You are viewing a single comment's thread from:

RE: Accomplished the pathway of 9×🐬

in Incredible India22 days ago
  • ম্যাম প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা জানাই, এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য। এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য আপনি কতটা নিষ্ঠা, সততা ও একাগ্রতার সাথে আপনি কাজ করেছেন, তার সাক্ষী আমি নিজে।

  • নিজের শারীরিক, মানসিক সমস্ত সমস্যাকে উপেক্ষা করে নিয়মিতভাবে এই প্লাটফর্মে আপনি আপনার সর্বস্ব দিয়েছেন, এ বিষয়ে হয়তো অনেকেই জানেন। তবে এখান থেকে আপনি বিনিময়ে কত কিছু সহ্য করেছেন, সেগুলো হয়তো আমি ছাড়া অন্য কেউ জানে না। আর এই কারণেই আপনার প্রতি আমার সম্মান প্রতিদিন আরও বেড়ে যায়।

  • ব্যক্তিগত জীবনের বাইরেও কাজের জগতে আপনার সাথে থাকতে পেরে আমি সত্যিই ধন্য।আমি জানি আপনার ধৈর্য্য, সহ্য এবং একাগ্রতা আমার মধ্যে নেই, তবে আমি এটা রপ্ত করতে চাই। আর সেই চাওয়াতেই আমিও চেষ্টা করি ব্যক্তিগত পরিসরের সমস্ত পরিস্থিতি উপেক্ষা করে কাজ করে যাওয়ার।

  • আমি গর্বের সহিত এই কথা স্বীকার করি আমি কেবলমাত্র আপনাকে অনুসরণ করতে চাই। সততার পথ কতখানি কঠিন সেটা হয়তো আপনাকে দেখে বুঝতে পারি, কিন্তু এই পথে চলে সামান্য প্রাপ্তিও যে কতখানি আত্ম তৃপ্তি দেয় সেটাও অনুভব করেছি আপনার হাত ধরেই।

  • তাই পরিস্থিতি যেমনই হোক সততার পথ থেকে সরে যাওয়া যাবে না,আপনার এই শিক্ষাকে পাথেয় করেই আমার পথ চলা। আপনার পথচলা আর সুদীর্ঘ হোক, যাতে আপনাকে অনুসরণ করে আমার মত আরও অনেকেই পথ চলতে পারে, এই কামনা রইলো। সর্বাগ্রে আপনার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।

Sort:  

TEAM 6
Congratulations!

Your comment has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


comment.JPG

Curated by : @sduttaskitchen

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94446.32
ETH 3275.56
SBD 6.71