You are viewing a single comment's thread from:

RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible India2 days ago

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। সত্যি বলতে আমরা যখন এই প্লাটফর্মে প্রথম কাজ শুরু করি, তখন আমাদের পরামর্শ দেওয়ার মতো মানুষ তেমনভাবে পাশে পাইনি। ফলত আমরা জানি শুরুতে কাজ করতে গেলে সঠিক পরামর্শ ছাড়া পথচলা কতটা কঠিন। সেই কারণেই বলতে পারেন এই চেষ্টা। তবে তা কতখানি সার্থকতা পেয়েছে সেটা বোঝা যায় যখন নতুন কেউ তাদের কাজটাকে একটু একটু করে উন্নত করার প্রচেষ্টা করে। উদাহরণস্বরূপ আমি অবশ্যই আপনার নাম বলতে চাই, কারণ কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে আপনার এনগেজমেন্ট অন্যান্য আরও নতুন সদস্যদের জন্য এক আদর্শ উদাহরণ। এমনভাবেই পথ চলুন আপনার, আগামী পথ সুন্দর ও সফল হবে এ বিষয়ে আমি নিশ্চিত। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 99389.65
ETH 3101.23
SBD 4.01