You are viewing a single comment's thread from:

RE: An unplanned trip to Sundarban(First part)!

in Incredible India9 hours ago
  • আপনার সাথে না গিয়ে একেবারেই যে আফসোস হচ্ছে না একথা বলবো না। কিন্তু আফসোসের তুলনায় আমি অনেক বেশি খুশি যে, আপনি হঠাৎ করেই এই ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

  • জীবনে বেশি প্ল্যান করলে কিছুই হয় না।অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যাওয়া কোনো পরিস্থিতির কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সকল প্ল্যান বাতিল হয়ে যায়। তাই হঠাৎ নেওয়া সিদ্ধান্তগুলো যখন পূরণ হয়, তার ভাললাগা অন্যরকম।

  • আমিও সুন্দরবন যাইনি। তবে আপনার পোস্ট এবং ভিডিওর মাধ্যমে বেশ কিছু জিনিস চাক্ষুষ করতে পারলাম। রয়েল বেঙ্গল টাইগারের দেখা আশাকরি আজ পাবেন। এতো দূর থেকে কষ্ট করে গিয়ে যদি তার দেখা না পাওয়া যায়, সেটা বোধহয় আপনার জন্যেও কিছুটা আফসোসের হবে।

  • ম্যানগ্রোভ অরণ্য দেখে ভালো লাগলো, পাশাপাশি সবথেকে রোমাঞ্চকর বোধ হয় লঞ্চে করে ঘোরাটা। সামনাসামনি আরো অনেক গল্প শুনবো, তার পাশাপাশি পরবর্তী পোস্টে আশা করি রয়েল বেঙ্গল টাইগারের ভিডিও চোখে পড়বে। খুব মজা করুন, খুব আনন্দ করুন।

  • একঘেয়ে জীবন যাপনে দায়িত্ব-কর্তব্য পালনের ভিড়ে, এইটুকু খুশি আপনার সঞ্চয় হোক। যদি আমি যেতে পারতাম, আমিও খানিক আনন্দ সাথে করে আনতে পারতাম। তবে পরবর্তী কোনো ট্রিপে নিশ্চয়ই একসাথে যাবো। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94957.40
ETH 3309.45
USDT 1.00
SBD 7.50