আপনার ফটোগ্রাফি আমার বরাবরের খুব পছন্দ। আজও আপনি খুব সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে গাঁদা ফুল কেবলমাত্র হলুদ রঙের হয়, এটা একেবারে সঠিক নয়। কারণ হলুদ রঙ ছাড়াও, কমলা রঙ এবং রক্ত গাঁদা যেটা কিছুটা খয়েরী রঙের হয়, সেটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই দেখতে পাওয়া যায়।
এছাড়াও এক প্রকারের গাঁদা ফুল আছে যাকে প্যাঁচা গাঁদা বলে আমরা চিনি। যাইহোক সব মিলিয়ে মোটামুটি বেশ কয়েক রকমের গাঁদা ফুল আছে। হয়তো বা আপনাদের ওখানে হলুদ রঙের গাঁদ বেশি দেখা যায়।
ফটোগ্রাফির মাধ্যমে যে ফুলগুলোর ছবি আপনি শেয়ার করেছেন, সেগুলো এখনও সম্পূর্ণরূপে ফোটেনি। যদি সম্পূর্ণটা ফোটে তাহলে ফুলটা আরো অনেকটাই বড় হবে বলে আমার মনে হয়।তবে বরাবরের মতন ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
ঠিক বলেছেন দিদি গাঁদা ফুল অনেক রঙের হয় তবে আমাদের দেশে হলুদ টাই সবচেয়ে বেশী দেখা যায় ৷ মাঝে মধ্যে সাদা রঙের টা দেখতে পাওয়া যায় ৷
ফুল গুলো অনেক বড় হয় তবে এই ফুল গুলো সবেমাত্র ফুটতে শুরু করেছে তাই হয়তো একটু মাঝারি আকারের হয়েছে ৷
যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন 🤍🌼