You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of October #1| Your preferable Era!

in Incredible India3 months ago

সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে এই সপ্তাহের প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম। সত্যি কথা বলতে আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, সেটা সম্পর্কে আমরা বোধহয় ব্যক্তিগতভাবে আমাদের অনুভূতি শেয়ার করতে পারব। যে যুগ আগে পেরিয়ে গেছে সে সম্পর্কে আমরা গল্প শুনেছি, বইয়ে পড়েছি এবং যে যুগ আসতে চলেছে সেটা সম্পর্কে আমরা শুধুমাত্র ধারণা করতে পারি। তাই নিজস্ব অনুভূতি ব্যক্ত করতে গেলে এই সমস্ত কিছু সংমিশ্রণই বোধহয় ফুটে উঠবে লেখার মধ্যে, যেটা পড়তে আশাকরি ভালো লাগবে। এই কারণে সকলকে অনুরোধ করবো অবশ্যই নিজের অনুভূতি এবং মতামত এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করবেন। সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103208.45
ETH 3292.46
SBD 6.25