার করার, সদ্ ইচ্ছাটা আমাদের মধ্যে থাকে না। আপনার লেখা পড়ে সত্যিই ভালো লাগলো, নতুন কিছু জানতে পারলাম। ভালো থাকবেন।
তোমাকে আমি সঠিক মন্তব্য এখন করতে না পারার জন্য দুঃখিত!
তবে, যদি একটি বাস্তব উদাহরণ আমাকে দিতেই হয়;
যাকে চোখে সামনে তার প্রতিভা কেবলমাত্র মনের জোরের অভাবে এবং প্রতিকূলতার কাছে বশ্যতা স্বীকার করে পিছিয়ে যেতে দেখেছি সেটা আর কেউ নয় তুমি?
জীবনের লড়াইতে সহজে হার মেনে নেওয়া মানুষদের আমি বিশেষ পছন্দ করি না, কারণ তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে সেই অভিজ্ঞতাও আমার আছে।
আচ্ছা! আগামীকাল এনগেজমেন্ট রিপোর্ট বলে বোধহয় এই মন্তব্যের দেখা পাওয়া গেল!