My weekly report ( Senior Moderator)|| 23 rd june -2023||
"Edited by canva" |
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কাটছে।
প্রতি সপ্তাহে মতো আজ আমি আপনাদের সাথে আমার গত সপ্তাহের কমিউনিটির কার্যক্রম সম্পর্কে লিখতে চলেছি। আপনারা সকলেই জানেন বর্তমানে আমাদের কমিউনিটির এনগেজমেন্ট চ্যালেঞ্জের তৃতীয় সপ্তাহ চলছে।
এনগেজমেন্ট চ্যালেঞ্জ-তৃতীয় সপ্তাহ |
---|
এই সপ্তাহে আমাদের অ্যাডমিন ম্যাম এমন সুন্দর একটি বিষয়কে বেছে নিয়েছেন কনটেস্টের বিষয়বস্তু হিসেবে। যেখানে আমরা বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে আপনাদের সকলের মতামত জানতে পারছি।
প্রথমে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আপনারা প্রত্যেকে এগিয়ে এসে কনটেস্টে অংশগ্রহণ করছেন এবং নিজেদের মতন করে নিজেদের মতামত আমাদের সকলের সাথে শেয়ার করেছেন।
কিছু কিছু পোস্ট আমাদের মনে অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি বিশ্বাস জাগিয়ে তুলছে, আবার কিছু কিছু পোস্ট লাভ ম্যারেজের প্রতি। তবে বেশিরভাগ পোস্ট পড়ে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি বিবাহিত জীবনে দম্পতির মধ্যে একে অপরের প্রতি শুধুমাত্র ভালোবাসা নয়, বিশ্বাস-ভরসা-সম্মান সবকিছুই থাকা উচিত।
আর আজকাল বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও এই সকল কিছুর অনুপস্থিতি প্রধান কারণ হয়ে উঠছে। আশা করছি আগামী দিনগুলোতেও আরো অনেক ভালো ভালো পোস্ট পড়ার সুযোগ হবে। আর এখনো পর্যন্ত যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই এগিয়ে এসে নিজেদের মতামত শেয়ার করবেন কনটেস্টে যোগদানের মাধ্যমে।
পোস্ট ভেরিফিকেশন |
---|
যেমনটা আমি আপনাদেরকে আগে সপ্তাহেও জানিয়েছে পোস্ট ভেরিফিকেশন আমাদের জন্য একটা অনেক বড় দায়িত্ব। তাই এই সপ্তাহেও দায়িত্ব সহকারে প্রতিটা পোস্ট ভালোভাবে যাচাই করে, ভেরিফাই করছি।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পোস্টের সংখ্যা অনেকটাই বেশি। যেই কারণে এই সপ্তাহে ভেরিফিকেশনের চাপ অনেকটাই বেশি রয়েছে। তবে নিজের দায়িত্বটি পালন করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং আগামীদিনেও এই ভাবেই চেষ্টা করবো।
সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস |
---|
গত সপ্তাহের হ্যাংআউট ক্লাসে বেশ কিছু নতুন অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি। অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু নিজেদের মনে অবলীলায় বিশ্বাস করতে শুরু করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ব্যবহার মনকে অনেক কষ্ট দেয়।
কিন্তু এটাও ঠিক কষ্ট যেমন পাই, তেমনি নতুন অভিজ্ঞতাও অর্জন করি। আমরা প্রত্যেকেই এই প্লাটফর্মে নিজেদের ভালো লাগার পাশাপাশি, কিছু অর্থ উপার্জন করার জন্য কাজ করি, এ কথা সত্যি।
কিন্তু যখনই মূল লক্ষ্য অর্থ উপার্জন হয়ে যায়, তখনই কিন্তু কাজের প্রতি আমাদের ভালোবাসা ধীরে ধীরে কমে যায়। তবে গত সপ্তাহে আমাদের অ্যাডমিন ম্যাম এমন কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছিলেন, যেগুলো শুনে আরো একবার নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পেলাম।
সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট |
---|
কমিউনিটির এনগেজমেন্ট রিপোর্ট প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আমি উপস্থাপন করেছি। কিন্তু দিন দিন এই রিপোর্টটি উপস্থাপন করার ক্ষেত্রে আমি আমার ভালোলাগা হারিয়ে ফেলছি। এটার পেছনের মূল কারণ আপনাদের নিজেদের কাজ উন্নত না করা।
প্রতি সপ্তাহে যখনই আমি এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করি, আপনাদের কাছে অনুরোধ জানাই নিজেদের কাজকে আরেকটু ভালো করার। কিন্তু প্রতি সপ্তাহেই কিছু ইউজারের কাছ থেকে নিরাশা প্রাপ্তি হয়।
আশাকরি এই সপ্তাহে পাবলিশ করার রিপোর্টটি আপনারা সকলেই পড়েছেন এবং নিজেদের কাজ সম্পর্কে অবগত হয়েছেন। এই প্লাটফর্মে আমরা সবাই স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি। তাই আপনাদের জোর করে কাজ করানোটা আমার উদ্দেশ্য নয় বা সেটা উচিত নয়।
আমি শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করতে পারি এবং বিশ্বাস করুন, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আপনার কাজ আপনার উন্নতিতে সাহায্য করবে, আমার নয়।
কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য নতুন ইউজারদের আমন্ত্রণ জানানো |
---|
কমিউনিটিতে নতুন সদস্যের আগমন অত্যন্ত প্রয়োজনীয়। যাতে নতুন নতুন মানুষের লেখা পড়ার সুযোগ আপনাদের পাশাপাশি, আমাদেরও হয়। এই কারণে সেই নতুন নতুন ইউজারদের আমরা সকলে মিলে আমাদের কমিউনিটিতে আমন্ত্রণ জানাচ্ছি।
যাতে তারাও আপনাদের মতন করেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আশা করছি আরও বেশ কিছু নতুন সদস্য আমাদের সঙ্গে যুক্ত হবেন যাদের লেখা পড়ে আমরা সকলেই আরও অনেক কিছু শিখতে পারবো।
উপসংহার |
---|
যাইহোক এই ছিল আমার এই সপ্তাহের কার্যক্রম। যদিও আজ আমাদের হ্যাংআউট অনুষ্ঠিত হবে। তাই আশা করছি সারা সপ্তাহ পরিশ্রম করার পর অন্তত কিছুটা সময় আপনাদের সকলের সাথে আনন্দ সহকারে কাটাতে পারব।
তাই অনুরোধ করবো সকলে নিজেদের ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় বের করে হ্যাংআউটে যুক্ত হবেন। যেখানে কাজের বাইরে কিছুটা সময়, আমরা নিজেদের মতো করে কাটাতে পারি। সকলে সুস্থ থাকুন, সকলের দিনটি অনেক ভালো কাটুক। সকলে ভালো থাকবেন।
OUR COMMUNITY DISCORD LINK:-
Meraindia discord link
MERA INDIA COMMUNITY TELEGRAM GROUPS:-
Incredible India Community telegram group
OUR TWITTER LINK:-
Incredible India Twitter link
OUR INSTAGRAM LINK:-
Incredible India instagram link
প্রতিবারের মত এই সপ্তাহেও আপনি বেশ সুন্দর ভাবে সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে প্রকাশ করেছেন ৷ পোস্ট ভেরিফিকেশন ও সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস তারপর সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট এই সব মিলে আপনি সাপ্তাহিক রিপোর্ট প্রতি সপ্তাহে প্রকাশ করে থাকেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি প্রতিবেদন আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদি ৷
Magnífico reporte gracias. Shalom 🦋