RE: "Incredible India monthly contest of November #1| Definition of a great leader!"
একজন ভালো নেতা সব সময় গোষ্ঠীর লক্ষ্য অর্জন করাকে প্রাধান্য দিয়ে থাকেন বেশি।
যদিও আপনার লেখা উপলক্ষে লাইনটি একেবারেই সঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় আজকাল এইরকম নেতার বড্ড বেশি অভাব। এই কারণেই সমাজ তথা দেশে এতো বিশৃঙ্খলা। যাইহোক এগুলো বিতর্কের বিষয় তবে নেতা ও নেতৃত্ব সম্পর্কিত আপনার মতামত পড়ে বেশ ভালো লাগলো। একজন সঠিক নেতার গুণাবলী গুলো আপনি লেখার মাধ্যমে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
নানা জনের নানা মত হওয়া সত্ত্বেও এ কথা একেবারেই অনস্বীকার্য যে, প্রত্যেকটি দেশে স্বাধীন হওয়ার পেছনে কোনো জনের ভূমিকা ছিল না। বরং গোষ্ঠীবদ্ধ ভাবে সকলে একত্রিত হয়ে লড়াই করেছিল বলেই আমরা স্বাধীন হতে পেরেছি। তবে জাতির পিতা আখ্যা পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতখানি কঠিন পথ অতিক্রম করতে হয়েছিল, এগুলোর গল্প আমি আমার শ্বশুরের মুখে অনেক শুনেছি এবং ইউটিউবে দৌলতে তার বক্তৃতা শোনারও সৌভাগ্য হয়েছে। কিছু মিলিয়ে এটুকু বলতে পারি, বঙ্গবন্ধু হিসেবে তার নামকরণ সার্থক। ভালো লাগলো আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে। ভালো থাকবেন।
একদম ঠিক বলেছেন দিদি । বর্তমান সময়ে সেই নেতা যদি থাকতো তবে দেশের সাধারন জনসাধারণ ভালো ভাবে বাঁচতো পারতো।