You are viewing a single comment's thread from:

RE: Follow what you believe! মন সায় দিলেই সেই কাজ করা উচিত।

in Incredible India2 months ago

আপনি একটা লটারির টিকিট কেটেছেন, ভাগ্যচক্রে সেটা আপনার একবার বেধে হয়তো একটা সাময়িক অর্থ আপনি পেয়েছেন, পরের দিন আপনার ইচ্ছে করবে, আরেকবার প্রয়াস করতে।

  • ব্যক্তিগতভাবে লটারি কাটার অভিজ্ঞতা না থাকলেও, এরকম অনেক মানুষকে দেখেছি বা অনেক মানুষের গল্প শুনেছি, লটারি কাটার ফলে যাদের জীবন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে।

  • আপনি একেবারেই ঠিক বলেছেন, মাইনিংটাও এমনই একটি নেশা যেটাতে আসক্ত হওয়া খুব সহজ, কিন্তু সেই আসক্তি থেকে বেরিয়ে আসা অনেকটাই কঠিন। বিশেষ করে যারা দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য।

  • আপনার মতন হয়তো আমি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করিনি, তবে স্বল্প দিনের অভিজ্ঞতায় এটুকু বলতে পারি, এই কাজে সময় কোথা দিয়ে ব্যয় হয় তা বোঝা তো কঠিন বটেই, এমনকি নিজের মূল লক্ষ্য থেকে দ্রিকভ্রান্ত হবার জন্য এই ধরনের কাজ যথেষ্ট। তবে এই কাজের ফলাফল একদমই শূন্য।

  • অনেকের ক্ষেত্রে বিষয়টা ওই লটারি কাটার মতোই, একবার বেশ কিছু অর্থ রোজগার করে নেওয়াতেই, এই মাইনিং এর নেশা থেকে নিজেকে সরিয়ে আনতে পারছেন না। তারা হিসেব করতে ভুলে যাচ্ছে যে, যে পরিমাণে সময় তারা এখানে নষ্ট করছেন, আদেও সেই পরিমাণ অর্থ কি এখান থেকে উপার্জিত হচ্ছে?

  • তবে এই নেশা এখনো আপনাকে ও আমাকে আসক্ত করতে পারেনি, এটাই সবথেকে বড় কথা। আপনার অভিজ্ঞতার নিরিখে লেখা কথাগুলো পড়ে আরও একবার সতর্ক হতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ম্যাম।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91358.60
ETH 3091.62
USDT 1.00
SBD 3.16