নিজের এলাকায় ট্রেন থেকে হোক বা গাড়ি থেকে যখনই নামা হয়, মনের মধ্যে একটা অন্য রকমের আনন্দ অনুভূত হয়। এটা যখন আমি আমার বাপের বাড়িতে যাই, খুব ভালোভাবে অনুভব করতে পারি। সত্যিই আপনার কাজে জায়গা থেকে বাড়িটা অনেকখানি দূরে। তবে মাঝখানে বন্ধুর সাথে কিছুটা সময় কাটিয়েছেন এটা জেনে খুশি হলাম। কাজের জায়গা হোক বা পড়াশোনার জায়গা, বেশ কিছুদিন থাকার পর সেই জায়গা গুলো ছেড়ে আসতে একটা খারাপ লাগা কাজ করে ঠিকই, তবে জীবনে এগোতে গেলে কোনো একটা জায়গায় থেমে থাকলে হবে না, পরিবর্তন গুলোকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই জীবনের আসল মানে। আপনার আগামী পথ চলার জন্য অনেক শুভকামনা রইলো। তবে মাঝের দিনগুলো পরিবারের সকলের সাথে খুব আনন্দ কাটান, এটাই চাই। ভালো থাকবেন।
সত্যিই দিদি! অনেক দিন পর নিজের এলাকার স্টেশনে পৌঁছালে মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করে। হ্যাঁ! আপনি একদম ঠিক বলেছেন, অনেকদিন এক জায়গায় কাজ করার পর সেখান থেকে চলে আসাটা আসলেই অনেক কষ্টকর।
তবে জীবনের তাগিদে এটা মেনে নিতেই হবে কিছুই করার নেই।
ইনশাআল্লাহ নিজের পরিবারের সাথে খুব আনন্দময় দিন পার করতেছি।
আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো অনেক ভালো হয়।