My Weekly Report (Senior Moderator) || 27July -2023

in Incredible Indialast year
IMG_20230727_104642.png
"Edited by canva"

Hello,

Everyone,

লেখা শুরু করার প্রথমেই আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালোভাবে শুরু হয়েছে। আর সারাটা দিন যেন আপনাদের অনেক ভালো কাটে সেই প্রার্থনা রইলো।

আপনারা প্রত্যেকেই জানেন এই কমিউনিটি সিনিয়র মডারেটর হিসেবে, প্রতি সপ্তাহে আমি নিজের কার্যাবলী সংক্রান্ত একটি সাপ্তাহিক রিপোর্ট পোস্ট করি। তার পাশাপাশি কমিউনিটির সকল ইউজারদের অ্যাক্টিভিটি অনুযায়ী,একটি এনগেজমেন্ট রিপোর্টও উপস্থাপন করি। সেই অনুযায়ী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সিনিয়র মডারেটর হিসেবে আমার সাপ্তাহিক রিপোর্ট।

"টিউটোরিয়াল ক্লাস"

IMG_20230727_102343.jpg

রিপোর্টের শুরুতে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাইবো সেটি হল টিউটোরিয়াল ক্লাস। যেটা গতকাল আমাদের ডিসকর্ড চ্যানেলে অনুষ্ঠিত হয়েছিল। গতকাল আমরা শুধুমাত্র নতুন যে সকল ইউজার আমাদের কমিউনিটিতে যুক্ত হয়েছেন, তাদেরকে নিয়ে টিউটোরিয়াল ক্লাস করেছিলাম।

কারণ ইতিমধ্যে যে সকল পুরনো ইউজার রয়েছে, তারা এই বিষয় সংক্রান্ত ক্লাস করেছেন। যে কারণে পুনরায় আর তাদেরকে ডেকে বিব্রত না করাটাই শ্রেয় বলে মনে হলো। তবে যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে বিষয়গুলো সম্পর্কে অবগত করা কমিউনিটির কার্যাবলীর মধ্যেই পড়ে। সেই কারণে শুধুমাত্র নতুনদেরকে নিয়ে এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল।

সব থেকে ভালো লাগার বিষয়টি হল এই টিউটোরিয়াল ক্লাসে প্রত্যেক ইউজারের উপস্থিতি। আসলে যাদের জন্য আমরা টিউটোরিয়াল ক্লাস বা হ্যাংআউটের মত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি, যদি সেই সকল ইউজাররাই উপস্থিত না হয়, তাহলে সেই জিনিস গুলোর মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব হয় না। তবে গতকাল যেহেতু সকলেই উপস্থিত ছিলেন এই কারণেই সত্যিই মন থেকে আমি অনেক খুশি হয়েছিলাম।

আর গতকাল প্রথমবার আমি টিউটোরিয়াল ক্লাসে নিজে কিছু কথা শেয়ার করেছিলাম। এতদিন পর্যন্ত সব সময় আমাদের অ্যাডমিন ম্যাম টিউটোরিয়াল ক্লাস নিয়েছেন এবং আমি সর্বদা সেই ক্লাসে উপস্থিত থেকে তার কথা শুনেছি।

তবে গতকাল নিজে অন্যদেরকে কিছু বলেছি। নিজের দিক থেকে চেষ্টা করেছি সকলের বোঝার মতন করে কথা বলার এবং আমার বিশ্বাস আপনারা সকলে বিষয়গুলিকে বুঝতে পেরেছেন। আগামীদিনেও আমি চেষ্টা করব সমস্ত বিষয় গুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার। আশা করছি আপনাদের দিক থেকেও সমান সহযোগিতা পাব।

প্রথমবার টিউটোরিয়াল ক্লাসে শ্রোতা নয়,বক্তা হিসেবে আমিও প্রথম নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এবং এর জন্য আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই, যারা আমাকে এই কাজে সাহায্য করেছেন।

"বুমিং সাপোর্টের নতুন দায়িত্ব"

IMG_20230727_102902.jpg

এতদিন পর্যন্ত কমিউনিটির ইউজারদের বুমিং সাপোর্ট নির্বাচনের দায়িত্বে ছিলেন আমারই সহকর্মী @piya3, কিন্তু পড়াশোনার কারণে তিনি এই মুহূর্তে কয়েক মাসের ছুটিতে রয়েছেন। যে কারণে অ্যাডমিন ম্যাম বুমিং সাপোর্টের ডিটেলস দেখার দায়িত্ব আমার উপরে দিয়েছেন। যদিও এটি প্রথম সপ্তাহ, আমি আমার সবটুকু দিয়ে এই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবো।

যেহেতু কাজটি নতুন তাই শুরুর দিকে একটু বেশি সময় নিয়ে কাজটি করতে চাই। কারণ যে কোনো কিছু শিখতে সকলেরই কিছু সময়ের প্রয়োজন হয়। তবে আশা করছি আমার দিক থেকে আমি সঠিক নিয়ম অনুসরণ করেই কাজটি করব। আপনাদের সকলের সহযোগিতা কাম্য।

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

IMG_20230727_102702.jpg

এরপর যে বিষয়টিতে কথা বলব সেটি আমাদের এনগেজমেন্ট রিপোর্ট। আপনারা নিশ্চয়ই গত সপ্তাহে আমি যে এনগেজমেন্ট রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম,সেটি পড়েছেন এবং বুঝতে পেরেছেন যে এমন অনেক ইউজার রয়েছেন, যাদের এক্টিভিটি কমিউনিটিতে খুবই কম রয়েছে।

এই কারণে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব শুধুমাত্র নিজের লেখা পোস্ট কমিউনিটিতে শেয়ার করাটা আপনাদের দায়িত্ব নয়, পাশাপাশি আপনার যে সকল বন্ধুরা এই কমিউনিটিতে লেখা শেয়ার করেন, তাদের পোস্ট পড়ে যথাযোগ্য কমেন্ট করাটাও কিন্তু আপনার দায়িত্ব। এতে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি পাবে এবং কমিউনিটিতে আপনার সক্রিয়তা বজায় থাকবে, যা আপনার নিজের জন্য গুরুত্বপূর্ণ।

"কমিউনিটি কনটেস্টের ডিটেইলস সম্পর্কিত কার্যাবলী"

IMG_20230727_102222.jpg

আপনারা প্রত্যেকেই জানেন গত সপ্তাহে আমাদের কমিউনিটিতে একটি কনটেস্ট চলছিল। যেটা গতকাল শেষ হয়ে গিয়েছে এবং যার উইনার অ্যানাউন্সমেন্টও ইতিমধ্যে আমাদের অ্যাডমিন ম্যাম করেছেন। উইনার অ্যানাউন্সমেন্ট পোস্টে আপনারা কনটেস্ট পোস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেলস দেখতে পারবেন এবং এই ডিটেলস গুলো বের করে অ্যাডমিন ম্যামের কাছে মেইল করাটা প্রত্যেক সপ্তাহের মতনই এই সপ্তাহেও আমার দায়িত্ব ছিল।

যেহেতু আমাদের অন্য নিজের মডারেটর পড়াশোনার কারণে ছুটিতে রয়েছেন, তাই এই সপ্তাহের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরেই ছিল। সমস্ত কিছু চেক করে সময় মত অ্যাডমিন ম্যাম কাছে ডিটেলস গুলো পাঠিয়েছিলাম, যাতে তিনি উইনার অ্যানাউন্সমেন্ট সঠিকভাবে করতে পারেন।

"পোস্ট ভেরিফিকেশন"

পোস্ট ভেরিফিকেশন এর ক্ষেত্রে প্রত্যেকটি মডারেটরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের পুরনো মডারেটর @noelisdc আমাদের মধ্যে ফিরে এসেছেন। সত্যি কথা বলতে কমিউনিটির প্রত্যেক মডারেটর নিজেদের কাজটি খুবই দায়িত্ব সহকারে করেন। সকলের মত আমিও পোস্ট ভেরিফিকেশন এর ক্ষেত্রে নিজের দায়িত্বটি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি।

যেহেতু কমিউনিটির অন্যান্য কার্যাবলীরও দায়িত্ব আমার রয়েছে, সেই কারণে হয়তো পোস্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক বেশি সময় দিতে পারছি না। তবে নিজের সময় মত যতগুলি সম্ভব পোস্ট ভেরিফাই করার চেষ্টা করছি।

"নতুন মডারেটরকে স্বাগত"

আপনারা প্রত্যেকেই জানেন @manisha.jain9 আমাদের কমিউনিটিতে নতুন মডারেটর হিসেবে যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যেই তিনি তার কাজটি খুবই দায়িত্ব সহকারে করতে শুরু করেছেন। শুরুর দিকে শুধুমাত্র কিছু বিষয়ে তাকে গাইড করার প্রয়োজন হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি সমস্তটা সঠিকভাবে করছেন। কমিউনিটি সিনিয়র মডারেটর হিসেবে, কমিউনিটি প্রত্যেকটি ইউজারের পক্ষ থেকে তাকে আমাদের পরিবারে অনেক স্বাগত জানাই। আশাকরছি আপনার সাথে আমাদের এই পথ চলা সুদীর্ঘ হবে এবং একসঙ্গেই আমরা আমাদের কমিউনিটিকে উন্নত শিখরে পৌঁছে দিতে পারব।

"উপসংহার"

সারা সপ্তাহ জুড়ে মোটামুটি এই সকল দায়িত্বই আমাকে পালন করতে হয়। সংসার জীবনের পাশাপাশি ইনক্রেডিবল ইন্ডিয়া আমার জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। যেখানে সময় কাটাতে ব্যক্তিগতভাবে সত্যিই আমি অনেক বেশি পছন্দ করি।

নিজের দায়িত্বটুকু সব সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। আশাকরছি আমার এই সাপ্তাহিক প্রতিবেদনটি পড়লে, আপনারা প্রত্যেকেই আমার কার্যক্রম সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবেন। তাই অনুরোধ করবো পোস্টটি পড়ে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।

যদি আপনাদের দিক থেকেও কোন সাজেশন থাকে, যার মাধ্যমে কমিউনিটিকে আরো ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, তাহলে অবশ্যই সেই সাজেশন গুলো আমার সাথে শেয়ার করার অনুরোধ রইলো। সকলের খুব ভালো থাকুন, কমিউনিটির সঙ্গে যুক্ত থাকুন, একসাথে এগিয়ে চলুন। ধন্যবাদ।

Sort:  
 last year 

যেহেতু সকলেই উপস্থিত ছিলেন এই কারণেই সত্যিই মন থেকে আমি অনেক খুশি হয়েছিলাম।

আপনার খুশির কারণ আমরা হতে পেরে আসলেই আমরা আনন্দিত। ইনশাআল্লাহ আগামী দিনও আপনার খুশির কারণ আমরা হব ঠিক এভাবে।

আমাদের একজন মডারেটর ছুটি থাকার কারণে আপনার উপরে একটু কাজ বেড়ে গিয়েছে বটে। কিন্তু এসব কাজ আপনি ঠিকঠাক মতই করে নিতে পারবেন আমি মনে করি তারপরও যদি আমাদের কোন সহযোগিতা আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমরা অবশ্যই যে যার জায়গা থেকে চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য।

যে নতুন মডারেটর @manisha.jain9 আমাদের মাঝে এসেছেন তাকে স্বাগতম জানাই।

এ সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট কার্ডে আমার গত সপ্তাহের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে। কিন্তু এর থেকেও আরো বেশি করার প্রয়োজন ছিল আমার।

মাঝে আমি একটু অসুস্থ থাকার কারণে বেশি অ্যাক্টিভ থাকতে পারেনি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামী সপ্তাহে আরো ইমপ্রুভ করার জন্য।

সবশেষে বলি আপু নিজের প্রতি একটু যত্নবান হবেন আপনার সুস্থতা আমাদের কমিটির একান্ত প্রয়োজন।

 last year 

প্রতিবারের মত এই সপ্তাহেও আপনি খুব সুন্দর ভাবে সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে প্রকাশ করেছেন ৷ পোস্ট ভেরিফিকেশন ও সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস তারপর সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট এই সব মিলে আপনি সাপ্তাহিক রিপোর্ট প্রতি সপ্তাহে প্রকাশ করে থাকেন সুন্দরভাবে।এছাড়া আপনার পোস্ট টা পড়ে জানতে পারলাম নতুন মডারেটর যুক্ত হয়েছে। তাই নতুন মডারেটরদের স্বাগত জানাই।

পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিবেদন আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য ৷ ভালো থাকবেন আপু।

 last year 

প্রত্যেক সপ্তাহের মত এ সপ্তাহেও আপনি আপনার এংগেজমেন্ট রিপোর্ট খুব সুন্দর ভাবেই আমাদের সাথে উপস্থাপন করেছেন! আমাদের আগের মডারেটর যিনি একটু সমস্যার মধ্যে ছিলেন! তিনি আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন জানতে পেরে বেশ ভালো লাগলো! এবং নতুন আরেকজন মডারেটর আমাদের সাথে যুক্ত হয়েছেন! এটা জেনে আরো বেশি ভালো লাগলো।

আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই নিজেদের সক্রিয়তা বজায় রেখে সঠিকভাবে কাজ করা! এবং কমিউনিটিকে নিজের পরিবার মনে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে! যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে! সেগুলো সঠিকভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

গতকাল নতুনদের টিউটোরিয়াল ক্লাসে আপনি খুব ভালোভাবেই উপস্থাপনা না করছেন। আপনার কথাগুলো খুবই স্পষ্ট ছিল। এজন্য আমাদের বুঝার সুবিধা হয়েছিন। আমি আমার নিজের কথাই বলছি গতকাল টিউটোরিয়াল ক্লাসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। পিয়া আপু ও আপনি প্রতিটা বিষয় খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতে আরো নতুন কিছু শিখতে পারব এই আশায় করি আপনার কাছ থেকে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

আমি এই কমিউনিটিতে একদম নতুন। তবে এটি খুব ভালো একটি কমিউনিটি। সেই সাথে কমিউনিটির মেম্বাররা বেশ একটিভ। ধন্যবাদ ❤️

 last year 

সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আসলেই অনেক গুরুত্বপূর্ণ ৷ এই রিপোর্ট প্রতি সপ্তাহে আপনারা আমাদের মাঝে তুলে ধরেন এবং সব ইউজার এক্টিভিটি এই রিপোর্টে তুলে ধরা হয়ে থাকে ৷ তারপর আমাদের কমিউনিটিতে নতুন একজন মডারেটর ম্যাম যুক্ত হয়েছেন ৷ ম্যাম এর জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইলো ৷

ধন্যবাদ দিদি ভালো থাকবেন ৷

 last year 

Excelente informe amiga muy detallado de todas las actividades realizadas en esta semana, con nuevas responsabilidades pero se qué lo harás muy bien, de mi parte encantada de regresar a esta mi familia, he encontrado integrantes nuevos y eso me hace muy feliz, también quiero darle la bienvenida a nuestra familia a la nueva moderadora se que hara un excelente trabajo, sigamos creciendo juntos.

 last year 

Hey! @sampabiswas.
Thank you so much. I am glad to be part of this community. Each and every members are really kind and helpful, I am enjoying working with you all. ☺️☺️

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 106036.78
ETH 3340.02
SBD 4.43